Skip to content Skip to sidebar Skip to footer

shab e meraj ২০২৫ date in bangladesh, shab e meraj ২০২৫ in bangladesh

     shab e meraj ২০২৫

    shab e meraj ২০২৫, shab e meraj ২০২৫ date, shab e meraj ২০২৫ date in bangladesh, shab e meraj ২০২৫ in bangladesh

    আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক এই আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন shab e meraj ২০২৫ কবে। তাই লেখা টি সম্পূর্ণ পড়ুন। 

    shab e meraj ২০২৫ date

    shab e meraj ২০২৫ date জানার আগে আসুন জেনে নেই শবই মেরাজ কি?

    মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসাবে আখ্যায়িত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

    shab e meraj ২০২৫ date in bangladesh

    যেহেতু রাসূল সা. মসজিদে আকসা থেকে সিঁড়ির মাধ্যমে (রফরফ বা বোরাক) আরোহণ করে বায়তুল মামুর এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন বিধায় উপরিউক্ত সফরকে মেরাজ বলা হয়।

    আরবি মাস রজবের ২৭ তারিখ নবুওয়াতের দশম বর্ষে নবী করিম সা.-এর ৫০ বছর বয়সে পবিত্র মেরাজ সংঘটিত হয়

    আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন-‘তার দৃষ্টিভ্রম হয়নি এবং তিনি সীমা লঙ্ঘনও করেননি। নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নিদর্শনাবলি অবলোকন করেছেন’ (সূরা আন নাজম : ১৭-১৮)।

    বিখ্যাত সাহাবি হজরত ইবনে মালিক রা. থেকে বর্ণিত, মহানবী সা. ইরশাদ করেন- ‘রজবের ২৭ তারিখ রাতে হঠাৎ আমার কাছে জিবরাইল আ:. একটি সাদা রঙের বোরাক নিয়ে উপস্থিত হলেন’ (বোরাক হচ্ছে সাদা রঙের একপ্রকার আরোহণের যন্ত্র, সে প্রতিটি কদম ফেলে দৃষ্টির শেষ সীমানায়)। 

    আসুন জেনে নেই shab e meraj ২০২৫ date in bangladesh ঠিক কবে।

    shab e meraj ২০২৫ in bangladesh

    shab e meraj ২০২৫ in bangladesh কবে হবে তা চাঁদ দেখার উপর নির্ভরশীল। তবে আশা করা যাচ্ছে ১৮ ফেব্রুয়ারী ২০২৫ শবই মেরাজ।

    Tags: shab e meraj ২০২৫, shab e meraj ২০২৫ date, shab e meraj ২০২৫ date in bangladesh, shab e meraj ২০২৫ in bangladesh

    Leave a comment