স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত| leave of absence application 2024 Free
leave of absence application: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টাইম অফ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি।
অনেক সময় বিভিন্ন কারণে স্কুল, কলেজ বা বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভব হয় না। এর জন্য প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে ছুটির দরখাস্ত জমা দেওয়া প্রয়োজন। আজকের এই ব্লগ পোস্টে আমরা বিভিন্ন ধরণের অনুপস্থিতির দরখাস্ত নিয়ে আলোচনা করব এবং কীভাবে একটি সঠিক আবেদন লিখতে হয় তা দেখাবো।
দরখাস্ত লেখার সাধারণ নিয়ম:
১. শিরোনাম: দরখাস্তটি লেখার সময় প্রথমেই প্রাপকের নাম ও পদবী উল্লেখ করতে হবে।
২. বিষয়: সংক্ষেপে দরখাস্তের উদ্দেশ্য উল্লেখ করুন। যেমন, “অনুপস্থিতির জন্য ছুটির আবেদন”।
৩. সম্বোধন: প্রাপকের প্রতি সম্বোধন করুন যেমন “মাননীয় প্রধান শিক্ষক/শিক্ষিকা”।
৪. মুল অংশ: দরখাস্তের মূল অংশে আপনার অনুপস্থিতির কারণ স্পষ্টভাবে উল্লেখ করুন।
৫. তারিখ এবং সময়কাল: কবে থেকে কবে পর্যন্ত অনুপস্থিত থাকবেন তা উল্লেখ করতে ভুলবেন না।
৬. সমাপ্তি: দরখাস্তের শেষে আপনার নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করতে হবে।
৭. সম্মানসূচক সমাপ্তি: বিনীত ভাষায় দরখাস্ত শেষ করুন যেমন “ধন্যবাদান্তে” বা “বিনীত”।
উদাহরণ ১: স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত
প্রাপক:
মাননীয় প্রধান শিক্ষক,
[স্কুলের নাম],
[স্কুলের ঠিকানা]
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
মাননীয়,
বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], [শ্রেণি] এর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি [তারিখ] থেকে [তারিখ] পর্যন্ত [অনুপস্থিতির কারণ] এর জন্য বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। এই সময়ের জন্য আমাকে ছুটি প্রদান করার অনুরোধ জানাচ্ছি।
আপনার সহানুভূতি ও সদয় বিবেচনায় আমি চিরকৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদান্তে,
আপনার বিশ্বস্ত,
[আপনার নাম]
শ্রেণি: [শ্রেণি], রোল নম্বর: [রোল নম্বর]
উদাহরণ ২: কলেজে অনুপস্থিতির জন্য দরখাস্ত
প্রাপক:
মাননীয় অধ্যক্ষ,
[কলেজের নাম],
[কলেজের ঠিকানা]
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
মাননীয়,
নিবেদন এই যে, আমি [আপনার নাম], [কলেজের বিভাগ/শ্রেণি] এর একজন ছাত্র/ছাত্রী। গত [তারিখ] থেকে [তারিখ] পর্যন্ত আমি [কারণ] এর জন্য অনুপস্থিত ছিলাম। এই সময়কালের জন্য আমার অনুপস্থিতিকে ছুটির অন্তর্ভুক্ত করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
আপনার সদয় বিবেচনা কামনা করছি।
বিনীত,
[আপনার নাম]
শ্রেণি: [শ্রেণি], রোল নম্বর: [রোল নম্বর]
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য দরখাস্ত
স্কুল বা কলেজে অনুপস্থিতির কারণ যাই হোক না কেন, সঠিকভাবে এবং বিনম্র ভাষায় দরখাস্ত লিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি প্রাতিষ্ঠানিক নিয়মকানুনের অংশ এবং ছাত্র-ছাত্রী হিসেবে আপনার দায়িত্ব।
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত
আজকে আপনাদেরকে জানাব কিভাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত লিখতে হয় এবং আপনার বিদ্যালয়ে দরখাস্ত লিখতে পারেন।দরখাস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পোষ্টে ।
দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন
দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত
নিচের দিকে সম্পূর্ণ দরখাস্ত লেখা হয়েছে স্কুল বরারব দরখাস্ত জন্য আপনার সেই দরখাস্তটি শুধু দেখতে পারেন বিস্তারিত না জানতে চাইলে ।স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত, দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত, কলেজে অনুপস্থিতির জন্য দরখাস্ত, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য দরখাস্ত, অনুপস্থিতির জন্য দরখাস্ত এখান থেকে শুরু করুন।
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত-স্কুলে ছুটির আবেদন,হেডমাস্টর কাছে ছুটির আবেদন।
কলেজে অনুপস্থিতির জন্য দরখাস্ত
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত-স্কুলে ছুটির আবেদন
যে কোন সমস্যার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হলে বিশেষ করে উপাচার্য, হেডমাস্ট, প্রিন্সিপাল, মহাশয় ইত্যাদি নিকট আবেদন করতে হলে নিমোক্ত আবেদন নিয়ম অনুসারে আবেদন/দরখাস্থ লিখতে হবে।
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য দরখাস্ত, অনুপস্থিতির জন্য দরখাস্ত
বিভিন্ন কারনে আবেদন করতে হয় । উদাহারন হিসাবে যেমন আপনার , পারিবাবিক সমস্যা, আপনার ভাই বোনের বিয়ে বা অসুস্থ্য বা অন্য কোনো গুরুপত্ব কাজের জন্য সধারনত ছুটি নেওয়ার প্রয়োজন দেখা দেয়। তো এর কারনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট এটি দখাস্ত করতে হয় যার ফলে ছুটি মুঞ্জর হয়।
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত ছুটির আবেদন
আপনাদের যদি বিস্তারিত না জানতে হয় তাহলে আপনারা নিম্নে থেকে দরখাস্ত লেখার নিয়ম রয়েছে বিদ্যালয় বরাবর সেখান থেকে আপনারা দেখতে পারেন। ব্যক্তিগত বা কোনো টিমের জন্য ।স্কুল বরাবর দরখাস্ত লিখতে হয় বিভিন্ন কারণে।স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত, দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত, কলেজে অনুপস্থিতির জন্য দরখাস্ত, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য দরখাস্ত, অনুপস্থিতির জন্য দরখাস্ত
প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত ছুটির আবেদন
দরখাস্ত লিখতে চান অনেকেই কিন্তু লেখার নিয়ম হয়তবা জানা থাকে না কিভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের বরাবর লিখতে হয় ।অথবা জানলেও মনের ভেতর দ্বিধাদ্বন্দ্ব থাকে কিভাবে সুন্দর করে একটি দরখাস্ত লিখতে হয় ।স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত, দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত, কলেজে অনুপস্থিতির জন্য দরখাস্ত, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য দরখাস্ত, অনুপস্থিতির জন্য দরখাস্ত
একটি দরখাস্ত করার জন্য সবচেয়ে মূল উপাদান হলো দরখাস্তের মধ্যে থাকা ভাষাগুলো । দরখাস্ত ভাষাগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে অনেক। দখাস্ত লেখার গুরুত্বের দিক দিয়ে ভাষার গুরুত্ব অনেক । বিনীত ভাষা একটি দরখাস্ত লিখা বাঞ্ছনীয় ।
যেহেতু দরখাস্ত মধ্যে আপনার বিভিন্ন সমস্যা বিষয় এবং উক্ত সম্পর্কে বা সম্বন্ধের ব্যাপারে লিখতে হবে। যথাযথভাবে দরখাস্ত লিখে এবং বিষয়গুলো উল্লেখ করেন কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করতে পারলে মঞ্জুর হওয়ার সম্ভনা বেশি থাকে ।
একটি দরখাস্ত এর মাধ্যমে আপনার যে সমস্যা সেই সমস্যার টি উল্লেখ করে ফুটিয়ে তুলে কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।প্রতিষ্ঠানের দায়িত্বরত বরাবর নিকট লিখবেন তখন সেটি উল্লেখ করে দিবেন।
মূলত যে বিষয়ক নিয়ে দরখাস্ত দাখিল করতে চান সেই বিষয়টি দরখাস্ত তার মধ্যে উল্লেখ করে দিতে হবে এবং যার কাছে দরখাস্ত দেবেন তা স্পষ্ট করতে হবে। আপনার সমস্যাগুলোর বিনীত ভাষায় উল্লেখ করে দিতে হবে যাতে পাঠক পড়ে বুঝতে পারে আপনার বিষয়গুলো।
দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত শুরু করতে হয় এবং কোথায় থেকে শুরু করতে শেষ করতে হয় কিভাবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করর সংক্ষিপ্ত আকারে আপনার যদি না জানা প্রয়োজন না হয় তাহলে নিচে গিয়ে আপনি দরখাস্ত টি দেখুন।
প্রথমত তারিখ দিয়ে শুরু কতে হবে যে দিন লিখবেন সেইদিনের তারিখ এরপর বরাবর তারপর যার কাছে দরখাস্ত করতে চান সেই নাম ,আপনার বিদ্যালয় স্থান এর নাম, বিষয় দিয়ে তার নিচে জনাব লিখে মাঝে আপনার সমস্যা বা বিষয় বনর্না করতে হবে।
আপনাকে বিস্তারিত আলোচনা করতে হবে যে বিষয়ে আপনার সমস্যা সে বিষয় নিয়ে বিস্তারিত লিখিতে হবে । মোটকথা আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো সুন্দর করে লিখে দেবেন মাঝ বরাবর। অবশ্য এই পোষ্টের নিচে নীতি-নিয়ম থাকবে দরখাস্ত লেখার দেখবেন।
দরখাস্ত লেখার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখে নিন আগে। দরখাস্ত লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা খাতা। যার মধ্যে কোন মার্জিন বা রোলার দোয়াত কালি দ্বারা আটকানো থাকবে না। কেননা দরখাস্ত মধ্য মার্জিন দেওয়া থাকে তাহলে সেই দরখাস্ত গ্রহণযোগ্যতা পায় না।
এর জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা খাতা।লাইন সোজা রাখার জন্য আপনারা বাম পাসে ভাজ করে নিতে পারেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ। উপর থেকে নিচ পর্যন্ত লাইন সমান থাকা বাঞ্ছনীয় এবং বাম পাশে সমানভাবে থাকবে।
দরখাস্ত লাইন যেন বাঁকা না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এর জন্য আপনি বামপাশে সমানভাবে রোলার করার মত শুধু দাগ থাকবে না । প্রয়োজন বেদ আপনারা ডানপাশে ভাগ করে নিতে পারেন তবে সামান্য এক ইঞ্চি নিচে্।আধা ইঞ্চি সবচেয়ে ভালো।
এমনভাবে দরখাস্ত লিখতে হবে দরখাস্ত ভিতরের ভাষা গুলো স্পষ্ট বোঝা যায় ।দরখাস্ত এর ভেতর এমন বর্ণনা যাতে আপনি যে বিষয়গুলো নিয়ে আবেদন করতে চান সে বিষয় উক্তপাঠক যেন বুঝতে ভালো ভাবে বুঝতে পারে তা খেয়াল রাখা বাঞ্চনীয়।
এমন ভাবে আপনার দরখাস্ত লিখতে হবে যাতে দরখাস্ত দেখে পাঠক মনে করে যে আপনার দরখাস্ত মঞ্জুর করা বাঞ্ছনীয় । একটি দরখাস্ত উপর নির্ভর করে সেটি কি মঞ্জুর হবে কি হবে। এজন্য সুন্দর দরখাস্তের ভাষাগুলো বুঝতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন।
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত
আমি অবশ্য দুইয়ের অধিক বিশ্ব বিদ্যালয়ের নিরকট দখাস্থ এর নিয়ম দিব। যেট ভালো লাগে সেটা দেখে লিখুন। আপনি যে কয়দিনের ছুটি কাটাতে চান তা কিন্তু সহজ ভাষায় উল্লেখ করে দিতে হবে বা কোনো কিছু চাইতে হলেও তা উল্লেখ করতে হবে ।তাহলে বিষয়টি মঞ্জর হবে।
দরখাস্থ/আবেদন
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত-অসুস্থতার জন্য ছুটির আবেদন-প্রধান শিক্ষক বরাবর দরখাস্থ-ছুটির আবেদন
আবেদন পত্র
তারিখ:০৭/২৫/২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক
মিতরা উচ্চ বিদ্যালয়
মিতরা,মানিকগঞ্জ
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটি আবেদন।
জনাব,
বিনীত নিবেদন সম্মান পূর্বক এই যে , স্যার আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র।স্যার আমি গত ১৮ /০৭/২০২৪ ইং থেকে ২৪/০৭/২০২৪ ইং পর্যন্ত (বিষয়) অসুস্থতার কারনে স্কুরে আসতে পারিনি।
এতএব, বিনীত নিবেদন আকুল আবেদন এইযে, স্যার উক্ত দিন গুলো ছুটি মঞ্জর করে নিয়মিত ক্লাশ করার সুযোগ দানে আপনার যেন সুমর্জি হয।
বিনীত বিনবেদক
নাম:
শ্রেনি:
রোল:
প্রধান শিক্ষক কাছে ছুটির আবেদন।
তারিখ: ০৭/২৫/২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
মিতরা সরকারি উচ্চ বিদ্যালয়
মিতরা,মানিকগঞ্জ
বিষয় : অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জরের আবেদন।
শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া মহাশয়/ মহাশয়া,
আমার বিনীত নিবেদন এই যে , আমি শ্রীশান/কুমিরী ..(নিজের নাম) আপনার বিদ্যায়ের … শ্রেণির ’ক’ বিভঅগের ছাত্র/ছাতী , ক্রমিক নং(রোল নং যত দেবে)। খুব জ্বরে অসুস্থ হওয়ার জন্য আমি গত ( তারিখ ) ইং থেকে (তারিখ) ইং পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থি ছিলাম।
জনাব,
উক্ত ক’ দিনের ছুটি মঞ্জর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতঙ্গ থাকব।
ইতি,
একান্ত অনুগত/ অনুগতা ছাত্র/ছাত্রী
মো: নাজমুল হোসেন
শ্রেনি:
রোল:
Are you looking for the perfect leave of absence application for different scenarios? Whether you’re in school, university, or working in an office, we’ve got you covered. At timeofbd.com, we aim to provide you with easy-to-use application formats for every situation. Here are some sample leave applications for various needs.
Leave of Absence Application for Office
Subject: Leave of Absence Request
Dear [Manager’s Name],
I hope this message finds you well. I am writing to request a leave of absence from work due to [mention the reason briefly, e.g., medical reasons, family emergency, personal matters]. I would like to take leave starting from [start date] until [end date].
I have ensured that all my ongoing tasks are either completed or delegated to [colleague’s name] for smooth workflow during my absence. Kindly let me know if any further steps are required from my end.
Thank you for your understanding and support.
Sincerely,
[Your Full Name]
[Your Position]
[Your Contact Information]
Leave of Absence Application for Class 6
Subject: Leave of Absence Request
Respected Sir/Madam,
I am writing this application to inform you that I, [Student’s Name], am unable to attend school from [start date] to [end date] due to [reason: sickness, family event, etc.]. I kindly request you to grant me leave for these days.
I will ensure that I catch up on all missed lessons upon my return.
Thank you for your consideration.
Sincerely,
[Student’s Name]
Class 6
[School Name]
Leave of Absence Application for University
Subject: Request for Leave of Absence
Dear [Professor’s Name],
I am writing to request a leave of absence from university starting from [start date] to [end date] due to [reason: medical, personal, family emergency, etc.]. I would appreciate it if you could consider my situation and grant me leave for this period.
I will make sure to keep up with the course material and assignments during my absence.
Thank you for your time and understanding.
Sincerely,
[Your Name]
[Your Department]
[University Name]
[Student ID]
Leave of Absence Application for Class 3
Subject: Leave Application
Respected Teacher,
This is to inform you that my child, [Student’s Name], studying in Class 3, will not be able to attend school from [start date] to [end date] due to [reason]. I kindly request you to grant leave for these days.
Thank you.
Yours sincerely,
[Parent/Guardian’s Name]
[Parent’s Contact Number]
Class 3, [School Name]
Leave of Absence Application in Bangla (ছুটির আবেদন)
বিষয়: ছুটির জন্য আবেদন
মাননীয় শিক্ষক,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র/ছাত্রী [শিক্ষার্থীর নাম]। ব্যক্তিগত কারণে আমি [তারিখ] থেকে [তারিখ] পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারব না। অনুগ্রহ করে আমাকে এই সময়ের জন্য ছুটি প্রদান করবেন।
আপনার মঙ্গল কামনায়,
[শিক্ষার্থীর নাম]
শ্রেণি ৪
[বিদ্যালয়ের নাম]
Leave of Absence Application for Class 4
Subject: Leave of Absence Request
Respected Sir/Madam,
I am [Student’s Name] from Class 4. Due to [mention reason], I am unable to attend school from [start date] to [end date]. Kindly grant me leave for these days.
Thank you.
Sincerely,
[Student’s Name]
Class 4
[School Name]
Leave of Absence Application for Class 5
Subject: Leave of Absence Request
Dear Sir/Madam,
I am [Student’s Name] from Class 5. I request you to kindly grant me leave from [start date] to [end date] due to [reason]. I will catch up on all my lessons after my return.
Thank you.
Sincerely,
[Student’s Name]
Class 5
[School Name]
Leave of Absence Application for Class 7
Subject: Leave Application
Respected Sir/Madam,
I, [Student’s Name], am a student of Class 7 at [School Name]. Due to [reason], I will not be able to attend school from [start date] to [end date]. Kindly grant me leave for these days.
Thank you.
Sincerely,
[Student’s Name]
Class 7
[School Name]
Leave of Application for Class 8
Subject: Request for Leave
Respected Teacher,
I am writing to request a leave of absence for [mention days] due to [reason: illness, family matters, etc.]. I am a student of Class 8 at [School Name].
Thank you for your understanding.
Sincerely,
[Student’s Name]
Class 8
[School Name]
For more such helpful content and formats, visit timeofbd.com for easy, accessible information.