ভালবাসা কাকে বলে | What is love?
ভালবাসা কাকে বলে
ভালোবাসা:- ভালোবাসা এমন একটা শব্দ যার নির্দিষ্ট কোন ব্যাখ্যা নেই। একাকজনের কাছে ভালোবাসার এক এক রকম অর্থ। কারো কাছে ভালোবাসা বন্ধুত্ব, কারো কাছে বিশ্বাস, আর কারো কাছে ভালোবাসা ছোট ছোট খুনসুটি। সত্যি বলতে ভালবাসা কাকে বলে এর সঠিক তথ্য কেউই দিতে পারেনা। একটা মানুষের উপর আরেকটা মানুষের একটা আলাদা আবেগ সৃষ্টি হওয়া, তার প্রতি স্নেহ সৃষ্টি হওয়া, তার প্রতি মায়া-টান সৃষ্টি হওয়া, তাকে ছেড়ে থাকতে না পারা এই সব অনুভূতিগুলো একসাথেই ভালোবাসা বলে।
What is love?
Love:- Love is a word that has no definite explanation. There is only one meaning of love for one person. To some, love is friendship, to some, trust, and to others, love is petty. To be honest, no one can give accurate information about what love is. To create a different emotion in a person, to create affection for him, to create a love for him, All these feelings of not being able to leave him together are called love.