Mizanur rahman azhari er jiboni 2025 Free
মিজানুর রহমান আজহারীর জীবন কাহিনী | Mizanur rahman azhari er jiboni
মিজানুর রহমান আজহারীর জীবনী
প্রিয় পাঠক,, আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন । আমাদের আজকের বিষয় মিজানুর রহমান আজহারীর জীবন কাহিনী mizanur rahman azhari er jiboni
মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ
করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। ছোট বেলা থেকে তিনি মাদরাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে ‘আজহারী’ উপাধি যুক্ত হয়েছে।
করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। ছোট বেলা থেকে তিনি মাদরাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে ‘আজহারী’ উপাধি যুক্ত হয়েছে।
মিজানুর রহমান আজহারীর জীবন কাহিনী
মিজানুর রহমান আজহারী ২০১৪ সালের ২৯ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যাসন্তান রয়েছে। আজহারী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডে মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। ২০০৭ সালে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআনভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন।সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল ‘হিউম্যান এম্ব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন’ (পবিত্র কুরআনে মানব ভ্রূণবিদ্যা)। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি ‘হিউম্যান বিহ্যাভিয়ারেল ক্যারেক্টারইসটিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি’ (পবিত্র কুরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য)-এর ওপর পিএইচডি গবেষণা করছেন ।
মিজানুর রহমান আজহারীর জীবন বৃত্তান্ত;
জন্ম : ২৬ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩১)
ডেমরা, ঢাকা
ধর্ম : ইসলাম
জাতীয়তা : বাংলাদেশি
সন্তান : ২ জন
জাতিসত্তা : বাঙালি
যুগ : আধুনিক
ধর্মীয় মতবিশ্বাস : আছারী
প্রধান আগ্রহ : তাফসির, হাদীস, ফিকহ
উল্লেখযোগ্য কাজ : তাফসির মাহফিল
শিক্ষা জীবন : আল-আজহার বিশ্ববিদ্যালয়
দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা
Also Read More : মেঘনাদবধ কাব্য pdf | Meghnadabadh Kavya PDF Download-2025
মিজানুর রহমান আজহারীর ওয়াজ ;
তিনি বর্তমান সময়ের জনপ্রিয় সুশিক্ষিত আলেম বক্তা । বাংলার অধিকাংশ সকল শ্রেণীর মানুষ তার বক্তব্যগুলো পছন্দ করে। তিনি বর্তমান যুবকদের আইডল। ছোট বড় সকল শ্রেণীর মানুষের কাছে তার ব্যাপক সুনাম রয়েছে। বর্তমানে অনেক চিন্তাবিদ রয়েছে তবে তার মধ্যে মিজানুর রহমান আজহারী প্রিয় একজন ব্যক্তিত্ব। মিজানুর রহমান আজহারীর বক্তব্য সর্বদা মানুষের মন কেড়েছে।
Tags : আজহারীর জীবনী , আজহারী জীবনী , আজহারী জীবন , আজহারী জীবন কাহিনী , মিজানুর রহমান আজহারীর জীবনী , মিজানুর রহমান আজহারীর জীবন বৃত্তান্ত , মিজানুর রহমান আজহারীর জন্মস্থান , মিজানুর আজহারী ওয়াজ , মিজানুর রহমান আজহারীর জীবন কাহিনী , mizanur rahman jibon kahini , mijanur rahman ajharir jibon kahini , mijanur rahman ajharir jiboni , mijanur rahman ajhari er jiboni
, jiboni mizanur rahman , mizanur rahman azhari , mizanur rahman azhari er jiboni ,