Skip to content Skip to sidebar Skip to footer

E coli/E.coli/ই কোলাই ব্যাকটেরিয়ার গঠন | E coli ব্যাকটেরিয়া কীভাবে গঠিত হয়

E coli/E.coli/ই কোলাই ব্যাকটেরিয়ার গঠন |E coli ব্যাকটেরিয়া কীভাবে গঠিত হয়

 E coli ব্যাকটেরিয়ার গঠন 

E.coli ব্যাকটেরিয়ার গঠন বর্ণনা করা হলাে 

E.coli একটি প্রাককেন্দ্রিক কোষ । এর দেহ 10 nm পুরু একটি দৃঢ় ঝিল্লিবিশেষ যা প্রােটিন ও শর্করা দিয়ে গঠিত । শর্করার মধ্যে কাইটিন প্রধান । সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যা কোষ প্রাচীরের নিচে অবস্থিত এবং লিপােপ্রােটিন দ্বারা গঠিত একটি পাতলা পর্দা বিশেষ যা সাইটোপ্লাজমকে ঘিরে রাখে । সাইটোপ্লাজম যা সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে আবৃত অর্ধতরল , বর্ণহীন এবং প্রােটিন , লিপিড , পানি , খনিজ লবণ ও অন্যান্য বস্তু সহযােগে গঠিত । সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর , রাইবােসােম , মেসােসােম ও ভলিউটিন । কণা ও ক্ষুদ্র DNA অণু বা প্লাজমিড রয়েছে । E.coli ব্যাক্টেরিয়াতে কোনাে সুগঠিত নিউক্লিয়াস নেই । এর পরিবর্তে নিউক্লিওয়েড নামে নিউক্লিয়ার মেমব্রেন , নিউক্লিয়ার জালিকা ও নিউক্লিওলাসবিহীন একটি বস্তু দেখা যায় । কোষের চারদিকে ফ্লাজেলা নামে ক্ষুদ্র সুতার মতাে বর্ধিত অংশ রয়েছে । যার সাহায্যে ব্যাকটেরিয়া স্থান পরিবর্তন করে । কিছু কিছু E.coli ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমিক মেমব্রেন স্থানে স্থানে ভেতরের দিকে বর্ধিত হয়ে থলির মতাে অংশ বা মেসােসােম সৃষ্টি করে । মেসােসােম ব্যাকটেরিয়ার শ্বসনে বিশেষ ভূমিকা পালন করে বলে প্রমাণ পাওয়া যায় । নিউক্লিওয়েড ছাড়াও সূক্ষ্ম DNA অণু দিয়ে গঠিত স্ববিভাজনক্ষম অঙ্গাণু সাইটোপ্লাজমে দেখা যায় । এর নাম প্লাজমিড । কিছুসংখ্যক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বহিঃগাত্রে অসংখ্য ( E.coli ) সূত্রাকার উপাঙ্গ দেখা যায় , এদেরকে পিলি বলে । পিলিন নামক প্রােটিন দ্বারা এগুলাে গঠিত ।

Tag: E coli/E.coli/ই কোলাই ব্যাকটেরিয়ার গঠন,E coli ব্যাকটেরিয়া কীভাবে গঠিত হয়

Leave a comment