শীত নিয়ে স্ট্যাটাস উক্তি ছন্দ কবিতা | winter caption 2024
winter caption 2024
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? timeofbd.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এইদেশে রয়েছে ৬ ঋতুর বিচিত্র সমাহার। তারমধ্যে শীতকাল একটি ঋতু। সকলের পছন্দ ও অপছন্দের মধ্যে এই ঋতুতে রয়েছে প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্যের আধার। তাই এই প্রকতির অপরূপ প্রশংসাকে ভালোবাসার ব্যক্তিদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য যারা শীত নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে ফেসবুক স্ট্যাটাস, শীতকাল নিয়ে স্ট্যাটাস, শীতের ছন্দ, শীত নিয়ে উক্তি, শীত নিয়ে কবিতা, কুয়াশা নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে ছন্দ, শীতের কুয়াশা নিয়ে কবিতা, নতুন শীতের কবিতা খুজছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনাদের জন্য নিয়ে এলাম শীত নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে ফেসবুক স্ট্যাটাস, শীতকাল শীত নিয়ে স্ট্যাটাসনিয়ে স্ট্যাটাস, শীতের ছন্দ, শীত নিয়ে উক্তি, শীত নিয়ে কবিতা, কুয়াশা নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে ছন্দ, শীতের কুয়াশা নিয়ে কবিতা, নতুন শীতের কবিতা। তাই এখনি কপি করুন আপনার পছন্দের শীত নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে ফেসবুক স্ট্যাটাস, শীতকাল নিয়ে স্ট্যাটাস, শীতের ছন্দ, শীত নিয়ে উক্তি, শীত নিয়ে কবিতা, কুয়াশা নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে ছন্দ, শীতের কুয়াশা নিয়ে কবিতা, নতুন শীতের কবিতা এবং মেতে উঠুন শীতের রঙে।
শীত নিয়ে স্ট্যাটাস | শীতের সকাল স্ট্যাটাস | শীত নিয়ে স্ট্যাটাস
- শীতের সকাল, মনে করে দেয়, অতিতের স্মৃতি মাখা দিন গুলির কথা ।
- শীতের বিকেল, অতীতের চাদর ঘাঁটে, কুয়াশাময় কিছু স্মৃতি, আদুরে গন্ধ।
- শীত নেমেছে প্রদোষকালে, ঠোঁট মানেনা সিগারেটে, ঠোঁট পেতে চায় সেই সময়ে, তোমার ঠোঁটের ছায়া নিতে।
- শীতের হালকা আমেজ নিয়ে, আজকে এলো রাত, ঘুমের দেশে যাও হারিয়ে, স্বপ্ন বাড়াক হাত ।
- হাঁসি নিয়ে আসলে শীত, বিশাল বিড়ম্বনা । হাঁসি শুরু হয় ঠিকই , কিন্তু শীতের কাঁপুনির সাথে হাসি একবার মিক্স হয়ে গেলে সে হাসি আর থামে না ।
শীত নিয়ে উক্তি | শীত নিয়ে কবিতা | কুয়াশা নিয়ে স্ট্যাটাস
- তোমার গায়ে শীত নামে ভোরে, আলস্য কাটায় মিঠে রোদ. হাওয়ার নামে উত্তুরে চিঠি, শহরময় শীতবর্ষা হোক।
- শীতের কাল শুকিয়েছে পাতা, তুমি রোদ হয়ে এনো উষ্ণতা …
- শীত, গ্রীষ্ম, বর্ষা, এখন জালিয়াতিই ভরসা ।
- শীতের সকালে, স্মৃতির উষ্ণ পশমী কাপড় জড়ানোর আশায়।
- জষ্ঠি মাসের ভরা রোদ্দুর, খাঁ খাঁ মাঠে চলি কতদূর, ঘামঝরা পথ নেইকো ছায়া, রোদ্দুর তুমি বড় নিষ্ঠুর, দামাল আষাঢ় পানী একরাশ, রোদ্দুর তুমি ভেঙে ছারখার, শা্রবণ মাসে সবুজের খেলা, শীতের আকাশে মিঠে রোদ্দুর ।
- কুয়াশা ঢাকা শীতের সকাল, শিশির ভেজা ঘাস, মাটির সোদা গন্ধ, প্রাণ ভরে নাও শ্বাস।
- শীতের সকাল, মিঠে কড়া রোদ আর ক্রিকেট, বড় হওয়ার প্রয়োজনে ছোটবেলাটা, যেন বড্ড তাড়াতাড়ি ছোট হয়ে গেল।
শীত নিয়ে ছন্দ | শীতের কুয়াশা নিয়ে কবিতা | নতুন শীতের কবিতা
- শীতের সকাল যখন, আলমোড়া ভাঙ্গে, কুয়াশার চাদর তখন, নেশার মতো থাকে।
- শীতের দুপুর মানেই, ছাদে রোদ পোহা ও সাথে রবীন্দ্রসঙ্গীত।
- শীতের অলস দুপুর এসে, চুপটি করে পাশে বসে, যখন গল্প বলবে কানে, তখন কি পড়বে মনে?
- শীতের দুপুর লেপের, তলায় কাটিয়ে দেওয়াই যায়! -কিন্তু যদি স্বপ্ন আছে? তাহলে তো পড়তে হবে ভাই …।
- কচি কাচারাও মেতে ওঠে, হরেক রকম মজায়, শীতের দুপুর আরামদায়ক, সূর্যি মামার ছটায়।।
- শীতের মধ্যে কবিতা হয়না, ধরেছে বুঝি নতুন বায়না, আটকে গেছে নদীর বাণ, যতই তুমি গাও সে গান।
- শীতের দিনে মেঘলা আকাশ, অবিরাম ঝরেছে বৃষ্টি। কাগজ কলম জুড়ে আজ হোক, রন্ধে ছন্দে কবিতা সৃষ্টি।।
- তোমার ছন্দ কুয়াশা মাখে, শিশির ভেজা ঘাসে, আমার ছন্দ বদ্ধ ঘরে, শীতের পৌষ মাসে ।
- শীতের দিনে মেঘলা আকাশ।
- কম বৃষ্টি ঠান্ডা বাতাস।
- শীতের সকালে একটু মিঠে শুভেচ্ছা
- এনে দিল হাসি আর
- কুয়াশা ছোঁয়ার ইচ্ছা ।
- এসে গেছে আবার শীত,,,
- সবাইকে শীতের
- সকালের শুভেচ্ছা…
শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
- মাখবো রোদ শীতের ভোরে,
- মেলবো গা উজানে..
- বেহাগ যত না পাওয়া সোহাগ
- রঙিন মনবাগানে…
- কবিতা তুমি আমার শীতের কম্বলের ঊম।
- তুমি আমার বৃষ্টি ভেজা আত্মার ঘ্রান।
- কবিতা তুমি আমার চন্দ্রাহত অভিলাষ,
- তুমি নিখাদ প্রেম, প্রাণ আর প্রাণ ॥
- শীতের সকাল যখন
- আলমোড়া ভাঙ্গে
- কুয়াশার চাদর তখন
- নেশার মতো থাকে।
- শীতের সকাল,ঘুমঘুম রেশ
- কোলবালিশ জুড়ে মোহময় আবেশ
- মায়ের ডাকে জাগা ছোটবেলার অভ্যেস
- ঘুমঘুম চোখে green tea র
- চুমুক বদলে দেয় পরিবেশ।
- কুয়াশা ঢাকা শীতের সকাল
- আঁধার কাটেনি এখনো
- সূর্যি মামার এখন হয়নি
- কুঁড়ি দের ঘুম ভাঙানো
- আটপৌড়ে শীতের দুপুর মিঠে
- রোদের নরম বাহার নকশীকাঁথা…
- কচি সবুজ হারানো সেই রাঙা উঠোন
- ফিরে পাওয়ার ইচ্ছে হবার বিষণ্ণতা
- শীতের ভোরে থাক উষ্ণ মন,
- এক কাপ গরম চায়ে রইলো..
- আজ সকালের আমন্ত্রণ।
- খাবার যতই থাকুক ভালো
- গরম ভাত আর সিদ্ধ আলু,
- শীতের সকালে লাগে তৃপ্ত
- যদি থাকে সাথে পেঁয়াজ ।
- এসে গেল লেপের
- ভিতর মোবইল
- ঘাটার দিন ।
- ওয়েলকাম শীতের দিন ।
- শীতের সকালে নরম রোদ
- হাতে গরম চায়ের কাপ
- সাথে তুমি…
- কুয়াশায় মোড়া শীতের সকাল,
- সাদা চাদরে মুখ *****
- মলি ফুলের গন্ধে ভরে,মনটা ব্যাকুল
- কাক ডাকা ভোরে,সুমধুর সুরে
- ভেসে আসে” হরে -কৃষ্ণ” নাম….!!!
- ছোটদের কলরব – অ – আ ,ক-খ
- গাছের ডগায় শিশির বিন্দু
- করছে ঝক -মক….!!!!
- শীতের আদরে চাদর বেছানো মাঠ
- কফির চুমুকে আবেশিত পিকনিক
- হঠাৎ চমকে চারচোখ আজও মেলে
- দূরে বাঁশি বাজে শব্দেরা ঝিকঝিক।।
- শীতের হিমেল পরশ শেষে
- রঙ ধরেছে পাতায়
- মনে ও বুঝি রঙ ধরেছে
- কবিতা ভরে খাতায়
- বসন্ত আজ লালে রাঙা
- পলাশ ফুলের বনে
- তবে,
- মানুষ বুঝি হুঁশ হারিয়ে
- নির্বাক নির্জনে
- লাল রঙ তাই ধুসর মাটি
- ফিকে রঙ যার
- ধুলোয় মেশে বসন্ত তাই
- তাল কেটেছে তার।
- Welcome to “শীতকাল”
- তাই সকলকে জানাই
- শুভ শীতের সকাল ।
শীত নিয়ে হাসির স্ট্যাটাস
- শীতের সঙ্গে আজ, ঘুম চোখ মিশে গিয়ে
- যদি আঁকে তোর কোনো ছবি
- শব্দ ছন্দ নিয়ে স্বপ্নে হাজির হলে
- আমার কবিতা তুই হবি?
- তা যদি পারিস হতে,
- তবে জীবনের স্রোতে
- ভেসে যাবো বহুদুরে সাথে নিয়ে সবই ।
- নরম রোদের চাদর গায়ে, কাঁপছে বুড়ো শীত,
- কুয়াশা নাকি রোদ জাগবে? কার হবে হার-জিত?
- জানলা জুড়ে শীতের আমেজ, বইয়ের পাতায় থাক,
- ধনীর বাড়ির কম্বলে আজ, গরিবটা সুখ পাক।
- আকাশ জুড়ে পরিযায়ী, খেজুর গুড়ের ধুম,
- কারোর সকাল চোখ খোলেনি, রাতটা যে নির্ঘুম!
- আসর জমাক শীতের সকাল, আদর ভরা রাত,
- যেমন করে শান্তি খোঁজে, শীতার্ত মৌচাক।
- বাঙালীর শীতকাল
- মানে
- “বিকেল বেলায় ভলিবল
- তো
- রাতের বেলায় ব্যাডমিন্টন”
- শীতের সকাল, মেঘলা সকাল,
- হয় কুয়াশা নয় মেঘ,
- যাই হোক রবির তেজ কম,
- দিনটি খুব ভালোই কাটুক,
- শীতের শুভ সকাল।
- কবিতা পর শীতের ছোঁয়া তে
- নাম রাখ বইয়ের মলাটে,
- গাছ পাতায় ছড়িয়ে রাখ ছবি আমার
- কবে জানি শীত তোর আসবে আবার।
- শীতের দুপুর, খোলা জানলা,
- হালকা রোদ্দুর আর একটু আধটু শরৎ-রচনা।
- সব শান্তিকে হার মানায়।।
- শীতের দুপুর, একলা ছাদে
- আদরমাখা রোদ্দুর হয়ো।
- তুমি আমার আবেগ হয়ো,
- তুমি আমার কবিতা হয়ো
- কুয়াশা ঘেরা ভোর
- শীতে মোড়ানো চাদর,
- হিম হিম ঠাণ্ডা হাওয়া
- বাতায়নে মিষ্টি রোদের ছোঁয়া।
- শিশির ভেজা ঘাস ফুল
- প্রকৃতি শীত প্রেমে ব্যকুল ,
- খেজুর গাছের রসের হাড়ি
- গন্ধে মৌ মৌ সারা বাড়ি।
- তাপ জমেছে
- তোর ঠোঁটে
- শীত মানো
- ওভার কোটে ।
- জবুথবু
- কাঁপছি আমি
- ফাঁটছে ঠোঁট
- মায়ের হাতের
- গরম চা আর
- বোরোলিনই ভরসা হোক…
- তোমার শহরে শীত নামলে আমার শরীরের
- ওমে তেমায় আগলাতাম আমি ,
- নলেনগুড়ের মিষ্টি আর শীতের
- মতোই হিট হয়েছিলো আমাদের জুটি ।
- শীতের কমলালেবু আর কেকের মতোই
- আমাদের প্রেম ছিল ভিষণ দামি,
- তা ঝরা ম্যাপেলে পা রেখে শীতের
- মতোই নিঃশব্দে নিলাম তোমার থেকে ছুটি ।
- বুঝলাম না
- শীত কি Horlikcs খাচ্ছে
- না Complan খাচ্ছে
- দিন দিন এত্ত বেড়েই যাচ্ছে ।
- শীতের রাত,,
- অনেক গভীর হয়ে গেছে,
- চোখের কোনে এখনো ঘুম আসেনি..
- শীতের রাত,,
- অনেক গভীর হয়ে গেছে
- চোখের পাতার এখনো শান্তি জোটেনি ।
- শীতকালে একটাই সমস্যা
- ছায়াতে বসলে শীত লাগে
- আর রৌদ্রে বসলে মোবাইলের
- ডিসপ্লেতে কিছু দেখা যায় না ।
- এখনও কিছুটা শীতের ভিড়ে
- ঘড়ির কাটায় সময় বাকি..
- রাতের পাড়ায় তন্দ্রা ঘনায়
- তখনই তোমায় হৃদয়ে আঁকি ।
- সেই শীতের সকাল, সঙ্গী লেপের আদুরে ছোঁয়া,
- সেই শীতের সন্ধে, সঙ্গী কফি কাপের ধোঁয়া।
- সেই শীতের দুপুর, সঙ্গী এক মিঠি রোদ্দুর,
- সেই শীতকাল, সঙ্গী পিঠে-পুলি, নলেন গুড়।।
- ভোর হয়েছে ভ্রমরের গুন্জনে,
- শিশিরবিন্দু মুক্ত ছড়িয়েছে ঘাসে।
- শীতের পরশ লেগেছে খেজুরের রসে,
- দোয়েল জানাই তার প্রিয় কার্তিক মাসে।
- যতই ঠান্ডা পড়ুক
- শীতকাল প্রিয় ঋতু
- ছিল, আছে, থাকবে
- I love Winter,
- শীতকালে ২-৩ দিন পর পর
- গোসল করলে সাবান পর্যন্ত জিজ্ঞেস করে
- কি ব্যাপার মালিক কোথায় ছিলেন
- এতদিন?
- আপনার কথা খুব মনে পড়ছিল?
- হিড়হিড়
- কনকন
- মিনমিন
- গুনগুন
- এলা এবার হিড়হিড় কনকন শীত।
- আগুন পোহাই, মিনমিন গুনগুন গীত ।
- কুয়াশা ঘেরা সকাল
- অস্পষ্ট চতুর্দিক
- অন্ধকার দেয় শীত যে চলে এলো ।।
- সকাল শীতের
- কুয়াশা চাদরে
- আলসী আদর
- ঘুমিয়ে কাতর।।
- একটা সুন্দর শীতের সকাল…
- কিছু নতুন স্বপ্ন,
- কিছু মিষ্টি অনুভূতি,
- এক মুঠো সাদা মেঘ,
- আর কিছু স্বপ্নিল সৃষ্টি,
- এই নিয়ে হোক শুরু আগামীর দিন.
- মিঠে রোদ মাখা শীতের দুপুর আর
- কুয়াশা ঘেরা এই আমার শহরে
- প্রেম আসে বার বার ফিরে ফিরে
- নিঃশব্দে……..
- শীতের মিঠে রোদ পড়েছে বাগান জুড়ে,
- তারই মৃদু আভাস আসে হৃদয়পুরে।
- ধূলায় ধূসর পথ গেয়েছে কি যেন সুর,
- জানি আমি এবং জানে শীতের দুপুর।
ওরা কারা
————-
- যাদের পা গরম হয় না !
- অনেক্ষণ লেপের নীচে থাকর
- পরও ।
- শীতের কুয়াশা
- ধরেছে শ্লোগান
- সঙ্গ দিয়ে সূর্যও গাইছে
- বিজয়ের জয় গান।
- শীতের সকাল
- মিঠে কড়া রোদ আর ক্রিকেট..
- বড় হওয়ার প্রয়োজনে ছোটবেলাটা
- যেন বড্ড তাড়াতাড়ি ছোট হয়ে গেল।
- শীতের সকাল শরতের আকাশ
- তোমার নীলাভ আবরন আমার আকাশ
- ভোরের পাখি শান্ত কোমল বাতাস
- ঠাঁই দিয়ে যায় ভালোবাসার সকাল।
- শীতের সময়ে লেপের তোলায়
- আলতো নিদ্রায় তোর
- স্বপ্ন অর্পিতা ।
- শীতের সুপ্রভাতে,
- উষ্ণতার পরশ পেতে,
- দুই হাতে,
- ধরলাম তাকে।
- প্রথম চুমুকেই,
- বাজিমাত,
- শীত বাবাজী,
- কুপোকাত।
- শীতের সকালের উষ্ণ রোদ্দুর তুমি
- লেপে মুরি দেয়া কফির চুমুক তুমি
- কোনে বসে নেয়া উনুনের আঁচ তুমি
- আমি তো মূর্তি কিন্তু আমার ছাঁচ তুমি।
- রাত ফুরাল দোর খুলো গো ,
- রবির কিরন লেগেছে দেখো
- দুয়ারে তোমার উঁকি মারে
- পাখিরা ছোটে সারে সারে ।
- শিশির ভেজা ঘাসের রেখায়
- কুয়াশা ঘন ভোরের বেলায়
- চলো একটু ঘুরে আসি
- শীতের সকাল ভালোবাসি
- মিষ্টি শীতল বয়েছে বাতাস
- ধোঁয়ায় ঘেরায় ভোরের আকাশ ।
- শীতের সকাল সতেজ শরীর
- একটু হাঁটলে মনটা নিবিড়
- লেপ কম্বল এবার ছাড়ো
- কনকনে শীত উপভোগ করো ।
- আদর মাখা শীতের দুপুর,
- প্রশ্রয়েতে লজ্জারাঙা,
- আমার প্রেমও সাগরপাড়ি,
- পেছনে থাকুক শাসনডাঙা ।
- এলো চুলের সেই মেয়েটা,
- সময় যার ঠোঁটে থামে,
- রাতের আমেজ আনবে বলে,
- শুকতারাটার কপাল ঘামে।
- এমন একটা প্রেমিক চাই,
- বৃষ্টিধারায়, টাপুর -টুপুর
- অসময়ের কোকিল হয়ে
- প্রেম শেখাবে, শীতের দুপুর!