Skip to content Skip to sidebar Skip to footer

Surah Kadar’s Arabic English Bangla translation 2024 Free

সূরা কদর এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ  অর্থ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত Surah Kadar’s Arabic English Bangla translation meaning with names of nuclear and Fazilat

আসসালামুয়ালাইকুম, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি।বিষয়টি হলো  Surah Kadar’s Arabic English Bangla translationসূরা কদর এর আরবি বাংলা অনুবাদ  অর্থ উচ্চারণ সহ শানে নুযুল ও ফজিলত এবং বিভিন্ন বর্ণনা নিম্নে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা যা যা জানতে পারবেন তা হচ্ছে সূরা কদর, লাইলাতুল কদর সূরা,সূরা কদর বাংলা উচ্চারণ,কদর সূরা,সূরা আল কদর, 

নিচে সূরা কদর আরবি ইংরেজি বাংলা অনুবাদ  অর্থ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত ও আরও বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে।

সূরা কদর ফজিলত

Read More: Surah Falaq and Surah Nas 2024 Free

 সূরা কদর | 

الله الرحمن الرحيم بسم

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম                         করুণাময়, অতি দয়ালু

[1] انا انزلنه في ليلة القدر

[1] ইন্না য় আন্যাল্লা-হু ফী লাইলাতিল্ ক্বাদর্।

[1] আমি একে নাযিল করেছি শবে-কদরে।

[1] Verily, We have sent it (this Qur’ân) down in the night of Al-Qadr (Decree)

وما أدرنك ما ليلة القدر [2]

[2]অমা য় আদ্র-কা মা-লাইলাতুল্ ক্বদর্

[2] শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?

[2] And what will make you know what the night of Al-Qadr (Decree) is?

ليلة القدر خيز من ألف شهر [3]

[3]লাইলাতুল্ ক্বদ্রি খাইরুম্ মিন্ আল্ফি শাহ্ ৷

[3] শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

[3] The night of Al-Qadr (Decree) is better than a thousand months (i.e. worshipping Allâh in that night is better than worshipping Him a thousand months, i.e. 83 years and 4 months)

[4] تنزل الملئكة والروح فيها بإذن ربهم من كل أمر

[4] তানায্যালুল্ মালা-য়িকাতু অরূহু ফীহা- বিইনি রব্বিহিম্ মিন্ কুল্লি আম্র

[4] এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।

[4] Therein descend the angels and the Rûh [Jibril (Gabriel)] by Allâh’s Permission with all Decrees,

سلم هي حتى مطلع الفجر [5]

[5]সালা-মুন্ হিয়া হাত্তা- মাতলাই’ল্ ফাজর্।

[5] এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

[5] (All that night), there is Peace (and Goodness from Allâh to His believing slaves) until the appearance of dawn.

===============0===============

সূরা কদর এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ শানে নুযূল   

এই সূরার মাক্কী বা মাদানী হওয়ার ব্যাপারে উলামাগণের মাঝে মতভেদ আছে। যেমন তার নাম করণেও মতভেদ রয়ে গেছে। ক্বদর্ ওঁ শব্দের অর্থ হল কদর ও মর্যাদা। এই জন্য শবেকদরের রাতকে লাইলাতুল কদর বলা হয়। এর অর্থ অনুমান ও ফায়সালা করাও হয়ে থাকে। এ রাতে পূর্ণ এক বছরের ফায়সালা করা হয়। এ জন্য একে লাইলাতুম হুকুম ও বলা হয়। এর মানে সংকীর্ণতাও হয়ে থাকে।

যেহেতু এ রাতে পৃথিবীতে এত বেশী ফিরিশতা অবতরণ করেন যে, পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। সেহেতু ‘শবেকদর’ অর্থাৎ, সংকীর্ণতার রাত্রি। অথবা এই জন্য এর নাম ‘শবেকদর’ রাখা হয়েছে যে, এই রাতে যে ইবাদত করা হয় আল্লাহর নিকট তা খুবই কদর ও মর্যাদাপূর্ণ এবং তাতে বৃহৎ সওয়াবও আছে।

এই রাত নির্ধারণ করার ব্যাপারেও বিরাট মতভেদ রয়েছে। (ফাতহুল ক্বাদীর) তবে হাদীসসমূহ থেকে প্রমাণ হয় যে, রমযান মাসের শেষ দশকের বিজোড় রাত্রির মধ্যে কোন এক রাত্রি ‘শবেকদর’। এ রাতকে গোপন রাখার রহস্য এই যে, যাতে লোকেরা তা অর্জন করার উদ্দেশ্যে এই ৫টি বিজোড় রাতেই আল্লাহর অধিকাধিক ইবাদতে মগ্ন হয়।

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

সূরা কদর এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ ফজিলত   | 

•➤আমিরুল মুমেনিন হযরত আলী মুরতাজা শেরে খোদা (রা.) বলেন, যে কেউ শবে কদরে সুরা কদর সাতবার পড়বেন আল্লাহ তা’আলা তাকে প্রত্যেক বালা মুসিবত থেকে রক্ষা করেন। আর সত্তর হাজার ফেরেশতা তার জান্নাত পাবার জন্য দোয়া করেন। (নুজহাতুল মাজালিস, ১ম খণ্ড, ২২৩ পৃষ্ঠা)।

•➤সূরা কদর ৪ বার পড়লে ১ বার কোরআন শরীফ পড়ার ছওয়াব হয়।(মুসনাদে আহমেদ)

tt

সূরা কদর (سورة القدر) হলো কুরআনের 97 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 5টি আয়াত রয়েছে। সূরা কদর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে লাইলাতুল কদরের (শব-ই-কদর) উল্লেখ রয়েছে, যা হাজার মাসের চেয়েও অধিক মর্যাদাসম্পন্ন। চলুন, এই সূরার আরবি, ইংরেজি, বাংলা অনুবাদ, অর্থ, উচ্চারণ, শানে নুযুল এবং ফজিলত সম্পর্কে বিস্তারিত জানি।

আরবি (Arabic)

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

  1. إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
  2. وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
  3. لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
  4. تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
  5. سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ

 ইংরেজি (English Translation)

In the name of Allah, the Most Gracious, the Most Merciful

  1. Indeed, We sent the Qur’an down during the Night of Decree.
  2. And what can make you know what is the Night of Decree?
  3. The Night of Decree is better than a thousand months.
  4. The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.
  5. Peace it is until the emergence of dawn.

বাংলা (Bengali Translation)

আল্লাহর নামে, পরম দয়ালু, অতি মেহেরবান

  1. নিশ্চিতভাবেই, আমরা কুরআনকে লাইলাতুল কদরে (শব-ই-কদর) অবতীর্ণ করেছি।
  2. তুমি জানো না, লাইলাতুল কদর কী?
  3. লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।
  4. এতে ফেরেশতারা ও রুহ (জিব্রাইল) তাদের প্রভুর অনুমতিক্রমে সব বিষয়ে অবতীর্ণ হয়।
  5. এটি শান্তি, এ সকাল ফজরের আলো পর্যন্ত।

উচ্চারণ (Pronunciation)

  1. Inna anzalnāhu fī laylatil-qadr
  2. Wa mā adrāka mā laylatul-qadr
  3. Laylatul-qadri khayrun min alfi shahr
  4. Tanzalu-l malā’ikatu wa-r-ruḥu fīhā bi-idhni rabbihim min kulli amr
  5. Salāmun hiya hattā maṭla’i-l fajr

সূরা কদর এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ শানে নুযূল

শানে নুযুল (Context of Revelation)

সূরা কদর মক্কায় নবী মুহাম্মদ (সা.)-এর কাছে অবতীর্ণ হয়েছিল। এর শানে নুযুল সম্পর্কে বলা হয় যে, একদিন নবী (সা.) তার সাহাবিদের বলেছিলেন যে, তার পূর্বপুরুষদের মধ্যে একটি উল্লেখযোগ্য রাত ছিল যা হাজার মাসের চেয়েও উত্তম। এ বিষয়ে কিছু বিতর্ক চলছিল এবং আল্লাহ তাআলা সূরা কদর অবতীর্ণ করে এ রাতের মর্যাদা স্পষ্ট করলেন।

ফজিলত (Virtues)

  1. লাইলাতুল কদরের গুরুত্ব: সূরা কদরের তৃতীয় আয়াতে বলা হয়েছে যে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ, এ রাতে যে ইবাদত করা হয় তা হাজার মাসের চেয়েও বেশি মূল্যবান।
  2. মাফিরাত ও বরকত: লাইলাতুল কদর হচ্ছে মাফিরাতের রাত, যা এ রাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া ও বরকত নেমে আসে।
  3. দোয়া ও ইবাদত: এই রাতে বিশেষ দোয়া এবং ইবাদত করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ এবং সাহায্য প্রার্থনা করতে পারি।

এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান যে, কিছু রাত ও দিন বিশেষ মর্যাদার অধিকারী হতে পারে এবং আমাদের উচিত এসব সময়ের সুযোগ গ্রহণ করে নিজেদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করা। 

আল্লাহ আমাদের সবার প্রতি হেদায়েত দান করুন এবং লাইলাতুল কদরের বরকত ও মাফিরাত লাভের সুযোগ দিন। আমিন।

বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করবো ইনশাআল্লাহ।

Leave a comment