Agaricus/এগারিকাসকে ব্যাঙের ছাতা বলা হয় কেন | লাইকেনে শৈবালের কিভাবে উপকার হয় | লাইকেনে শৈবাল
Agaricus/এগারিকাসকে ব্যাঙের ছাতা বলা হয় কেন
উত্তর : Agaricus ভেজা মাটিতে মাঠে – ময়দানে বা গােবর , খড় ইত্যাদি পচনশীল জৈব পদার্থের উপর ভালাে জন্মে । এরা মৃতজীবী এবং এদের বায়বীয় অংশ খাড়া হয়ে উপরে বৃদ্ধি পায় । পরিণত অবস্থায় এটিকে অনেকটা ছাতার মতাে দেখায় তাই একে ব্যাঙের ছাতা বলা হয় ।
লাইকেনে শৈবালের কিভাবে উপকার হয়
উত্তর : শৈবাল ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে । ছত্রাকের শারীরবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট CO2 , ও পানি শৈবাল সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায় । ছত্রাকের দেহে অবস্থানের কারণে শৈবালের দৈহিক নিরাপত্তা সূচিত হয় ।
টাগ:Agaricus/এগারিকাসকে ব্যাঙের ছাতা বলা হয় কেন,,লাইকেনে শৈবালের কিভাবে উপকার হয়, লাইকেনে শৈবাল