স্বার্থপরতা ব্যর্থতা বিষন্নতা কষ্টের কিছু বাস্তব কথা নিয়ে উক্তি 2025
প্রিয় পাঠক বৃন্দ আপনাদের সবাইকে টাইম অফ বিডির পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন । আমিও আল্লার রহমতে অনেক ভাল আছি।আপনারা অনেকে বিভিন্ন উক্তি সম্পর্কে জানতে চেয়েছেন যে উক্তিগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন উক্তি গুলো নিয়েই আমরা আজকের পোস্টটি হাজির করেছি আশা করি পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে যে উক্তিগুলো এখানে আলোচনা করা হয়েছে তা হলো উক্তি কথা, স্বার্থপরতা নিয়ে উক্তি, স্বার্থপর উক্তি, ব্যর্থতা নিয়ে উক্তি, বিষন্নতা নিয়ে উক্তি, কষ্টের কিছু উক্তি, বাস্তব কথা উক্তি,ভুল বোঝাবুঝি নিয়ে উক্তি
উক্তি কথা
আমরা বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করে থাকি যা বেশ পরামর্শ মুলক। কিন্তু পরামর্শ মুলক উক্তি উপস্থাপন আমাদের চরিত্রের সাথে কতটুকু মিল বা যুক্তিযুক্ত, সেই বিষয়টিও আমাদের খুব ভালোভাবে ভাবা এবং নিজের মানসিকতা, আচার আচরনে উপলব্ধি করা উচিৎ। নিজে ঠিক না হয়ে অপরকে পরামর্শ দেওয়া মোটেও ঠিক না বা কাম্য নয়। যদি তাই না হয়,, কথা কাজে ও আচার আচরনে মিল না থাকে তবে সেখানে আলোচনা সমালোচনা তৈরী হবেই । সুতরাং আলোচনা সমালোচনা তৈরী হওয়ার আগেই নিজের মানসিকতা, আচার আচরন সংশোধন করা আমাদের একান্ত ভাবে কাম্য এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ সবাইকে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করুন, আমীন।
স্বার্থপরতা নিয়ে উক্তি| স্বার্থপর উক্তি
স্বার্থপরতা নিয়ে উক্তি,
০১। স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে।
-হুমায়ূন আহমেদ
০২। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়। আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।
– রেদোয়ান মাসুদ
০৩। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও।
-হুমায়ূন আহমেদ
০৩। এ পৃথিবীতে ৯৯.৯৯ % লোকই স্বার্থপর। একটি কলার ভিতরের অংশ খেয়ে মানুষ যেমনিভাবে এর উপরের অংশ রাস্তায় ফেলে দেয়, ঠিক তেমনিভাবে মানুষ নিজের স্বার্থেরে জন্য কাউকে কাছে টেনে নেয় আবার প্রয়োজন শেষ হলে কলার উপরের অংশের মতই দূরে ফেলে দেয়।
– রেদোয়ান মাসুদ
০৪। অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ।
-স্যার টমাস ব্রাউন
০৫। সময়ের সাথে মানুষ বদলায়, বসন্তে যেমন ডালে ডালে;
গাছে গাছে নতুন পাতা গজায়, মানুষ বদলে মনে মনে।
– রেদোয়ান মাসুদ
০৬। যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে । আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে!
-বিল গেটস
০৭। স্বপ্ন তাকে নিয়েই দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখ না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়”।
– রেদোয়ান মাসুদ
০৮। মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার!
-পিথাগোরাস
০৯। আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি !!
-কাজী নজরুল ইসলাম
১০। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।
-মুনীর চৌধুরী
১১। পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা; এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে, জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন।
-সেক্সপিয়র
১২। স্ত্রী লোককে বেশী বিশ্বাস করিও না|
-শেখ সাদী (রহ.)
১৩। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।
– সমরেশ মজুমদার
ব্যর্থতা নিয়ে উক্তি
”সাফল্যের মত ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম। কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনও ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা। যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়”
ব্যর্থতা মানেই পিছিয়ে পড়া নয়,, নতুন শিক্ষা….
কাজ করতে গেলেই আমরা সবাই জয়ী হই না,, ব্যর্থ ও হই,, এই ব্যর্থতা থেকে কিন্তু শিক্ষা আসে,, বের হয় কাজের ভুল …
এই ভুল গুলো ই পরে কাজ করার আগে শিক্ষা হিসেবে কাজ করে..
পরের বার কাজ করতে গেলে তখন বোঝা যায় কি করে আগের বার ভুল হয়েছে আর নতুন কি করা উচিত….
কাজেই ব্যর্থ হয়ে হতাশ হয়ে পিছিয়ে পড়া যাবে না,, নতুন কাজে ভুল মুক্ত থাকার আরেক উপায় ব্যর্থতা…
উদাহরণ হিসেবে বলি,,
টমাস আলভা এডিসন গবেষণা করছেন, তিনি বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করার চেষ্টায় রত। বালবের ভেতরের তারটা কিসের হবে, তিনি সেটা নিয়ে মত্ত। একটার পর একটা ধাতু, যৌগ, সংকর দিয়ে তিনি ফিলামেন্ট বানাতে লাগলেন। দুই হাজার রকমের তার বানানো হলো। একটাও কাজে লাগল না। তাঁর সহকারী বলল, আমাদের এত দিনের চেষ্টা পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। আমরা কিছুই শিখতে পারলাম না। এডিসন বললেন, আমরা অনেক কিছু শিখেছি। শিখেছি যে দুই হাজার রকমের তার দিয়ে ভালো বৈদ্যুতিক বাতি হয় না।
এই যে টমাস আলভা যদি ভাবতো তার কিছুই করা হলো না তাহলে সে এই বিষয় ও জানতে পারতো না যে দুই হাজার রকমের তার দিয়ে ভালো বৈদ্যুতিক বাতি হয় না।
বিষন্নতা নিয়ে উক্তি
প্রতিদিন কিছু ইতিবাচক উক্তি পড়ুন। ইতিবাচক উক্তি বা লেখায় আশা বাড়ে, মনের ভয় দূর হয়, বিষন্নতা দূর করে।।বিষন্নতা নিয়ে বেশ কিছু উক্তি এখানে আলোচনা করাহলো যা আশা করছি আপনাদের বিষন্তা কে দূর করবে
সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে দিন শুরু করুন,, ঘুম ভাঙতেই বলুন_ প্রভু ধন্যবাদ, একটি নতুন দিনের জন্য,,দিনের সমাপ্তি ও ঘটবে এইভাবে।।
নিজের কাছে নিজে সততা বজায় রাখুন। প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব, আআন্তরিকতার সঙ্গে করুন।।
দ্বায়িত্ব নিতে ভয় পাবেন না,,তাহলে নতুন কিছু শিখতে পারবেন।।
কাউকে অভিনন্দন জানানোর সুযোগ পেলে আন্তরিকতার সঙ্গে জানান।
সাফল্যের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো নিজের সম্পর্কে নিজের মনে একটি ইতিবাচক ও শক্ত অবস্থান গড়ে তোলা।।
যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না।।
কষ্টের কিছু উক্তি
১)সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয় — রেদোয়ান মাসুদ
(২)মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ –হুমায়ূন আহমেদ
(৩)যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা –রেদোয়ান মাসুদ
(৪)যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম –কৃষ্ণচন্দ্র মজুমদার
(৫)বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না। –হুমায়ূন আহমেদ
(৬)আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয় –সুনীল গঙ্গোপাধ্যায়
(৭)জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না –হুমায়ূন আহমেদ
(৮)যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট! –হুমায়ূন আহমেদ
(৯)আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে –গৌরী প্রসন্ন মজুমদার
(১০)এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি…. আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না! –রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বাস্তব কথা উক্তি
বাস্তব কথা উক্তি গুলো এখানে দেওয়া হলো আশা করছে এগুলো আপনাদের উপকারে আসবে
মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার-বিবেচনার রাজত্ব।
—- ফ্রাংকলিন
কিছু বাস্তব কথা ও উক্তি নিয়ে লেখা এই পোস্ট । এই কথা আর উক্তি গুলো আমাদের সবার পড়া উচিৎ । আমাদের কল্পনা আর বাস্তবতা কখোনই এক হয় না । তাই আমরা যা কল্পনা করি বাস্ততে তা না হলেই আমরা কষ্ট পাই । কিন্তু আমাদের বুঝা উচিৎ যে, কল্পনা আর বাস্তবতা এক না । দুই টা সম্পূর্ণ দুই জিনিস । জীবন নিয়ে আমাদের অনেক চিন্তা করতে হবে । জীবনকে বুঝতে হবে, তা না হলে আমরা কষ্ট পেয়েই যাবো, কোন দিন সুখের খোজ পাবো না । আজকাল আমরা আমাদের নিজেদের নিয়ে চিন্তা করি না । আর চিন্তা করার সময় কই এই ব্যস্ততার শহরে ।
ভুল বোঝাবুঝি নিয়ে উক্তি
আয়নায় বার বার নিজেকে দেখবেন।
~নিজের সঙ্গে কখনো কাউকে তুলনা করবেন না।
~ভুল করলে যখনি জানতে পারবেন ক্ষমা চেয়ে নেবেন।
~অযথা কারো জন্য সময় নষ্ট করবেন না।
~সকাল সন্ধ্যা, রাত দিন সব সময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন।
~নিজেকে প্রচুর সময় দেবেন।
~আপনার পাশের জনের কোন নেগেটিভ ম্যাটারে ইন্টারেস্ট দেখাবেন না।
~কে আপনাকে নিয়ে পরে থাকছে বা কে আপনাকে নিয়ে যাতা কমেন্ট করছে এসবে কখনো পাত্তা দেবেন না।
~রিলেশন এড়িয়ে চলুন।
খুব প্রয়োজন যদি অনুভব করেন।
সার্মথ্য অনুযায়ী বিয়ে করে নিন।
~জীবনে যেমনি সিচুয়েশনে আসুক,
কখনো সুখে বা দুঃখে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না।
~প্রিয়জনকে যতোটা পারবেন সময় দিন।
~যেই সম্পর্কেই যান আপনার কোন এক্সিডেন্ট থাকলে অবশ্যই জানাবেন।
~পড়াশোনা করুন,যেকোন বিষয় হোক না কেন তা যেন জ্ঞানের হয়।
মনে রাখবেন,বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য জ্ঞান এবং মানসিকতার প্রয়োজন।
~বড়দের সম্মান করবেন এবং ছোটদের স্নেহ করবেন।
~জীবনে যেমনি সিচুয়েশন আসুক দুঃখের হোক বা কষ্টের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন।
~নিজের প্রয়োজনে কাউকে প্রিয়জন নাম দেবেন না।
~অন্যের উপর কখনো নির্ভর হবেন না।
~নিজের সার্মথ্য অনুযায়ী চলবেন।
~কারো দেখে জিনিস কেনার স্বভাব ভালো না। এটা থাকলে অবশ্যই পরিত্যাগ করুন।
~কারো মেরে খাবেন না। পারলে সবাইকে দিয়ে খেতে শিখুন।
~দান করুন। কিন্তু দানের নামে নাম ভেঙ্গে খাবেন না।
~ভুল বোঝাবুঝি হলে দ্রুত সমাধান করার চেষ্টা করুন।
~পাশেরজনকে কখনো মূল্যহীন করবেন না।
~সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন।
~ব্যক্তিগতজীবন সব সময় সুন্দর রাখার চেষ্টা করবেন।
~পরিবার,পরিজনকে ভালোবাসুন।
~সম্পর্কে তিক্ততা আসার আগে দূরত্ব বজায় রাখুন।
~ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাবেন না। জীবনে যতো ঝড় আসুক।তার পাশে থাকার চেষ্টা করবেন।
~এবং কখনো উঁচু নিচু, সাদা কালো, ধনী গরিব এসবে ভেদাভেদ করবেন না।মানুষ এবং মানুষের মানসিকতার সাপেক্ষে মূল্যায়ন করুন।
Tag:উক্তি কথা, স্বার্থপরতা নিয়ে উক্তি, স্বার্থপর উক্তি, ব্যর্থতা নিয়ে উক্তি, বিষন্নতা নিয়ে উক্তি, কষ্টের কিছু উক্তি, বাস্তব কথা উক্তি,ভুল বোঝাবুঝি নিয়ে উক্তি