Skip to content Skip to sidebar Skip to footer

fexo 120 কিসের ঔষধ

    fexo 120 কিসের ঔষধ

    আসসালামুআলাইকুম। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। timeofbd.com এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    আপনারা অনেকেই জানতে চেয়েছেন fexo 120 কিসের ঔষধ। তাই আমরা আপনাদের fexo 120 ওষুধটি সম্পর্কে সংক্ষেপে জানাবো।

    ফেক্সো ১২০ কিসের ঔষধ | fexo 120 bangla

    ☠️☠️ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহন করবেন না। ☠️☠️

    fexo 120 কিসের ঔষধ

     

    প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ এখানে আমরা আপনাদের ঔষধ বা রোগের ঔষধগুলোর ব্যাপারে প্রাথমিক ধারণা দিচ্ছি। আপনার মূল সমস্যা জানার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার চিকিৎসকের কাছে যেতে হবে। রোগ সম্পর্কে সম্পূর্ন না জেনে শুধুমাত্র সাইট থেকে প্রাথমিক ধারণা নিয়ে কোনো ঔষধ গ্রহন করে আপনার শারীরিক কোনো সমস্যা হলে timeofbd.com এর কোনো অ্যাডমিন দায়ী নয়। ধন্যবাদ।

    fexo 120 কিসের ঔষধ

    ফেক্সো ১২০ কিসের ওষুধ | fexo 120 mg

    Fexo 120: Fexo 120 ফেক্সোফেনাডিন গ্রুপের একটি ঔষধ, যা হাইড্রোক্লোরাইড ইউএসপি 100mg প্রতিটি ট্যাবলেটে বহন করে।

    নির্দেশনা/ কোন সমস্যায় Fexo 120 গ্রহন করবেনঃ  ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড বাচ্চা এবং বয়স্কদের সিজনাল এলার্জিক রোগ নিরাময়ের জন্য নির্দেশিত। এটি সাধারণত সাইনাস এর সমস্যার কারণে যে রোগ গুলো হয় সে ধরনের রোগের ক্ষেত্রে নির্দেশিত। যেমনঃ ঠান্ডা লাগা, সর্দি, চুলকানি এবং এলার্জি জাতীয় সমস্যা।

    ঔষধ সেবনের নিয়মঃ আপনার এই সমস্যাগুলো ঠিক কতটুকু হয়েছে তা রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে সম্পূর্ণ জেনে তার পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহন করুন।

    পার্শ্বপ্রতিক্রিয়াঃ ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রহণের ফলে স্বল্প মাত্রায় মাথাব্যথা, ঝিম ধরা, মুখের ত্বক শুকিয়ে যাওয়া এবং হালকা বমিভাব জাতীয় সমস্যা হতে পারে।

    fexo 120 কিসের ঔষধ

    যাদের ক্ষেত্রে এ ঔষধ গ্রহণ করা যাবে নাঃ গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয় না হলে ওষুধ গ্রহণ না করাই ভালো। এছাড়াও ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ওষুধের উপাদান গুলোর প্রতি যাদের শারীরিক সংবেদনশীলতা রয়েছে তারা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন।

    সতর্কতাঃ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে 6° C তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।

    Fexo 120 স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি ঔষধ।

    Leave a comment