মঙ্গল গ্রহ সম্পর্কিত তথ্য | মঙ্গল গ্রহের আয়তন ভর এবং ঘনত্ব সম্পর্কিত তথ্য
মঙ্গল গ্রহ সম্পর্কিত তথ্য
আসসালামুআলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মঙ্গল গ্রহ সম্পর্কে তথ্য যে তথ্যটি আপনাদের অবশ্যই ভালো লাগবে দয়া করে আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়বেন। এখান থেকে আশা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবেন।
মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহ। বাংলা সহ বিভিন্ন ভারতীয় ভাষায় এই গ্রহটি এক হিন্দু গ্রহদেবতার নামাঙ্কিত। ইংরেজি মার্স (“Mars”) নামটি এসেছে রোমান পুরাণের যুদ্ধদেবতা মার্সের নামানুসারে।মঙ্গল একটি শিলাময় গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল ঘনত্বহীন এবং পৃষ্ঠভাগের বৈশিষ্ট্যগুলির মধ্যে চাঁদের মতো অভিঘাত খাদ যেমন দেখা যায়, তেমনই পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্রও চোখে পড়ে।
মঙ্গল গ্রহের রহস্য
মঙ্গল গ্রহ ঃ
মঙ্গল গ্রহ সৌরজগৎ এর চতুর্থ গ্রহ! এবং আকারের দিক দিয়ে ২য় ক্ষুদ্রতম ।
এই গ্রহের নাম নিয়ে বিভ্রান্ত হবেন না। গ্রহ আপনার মঙ্গল বা অমঙ্গল এর সাথে জড়িত না। এর নামকরন হয়েছে হিন্দু ধর্মের দেবতার নামানুসারে। আর Mars নামটি নেওয়া হয়েছে গ্রিক দেবতার নামে!!
মঙ্গল গ্রহের উপরের অংশে আয়রন অক্সাইড বেশি থাকায় এটি দেখতে লাল দেখায়। লাল দেখানোর জন্য একে “লাল গ্রহ” বা Red Planet ও বলা হয়।
মঙ্গল গ্রহ আসলেই ভিন্ন রকম একটি গ্রহ। এর উপরিভাগে পৃথিবীর মত বিভিন্ন উপত্যকা ,মরুভূমি আছে ,
আছে মেরু অঞ্চল ।আবার চাঁদে যেমন আভিঘাত খাদ আছে তেমন অভিঘাত খাদ মঙ্গলেও আছে।
মঙ্গলে আমাদের পৃথিবীর মত বায়ুমণ্ডল আছে কিন্তু মঙ্গল এর বায়ুমণ্ডল ঘনত্বহীন।
মঙ্গল গ্রহের আয়তন ভর এবং ঘনত্ব সম্পর্কিত তথ্য
আয়তন== ১.৬৩১৮×১০১১ঘন কি.মি.[৫]
ভর == ৬.৪১৭১×১০২৩কেজি[৬
গড় ঘনত্ব ==৩.৯৩৩৫ গ্রাম/সেমি৩
মঙ্গল এর দিন রাত
আগে না জেনে থাকলে জেনে মজা পাবেন যে মঙ্গলের আমাদের মতই ঋতুচক্র আছে।
মঙ্গল গ্রহ আর পৃথিবীর আবর্তন কাল প্রায় একই তাই দিন রাতের হিসাবও আমাদের দুনিয়ার মতই।
এর ঋতুচক্র ও আমাদের মতই।
সৌরজগৎ এর সবচেয়ে বড় আগ্নেয়গিরি মঙ্গলে অবস্থিত, আবার সৌরজগৎ এর ২য় বড় পর্বত ও মঙ্গল গ্রহের অধিকারে!!
নাম ? অলিম্পাস মনস
Tag:মঙ্গল গ্রহ সম্পর্কিত তথ্য ,মঙ্গল গ্রহের আয়তন ভর এবং ঘনত্ব সম্পর্কিত তথ্য