Skip to content Skip to sidebar Skip to footer

Trilock 10 কিসের ঔষধ | Trilock 10 kiser medicine

20210418 204603 Trilock 10 কিসের ঔষধ Trilock 10 কিসের ঔষধ

    Trilock 10 কিসের ঔষধ

    আসসালামুআলাইকুম। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। timeofbd.com এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
    আপনারা অনেকেই জানতে চেয়েছেন Trilock 10 কিসের ঔষধ। তাই আমরা আপনাদের Trilock 10 ওষুধটি সম্পর্কে সংক্ষেপে জানাবো।

    ট্রাইলক ১০ এর কাজ কি | ট্রাইলক ১০ কিসের ঔষুধ

    ☠️☠️ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহন করবেন না। ☠️☠️


    প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ এখানে আমরা আপনাদের ঔষধ বা রোগের ঔষধগুলোর ব্যাপারে প্রাথমিক ধারণা দিচ্ছি। আপনার মূল সমস্যা জানার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার চিকিৎসকের কাছে যেতে হবে। রোগ সম্পর্কে সম্পূর্ন না জেনে শুধুমাত্র সাইট থেকে প্রাথমিক ধারণা নিয়ে কোনো ঔষধ গ্রহন করে আপনার শারীরিক কোনো সমস্যা হলে timeofbd.com এর কোনো অ্যাডমিন দায়ী নয়। ধন্যবাদ।

    ট্রাইলক ১০ কিসের ওষুধ

    Trilock 10: Trilock 10 Montilukast Sodium গ্রুপের একটি ঔষধ যা  Montilukast sodium 10mg প্রতিটি ট্যাবলেটে বহন করে।
    নির্দেশনা/কোন সমস্যায় ট্রাইলক ১০ গ্রহণ করবেনঃ 
    মন্টিলুকাস্ট প্রাপ্তবয়স্কদের অ্যাজমা, শারীরিক ক্রিয়াজনিত ব্রঙ্কোসংকোচন, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ প্রতিরোধে দীর্ঘস্থায়ী চিকিৎসায় নির্দেশিত। হাঁপানি, শ্বাসকষ্ট, চুলকানি, ঠান্ডা ও স্বর্দিজনিত সমস্যার ক্ষেত্রে মন্টিলুকাস্ট নির্দেশিত।
    পার্শ্বপ্রতিক্রিয়াঃ মন্টিলুুুকাস্ট এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সুসহনীয়। এর সাধারণ পার্শপ্রতিক্রিয়াগুলো হলো জ্বর, মাথাব্যাথা, কাশি, তলপেটে ব্যাথা, ডায়রিয়া, মধ্যকর্ণের প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা।
    যাদের ক্ষেত্রে এ ঔষধ গ্রহন করা যাবেনাঃ গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয় না হলে মন্টিলুকাস্ট জাতীয় ঔষধ সেবনে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও Montilukast ঔষধ এর কোন উপাদানের প্রতি শারীরিক সংবেদনশীলতা থাকলে ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন।
    ওষুধ খাবার নিয়মঃ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতো আপনার সঠিক সমস্যা জেনে তার পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
    সংরক্ষণঃ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে 6°C তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন

    Trilock 10 অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি ঔষধ।

    ট্যাগঃ Trilock 10 কিসের ঔষধ, ট্রাইলক ১০ এর কাজ কি, ট্রাইলক ১০ কিসের ঔষুধ, ট্রাইলক ১০ কিসের ওষুধ।

    Leave a comment