Skip to content Skip to sidebar Skip to footer

Birthday SMS 2024 জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস কবিতা Free

    Table of Contents

    জন্মদিনের এসএমএস | Birthday SMS | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিন নিয়ে কবিতা

    Birthday SMS-জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস– আসলামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জন্মদিনের এসএমএস, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা কবিতা, শুভ জন্মদিন শুভেচ্ছা বার্তা, Birthday SMS, জন্মদিন নিয়ে কবিতা, জন্মদিন নিয়ে কবিতা। যা সচরাচর বাঙালির সবারই কাজে লাগে।

    জন্মদিনের এসএমএস | জন্মদিনের শুভেচ্ছা 

    মানুষের জীবনে সচারাচার অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। মানুষ যখন অন্য একটা মানুষের সাথে যোগাযোগ রাখে তখন তার সাথে ভালো-মন্দ অনেক ধরনের কথায় বলতে হয়। সে কথাগুলো যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া যেতে পারে তাহলে কথা গুলো পড়তে আরো ভালো লাগে। আর সেই জন্যই মানুষ বিভিন্ন সময়ে একজন আরেকজনের কাছে জন্মদিনের এসএমএস, জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠায়। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম জন্মদিনের এসএমএস ও সাধারণ এসএমএস।

    শুভ জন্মদিন মেসেজ | Happy birthday message

    ১. ღ_ღতোমার জন্য প্রার্থনা করি

    ১২ মাস আনেন্দর

    ৫২ সপ্তাহ খুশির,

    ৩৬৫ দিন সাফল্যের

    ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,

    আর ৫২৬০০ মিন সৌভাগ্যের

    শুভ জন্মদিন।ღ_ღ

    ২. ღ_ღনতুন সকাল,নতুন দিন নতুন করে শুরু,

    যা হয় না যেন শেষ.

    জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম

    তোমায় এই এস এম এস

    শুভ জন্মদিন।

    ৩. ღ_ღসুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেচে থাক হাজার বছর।

    শুভ জন্মদিন।

    জন্মদিনের শুভেচ্ছা কবিতা | জন্মদিন কবিতা lyrics

    ৪. ღ_ღরাত যায় দিন আসে,

    মাস যায় বছর আসে,সবাই থাকে সুদিনের আশায়,

    আমি থাকি তোমার জন্মদিনের আশায়

    …শুভ জন্মদিন….

    ৫. ღ_ღআজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি…

    কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে

    …… শুভ জন্মদিন……

    জন্মদিনের সুন্দর এসএমএস | Beautiful birthday sms

    ৬. ღ_ღএই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,

    যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।

    হ্যাপি বার্থডে

    ৭. ღ_ღআর একটা বছর এসে গেল,

    বেড়ে যাবে আর একটা মোমবাতি,কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়,

    প্রমিস করছি থাকবো সারাটা জীবন।

    ღ_ღহ্যাপি বার্থডেღ_ღ

    ৮. ღ_ღআজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠো আরও নবীন,

    ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।

    ৯. ღ_ღআজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,

    পাখিরা সারি সারি গাইছে গান,

    প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,

    ফুলেরা সব ফুটেছে বাগানে,

    আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন.

    ♥ শুভ জন্মদিন♥

    ১০. ღ_ღতোর জন্য ভালবাসা,

    লক্ষ্য গোলাপ জুই,

    হাজার লোকের ভিড়ে আমার

    থাকবি হৃদয়ে তুই।

    শুভ জন্মদিন!

    2024 সালের সাধারণ এসএমএস | 2024 simple sms 

    ১. ღ_ღপাঁচ ধরনের লোকের অহংকার থাকে.

    সুন্দর হলে.

    ধনী হলে.

    উচ্চ বংশেরহলে.

    পড়া লেখা বেশি করলে.

    বড়কোন চাকরি করলে।♥

    মানুষের সাধারণ জ্ঞানের এসএমএস | SMS of human common sense

    ২. ◆ কিছু বলার আগে- শুনুন।

    ◆ কিছু করে ফেলার আগে-ভাবুন।

    ◆ কিছু ব্যয় করারআগে- কিছু আয় করুন।

    ◆কারো সমালোচনা করার আগে-অপেক্ষা করুন।

    ◆ প্রার্থনা করার আগে-ক্ষমা করুন।

    ◆ হালছেড়ে দেওয়ার আগে-আরেকবার চেষ্টা করুন।

    ◆মৃত্যুবরণ করার পূর্বে- ঈমানঠিক করুন।

    Birthday SMS 2024: Unique and Heartfelt Messages for Every Occasion

    Birthdays are special occasions that remind us of the joy of life, the importance of loved ones, and the excitement of another year filled with new opportunities. In 2024, with the growing influence of social media and instant messaging platforms, sending a thoughtful, creative, and meaningful birthday SMS can be a great way to show someone you care. Whether it’s a friend, family member, colleague, or a romantic partner, a well-crafted birthday message can make someone’s day even more special.

    In this article, we’ll explore the art of writing birthday SMSs for different relationships and provide over 1000 words of unique and heartfelt examples to inspire your own birthday greetings in 2024. From funny and casual texts to touching and emotional messages, you’ll find something for every occasion.

    The Importance of Personalized Birthday SMS

    A birthday SMS, no matter how short or simple, can have a profound impact when it’s crafted with care and attention. Here are some reasons why sending a personalized birthday message is meaningful:

    • Connection and Thoughtfulness: A birthday SMS shows that you remembered the special day and took the time to send your well wishes.
    • Strengthening Relationships: Whether it’s to a friend or a family member, a birthday message strengthens the emotional bond you share.
    • Instant Joy: Receiving a warm birthday text brightens up the recipient’s day and makes them feel valued.
    • Adaptability: Birthday messages can be adjusted to suit the relationship and the personality of the person, from formal to fun, from serious to humorous.

    Categories of Birthday SMS

    The type of birthday message you send depends on the relationship you share with the recipient. Here’s a breakdown of different categories of birthday SMS with examples to suit various relationships and occasions.

    1. Birthday SMS for Friends

    Friends are the people who stand by us through thick and thin. A birthday message for a friend should be casual, light-hearted, and convey a sense of joy.

    Examples:

    • “Happy Birthday, [Friend’s Name]! 🎉 May your day be filled with lots of laughter, cake, and unforgettable memories. Let’s make this year the best one yet!”
    • “Happy Birthday to my partner-in-crime! Another year of adventures, jokes, and epic memories awaits. Let’s party like there’s no tomorrow!”
    • “Here’s to another year of bad decisions and great memories! Happy Birthday, buddy. Cheers to us!”
    • “Happy Birthday to the most amazing friend ever! Let’s celebrate like we always do – with lots of food, laughter, and a little bit of mischief.”
    • “On your special day, may all your wildest dreams come true. Thanks for being an incredible friend. Happy Birthday!”

    A great birthday SMS for a friend should always carry a tone that reflects the nature of your friendship—whether it’s full of laughter, heartfelt moments, or shared memories.

    2. Birthday SMS for Family

    Family is the foundation of our lives, and a birthday SMS to a family member should express love, gratitude, and appreciation.

    Examples:

    • “Happy Birthday, dear brother/sister! May this year bring you endless joy, success, and good health. So lucky to have you as my sibling.”
    • “To my wonderful mother/father, Happy Birthday! Thank you for your endless love and support. I wouldn’t be who I am without you.”
    • “Happy Birthday, my dear [Mom/Dad]. May your day be filled with peace, love, and all the happiness you deserve. Love you more than words can express.”
    • “Happy Birthday to the best [grandparent/uncle/aunt]! You’ve always been an inspiration, and I’m forever grateful for your wisdom and love.”
    • “Happy Birthday, dear cousin! Growing up together was the best part of my life, and I’m thankful we still share a special bond.”

    A birthday message to a family member should reflect warmth and affection, letting them know how much they mean to you.

    3. Romantic Birthday SMS

    Birthdays are a perfect opportunity to remind your partner of how much you cherish them. Whether it’s your boyfriend, girlfriend, spouse, or significant other, a romantic birthday message should be filled with love and affection.

    Examples:

    • “Happy Birthday to the love of my life! You make every day feel like a celebration, and I can’t wait to spend many more birthdays by your side.”
    • “To my dearest [partner’s name], Happy Birthday! You are the sunshine in my life, and I’m so lucky to have you in my heart.”
    • “Happy Birthday to the most beautiful soul I know. My love for you grows stronger with each passing day. Let’s make this day as special as you are!”
    • “Every day with you feels like a gift, but today, we celebrate YOU! Happy Birthday, my love. Here’s to another year of love, laughter, and happiness together.”
    • “To my soulmate, Happy Birthday! You make life so much better just by being in it. I’m blessed to call you mine.”

    Romantic birthday messages should be personal and heartfelt, expressing your deep love and the joy your partner brings into your life.

    4. Funny Birthday SMS

    Sometimes, a little humor is the best way to make someone’s day brighter. A funny birthday SMS can bring a smile to the recipient’s face and lighten the mood.

    Examples:

    • “Happy Birthday! Don’t worry about getting older – you’re like a fine wine, you just keep getting better with age… and a little crazier!”
    • “Happy Birthday! You’re not old; you’re just retro. Cheers to another year of vintage greatness!”
    • “Happy Birthday! Remember, age is just a number – in your case, a really big one. 😂”
    • “Happy Birthday! They say age is just a number, but in your case, it’s a really, really big one. Hope you enjoy it!”
    • “Happy Birthday! You know you’re getting old when the candles cost more than the cake!”

    Funny birthday SMSs are best when you know the recipient has a great sense of humor and can appreciate a light-hearted joke.

    5. Birthday SMS for Colleagues and Bosses

    Sending a birthday message to a colleague or boss should maintain a professional tone while still being warm and thoughtful.

    Examples:

    • “Happy Birthday, [Colleague’s Name]! Wishing you a fantastic year ahead filled with success and happiness. Enjoy your special day!”
    • “Happy Birthday! May your year be filled with new opportunities, great achievements, and lots of happiness.”
    • “Dear [Boss’s Name], Happy Birthday! Thank you for your guidance and leadership. Wishing you a wonderful year ahead.”
    • “Wishing a very Happy Birthday to the best colleague! May this year bring you all the success you deserve.”
    • “Happy Birthday! Working with you is a joy, and I hope this year brings you as much happiness as you bring to the team.”

    Birthday messages for colleagues and bosses should be polite and professional, while still conveying warmth and appreciation.

    6. Inspirational Birthday SMS

    For those who appreciate deeper, more thoughtful messages, an inspirational birthday SMS can remind the recipient of their potential and encourage them to reach for new goals.

    Examples:

    • “Happy Birthday! May this year bring you the courage to chase your dreams and the strength to overcome any challenges that come your way.”
    • “Wishing you a birthday filled with endless possibilities and the determination to achieve greatness. You’ve got this!”
    • “Happy Birthday! Each year is a new chapter in your life’s story – may this one be filled with success, joy, and new beginnings.”
    • “Another year, another opportunity to become the best version of yourself. Wishing you all the success and happiness on your birthday!”
    • “Happy Birthday! Remember, the best is yet to come – keep striving for greatness and embracing every opportunity.”

    Inspirational birthday SMSs work best for individuals who value growth, progress, and personal development. They provide a sense of motivation and encouragement.

    Tips for Crafting the Perfect Birthday SMS

    1. Keep it Personal: Use the recipient’s name and include personal touches that make the message feel tailored to them.
    2. Be Authentic: Whether you’re being funny, sentimental, or formal, always make sure your message reflects how you truly feel.
    3. Use Emojis Sparingly: Emojis can add fun and warmth to your message, but overuse can make it seem less genuine.
    4. Tailor to the Relationship: Consider the nature of your relationship with the recipient when writing the message – what works for a friend may not be appropriate for a boss.
    5. Short and Sweet: Keep your message concise, but meaningful. Long messages can sometimes lose their impact.

    Conclusion

    In 2024, birthday SMSs continue to be a meaningful way to celebrate loved ones, friends, and colleagues. Whether it’s a funny, heartfelt, romantic, or professional message, crafting a birthday SMS that resonates with the recipient can make their day even more special. Use the examples and tips provided in this article to inspire your own creative birthday messages, and spread joy with every text you send!

    4o

    সাধারণ মানুষের কষ্টের এসএমএস | শুভ জন্মদিন শুভেচ্ছা বার্তা

    ৩. কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো সেইটা হবে বড় ভুল,

    কারণ বিধাতা একান্ত কারোজন্য কষ্ট সৃষ্টি করেনি,

    অভিশাপ বলে একটি বাক্য আছে,

    আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে.

    ৪. পৃথিবিতে সবচেয়ে অসহায় সে,

    যে নিজের রাগ,অভিমান,কষ্টকাউকে দেখাতে পারেনা

    একটু চিৎকার করে কাঁদতে পারেনা

    শুধু চোখের জললুকিয়ে হাসে….!!

    ৫. কেউযদি ভালো না বাসে তবে তাকে জোরকরে ভালো বাসানো যায় না

    কেউ যদি দূরে যেতে চায় তবে হাজার চেষ্টা করেও তাকে আটকানো যায় না

    সাধারণ মানুষের ভালোবাসার এসএমএস | Ordinary people’s love sms            

    ৬. পৃথিবীতে ঐ দুটি চোখ বেশি দামী,

    যে চোখ গভীর রাতে নিরবে আল্লাহর কাছে অশ্রু ঝরায়।

    ঐ দুটি হাত বেশি দামী, যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।

    ৭. এসো বৃষ্টি নামাই, কেন ?ভিজব বলে।

    এসো স্বপ্ন সাজাই, কিভাবে?কবিতা শুনে।

    চলো হারিয়ে যাই , কোথায়?নিপবনে।

    এসো তবে হাত বাড়াই, কেন?ভালোবাসি বলে।

    ৮. কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে,

    অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে

    একমাত্র সে জানে আর তার বালিশ জানে,

    কতটা কষ্টে আছে সে …

    যেটা হয়তো সকালে মুখোশে ঢাকা থাকে…

    ৯. আপনি ততদিন পর্যন্ত সত্যিকারের সুখ বুঝবেন না,

    যতদিননা সত্যি সত্যি কাউকে ভালবাসবেন!

    আর ঠিক ততদিন পর্যন্তবুঝবেন না সত্যিকারের কষ্ট কি?

    যতদিননা তাঁকে হারাবেন!

    ১০. তোমার জন্য আমি আরকাঁদি না

    কাঁদলেও চোখেরপানি ঝরে না,

    চোখের পানি ঝরলেও কষ্টহয়না

    কষ্ট হলেও আমি আর তোমাকে ভালবাসিনা।

    ভালবাসলে ও তোমাকে বলবো নাজানি,

    বললেও তুমি শুনবেনা,

    শুনলেও, তোমার কিছুই আসে যায় না

    কারণ আমি আজ নিঃস্ব…বড়ই নিঃস্ব।।

    জন্মদিন কবিতা lyrics | জন্মদিনের শুভেচ্ছা বার্তা

    সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,

    পূরণ হোক প্রতিটি স্বপ্নপ্রতিটি আশা,

    বেঁচে থাকো হাজার বছর ধরে।

    ~শুভ জন্মদিন~

    আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক

    নতুন নতুন সুখের আতিশয্যে.

    আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক

    খুশির নানান আভাস।

    ~শুভ জন্মদিন~

    আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করেসুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।

    আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতাপাখিরা সারি সারি গাইছে গানপ্রকৃতি নতুন করে হয়েছে রঙিনফুলেরা সব ফুটেছে বাগানেআজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. শুভ জন্মদিন

    দারুন দিনটায় জানাই অভিনন্দনচলার পথে সৌভাগ্যবান থেকোআগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করিআজ দিনটা ভালোভাবে উপভোগ করো। ~শুভ জন্মদিন~

    এই এসএমএস টায় ফ্যাট কোলেস্টেরলনেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা

    জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া | জন্মদিন নিয়ে স্ট্যাটাস

    জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সুন্দর মানুষটিকেতোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকেঅনেক ভালোবাসা রইলো তোমার জন্য!

    সাগরের ঢেউ ফুলের সুগন্ধরাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে। ~শুভ জন্মদিন~

    অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,

    মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,

    দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,

    অসীম সুখ বয়ে আসুক

    তোমার জীবন জুড়ে

    ~শুভ জন্মদিন~

    আজ তোমার জন্মদিনজীবন হোক তোমার রঙিনসুখ যেন না হয় বিলীনদুঃখ যেন না আসে কোনো দিন। ~শুভ জন্মদিন~

    শুভ শুভ শুভ দিনআজ তোমার জন্মদিন।

    মুখে তোমার দীপ্ত হাসিফুল ফুটেছে রাশি রাশি।

    হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,

    তেমনি করে বন্ধু তোমারজীবন যেন সুখের সাগরে ভাসে।

    রাত যায় দিন আসে,

    মাস যায় বছর আসে,

    সবাই আশায় থাকে একটি সুদিনের,

    আমি আশায় থাকি তোমার জন্মদিনের।

    ~শুভ জন্মদিন~

    জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস 2024

    শুভ রজনী শুভ দিন , সামনে আসছে তোমার জন্মদিন,

    জন্মদিনে কি দেবো তোমাই ,এক তঁরা গোলাপ ফুল আর এক বুক ভালবাসা ছারা আর কিছু নেই।

    গ্রীষ্মের ফুলগুলি , ভালোবাসার অঞ্জলি ।

    শরৎ এর গীতালি , হেমন্তের মিতালী ।

    শিতের পিঠাপুলি ,বসন্তের ফুল-কলি ,

    এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি ।।

    ………Suvo Jonmodin…….

    শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন ।

    মখে তোমার দীপ্ত হাঁসি ফুল ফুটুক রাসি রাসি ।

    হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাঁসে তেমন করে বন্ধু তোমার ,

    জীবন যেন সুখের সাগরে ভাসে ।

    “SHUVO “JONMODIN

    আরো দেখুন নিচের লিংক গুলোতে

    Leave a comment