কি আছে মামুনুল হকের ভাগ্যে | মামুনুল হক কি মুক্তি পাবেন | মামুনুল হককে কেনো অন্য মামলায় গ্রেফতার দেখানো হলোনা
কি আছে মামুনুল হকের ভাগ্যে
মামুনুল হকরে নাকি মােবাইল আর মানি ব্যাগ চুরির অপরাধে রিমাণ্ডে নিয়েছে ? এতাে আয়ােজন করে এমন একটা লুজ বল কেন খেললাে বুঝতে পারতেছি না । তবে এই লুজ বল খেলার একটা কারণ হইতে পারে তা হইতেছে মামুনুল হকরে তার আগের সন্মান ও ক্ষমতা দিয়ে আবার প্রতিষ্ঠা দেয়ার বিনিময়ে কোন কিছুর জন্য চাপ প্রয়ােগ বা নেগােসিয়েশন চলবে । চাপে নতি স্বীকার করলে মােবাইল আর মানি ব্যাগ চুরির মামলাতেই ঘটনা থেমে থাকবে । চাপে বা নেগােসিয়েশনে কাজ না হলে সরকার নাশকতার মামলা দিবে । আপাতদৃষ্টিতে মনে হচ্ছে অন্তত কিছুদিন মামুনুল হককে নিজেদের জিম্মায় রাখার কৌশল নিছে । সরকার । কিন্তু কিছুদিনের জন্য মামুনুল হককে সরায়ে রাখার কারণ কী হইতে পারে ? তা আমার কাছে স্পষ্ট ।
টাগঃ কি আছে মামুনুল হকের ভাগ্যে, মামুনুল হক কি মুক্তি পাবেন, মামুনুল হককে কেনো অন্য মামলায় গ্রেফতার দেখানো হলোনা