The first 9 verses of Surah Ya-seen 2024 Free
The first 9 verses of Surah Ya-seen
The first 9 verses of Surah Ya-seen, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা ইয়াসিন কত আয়াত, সূরা ইয়াসিন এর প্রথম নয় আয়াত, সূরা ইয়াসিন ৫৮ নং আয়াত, সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত, সূরা ইয়াসিন আয়াত ৫৮।
সুরা ইয়াসিন কত আয়াত
অবতীর্ণের স্থানঃ মক্কী সূরা
নামের অর্থঃ ইয়াসীন
সূরার ক্রমঃ ৩৬
আয়াতের সংখ্যাঃ ৮৩ (৩৭০৬-৩৭৮৮)
পারার ক্রমঃ ২২ এবং ২৩
রুকুর সংখ্যাঃ ৫
সিজদাহ্র সংখ্যাঃ নেই
সূরা ইয়াসিন এর প্রথম নয় আয়াত / সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত
يس (36.1
আরবি উচ্চারণ:
(৩৬.১) ইয়া-সী-ন্
বাংলা অনুবাদ:
(৩৬.১) “ইয়া-সীন।ʼʼ
وَالْقُرْآنِ الْحَكِيمِ (36.2
আরবি উচ্চারণ:
(৩৬.২) অল্ ক্বর্ আ-নিল্ হাকীম্।
বাংলা অনুবাদ:
(৩৬.২) “বিজ্ঞানময় কুরআনের শপথ।ʼʼ
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ (36.3
আরবি উচ্চারণ:
(৩৬.৩) ইন্নাকা লামিনাল্ র্মুসালীন্।
বাংলা অনুবাদ:
(৩৬.৩) “নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।ʼʼ
عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ (36.4
আরবি উচ্চারণ:
(৩৬.৪) ‘আলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।
বাংলা অনুবাদ:
(৩৬.৪) “সরল পথের উপর প্রতিষ্ঠিত।ʼʼ
تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ (36.5
আরবি উচ্চারণ:
(৩৬.৫) তান্যীলাল্ ‘আযীর্যি রহীম্।
বাংলা অনুবাদ:
(৩৬.৫) “এ কুরআন মহাপরাক্রমশালী, পরম দয়াময় (আল্লাহ) কর্তৃক নাযিলকৃত।ʼʼ
لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ (36.6
আরবি উচ্চারণ:
(৩৬.৬) লিতুন্যিরা ক্বওমাম্ মা য়উন্যিরা আ-বা-য়ুহুম্ ফাহুম্ গ-ফিলূন্ ।
বাংলা অনুবাদ:
(৩৬.৬) “যাতে তুমি এমন এক কওমকে সতর্ক কর, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন।ʼʼ
لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ (36.7
আরবি উচ্চারণ:
(৩৬.৭) লাক্বাদ্ হাকক্বল্ ক্বওলু ‘আলা য় আক্ছারিহিম্ ফাহুম্ লা-ইয়ুমিনূন্।
বাংলা অনুবাদ:
(৩৬.৭) “অবশ্যই তাদের অধিকাংশের উপর (আল্লাহর) বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না।ʼʼ
إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْمَحُونَ (36.8
আরবি উচ্চারণ:
(৩৬.৮) ইন্না-জ্বা‘আল্না-ফী য় আ’না-ক্বিহিম্ আগ্লা-লান্ ফাহিয়া ইলাল্ আয্ক্বা-নি ফাহুম্ মুকমাহূন্।
বাংলা অনুবাদ:
(৩৬.৮) “নিশ্চয় আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।ʼʼ
وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ (36.9
আরবি উচ্চারণ:
(৩৬.৯) অজ্বা‘আল্না-মিম্ বাইনি আইদী হিম্ সাদ্দাঁও মিন্ খল্ফিহিম্ সাদ্দান্ ফায়াগ্শাইনা-হুম ফাহুম্ লা-ইয়ুব্ছিরূন্।
বাংলা অনুবাদ:
(৩৬.৯) “আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।ʼʼ
সূরা ইয়াসিন ৫৮ নং আয়াত / সূরা ইয়াসিন আয়াত ৫৮
سَلَامٌ قَوْلًا مِنْ رَبٍّ رَحِيمٍ (36.58
আরবি উচ্চারণ:
(৩৬.৫৮) সালা-মুন্ ক্বওলাম্ র্মি রর্ব্বি রহীম্।
বাংলা অনুবাদ:
(৩৬.৫৮) “অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে, ‘সালাম’।ʼʼ
Read More: সূরা ফালাক অনুবাদ 2024 Free
Tag: সূরা ইয়াসিন কত আয়াত, সূরা ইয়াসিন এর প্রথম নয় আয়াত, সূরা ইয়াসিন ৫৮ নং আয়াত, সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত, সূরা ইয়াসিন আয়াত ৫৮। The first 9 verses of Surah Ya-seen, The first 9 verses of Surah Ya-seen, The first 9 verses of Surah Ya-seen