Ulothrix এর জীবনচক্রকে কেন হ্যাপ্লোবায়োন্টিক বলে | কার জীবনচক্রকে হ্যাপ্লোবায়োন্টিক বলে
Ulothrix এর জীবনচক্রকে কেন হ্যাপ্লোবায়োন্টিক বলে
উত্তর : Ulothrix হ্যাপ্লয়েড জীব । ফলে এর হ্যাপ্লয়েড দশাটি বেশ দীর্ঘস্থায়ী এবং প্রকট । এদের গ্যামেটও হ্যাপ্লয়েড এবং গ্যামেটের মিলনের ফলে সৃষ্ট জাইগােট ডিপ্লয়েড ( 2n ) যা মিয়ােসিসের মাধ্যমে পুনরায় হ্যাপ্লয়েড হয় । অর্থাৎ ডিপ্লয়েড দশাটি কেবলমাত্র জাইগােটের মধ্যে সীমাবদ্ধ এবং তা খুবই স্বল্পস্থায়ী । এজন্য এর জীবনচক্রকে হ্যাগ্লোবায়ােন্টিক বলে ।
টাগ:Ulothrix এর জীবনচক্রকে কেন হ্যাপ্লোবায়োন্টিক বলে, কার জীবনচক্রকে হ্যাপ্লোবায়োন্টিক বলে