মা নিয়ে উক্তি সুখ নিয়ে নারী নিয়ে মানব সেবা নিয়ে স্বপ্ন নিয়ে আবেগি উক্তি 2025
প্রিয় পাঠক বৃন্দ আপনাদের সবাইকে টাইম অফ বিডির পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন । আমিও আল্লার রহমতে অনেক ভাল আছি।আপনারা অনেকে বিভিন্ন উক্তি সম্পর্কে জানতে চেয়েছেন যে উক্তিগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন উক্তি গুলো নিয়েই আমরা আজকের পোস্টটি হাজির হয়েছি আশা করি পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে যে উক্তিগুলো এখানে আলোচনা করা হয়েছে তা হলো
মা নিয়ে উক্তি , সুখ নিয়ে উক্তি, নারী নিয়ে উক্তি, স্বপ্ন নিয়ে উক্তি, মানব সেবা নিয়ে উক্তি , আবেগি উক্তি
মা নিয়ে উক্তি
১.হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন তোমাদের জন্য মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জান্নাত।
২. আব্রাহাম লিংকন- যার মা আছে সে কখনই গরীব নয়।
৩. জর্জ ওয়াশিংটন- আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল।
৪. জোয়ান হেরিস- সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।
৫. এলেন ডে জেনেরিস- -আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।
৬. হুমায়ূন আহমেদ — মায়ের গায়ে একটা গন্ধ থাকে। ঘামে ভেজা হোক কিংবা কোন সুগন্ধীর হোক, সুনির্দিষ্ট একটা ঘ্রাণ। শুধু সন্তানরাই সে গন্ধ পায়।
৭. সোফিয়া লরেন– কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।
৮. মিশেল ওবামা–আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।
৯. নোরা এফ্রন–মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।
সুখ নিয়ে উক্তি
(১)দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ার –আল্লামা ইকবাল
(২)আমার অভিধানে “অসম্ভব” নামে কোন শব্দ নেই –নেপোলিয়ন বোনাপার্ট
(৩)নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে –নেপোলিওন হিল
(৪)সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা –ব্রায়ান ট্রেসি
(৫)’পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার। –কালীপ্রসন্ন ঘোষ
(৬)একবার না পারিলে দেখ শতবার –প্রবাদ
(৭)এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না –চার্লি চ্যাপলিন
(৮)স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। –এ পি জে আব্দুল কালাম
(৯)সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরনীর বুকে চিহ্ন রেখে যাব –সংগৃহীত
(১০)দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে। কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয়, হাজার ব্যর্থতার চেয়ে। –সুজন মজুমদার
নারী নিয়ে উক্তি
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর |
আপনি বিশ্বাস করুন আর নাই করুন, নারী দিবস অবশ্যই একটি পালন করার মতো দিন। গর্ববোধ করুন যে আপনি একজন নারী। আত্মবিস্বাসে ভরপুর থাকুন আর পাঠিয়ে দিন নারীর সম্মান নিয়ে উক্তি হিসেবে এই সুন্দর সুন্দর বার্তা গুলি (নারী দিবসের শুভেচ্ছা)।
১| প্রত্যেকদিনই নারী দিবস, শুধু আজকের দিনটা স্পেশ্যাল (Women’s Day Messages In Bengali)।
২| নিজেকে সব সময় স্পেশ্যাল ভাববে, জানবে তুমি সবার চেয়ে এগিয়ে আছ।
৩| নারী হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা ছাড়া কোনও কিছু সম্ভব নয়। তাই তাঁকে জানাই নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।
৪| মেয়েরা সব সময়ই কোমল হৃদয় হয়। তাঁরা ভালবাসার মানুষকে সব সময় মনের গভীরে স্থান দেয়।
৫| একজন আদর্শ নারী হয়ে ওঠো (আন্তর্জাতিক নারী দিবস)। হয়ে ওঠো সবার অনুপ্রেরণা। আজকের দিনে এটাই চাই।
৬| তুমি আমার ক্ষমতার উৎস, তুমি আমার ভালবাসার অনন্ত নদী। আন্তর্জাতিক নারী দিবস এর অনেক শুভেচ্ছা রইল।
৭| এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি।
৮| এই বিশ্বে যা যা সেরা জিনিস আছে, সব যেন তুমি পাও। এই কামনাই করি।
৯| সব সময় আনন্দে থাক, কখনও কোনও অবস্থাতেই ভেঙে পড়ো না।
১০| তুমি আগুন দিয়ে তৈরি অগ্নিকন্যা। রক্ষা করো সবাইকে, ভালবাসায় ঘিরে রাখ।
১১| তোমার এতটাই ক্ষমতা আছে যে একবার হাসলেই এই পৃথিবী সুন্দর হয়ে যায়।
১২| নিজেকে এতটাই যোগ্য করে তোলো যে তোমাকে ভিড় অনুসরণ করতে না হয়, উল্টে ভিড় তোমায় অনুসরণ করুক
স্বপ্ন নিয়ে উক্তি
(১) স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে।
(২) ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন তা-ই যা তোমাকে ঘুমোতে দেয় না।
(৩) একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন- একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক।
(৪) সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।
(৫) বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।
(৬) আমি সুদর্শন নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য হৃদয়ে, মুখে নয়।
(৭) কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয়।
মানব সেবা নিয়ে উক্তি
কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়।
কিছু ক্ষনজন্মা ব্যক্তি পৃথিবীতে আসে শুধু দ্যুতি ছড়াতে। তাঁদের কীর্তি ছড়িয়ে যায় পুরোবিশ্বে। মৃত্যু ও তাঁদের কখনো বিচ্ছিন্ন করতে পারে না দুনিয়া থেকে,আমাদের মন থেকে। বিশেষ করে যাঁরা মানবতার সেবায় কাজ করে গেছেন আমৃত্যু। তাঁদের শারীরিক মৃত্যু হলে ও বেঁচে থাকেন আজীবন।তাঁদের উক্তি, কীর্তিকর্ম সব বেঁচে থাকে আমাদের মধ্যে। মানবতার সেবায় যাঁর নাম সবার আগে আসবে তিনি মহীয়সী মাদার তেরেসা।তাঁর বিখ্যাত সব উক্তি আমাদের চলার পাথেয় হয়ে থাকবে সারাজীবন…
১। আমাদের মধ্যে সবাই সব বড় কাজ গুলো করতে পারবে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজ গুলো করতে পারি আমাদের অনেক বেশী ভালবাসা দিয়ে।
২। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না
৩। একটি হাসি দিয়ে শান্তি শুরু হয়।
৪। আমরা ভবিষ্যত নিয়ে আশংকা করি কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি।
৫। নিখুত ভালোবাসা পরিমাপ করা যায় না,এটি শুধু দেয়।
৬। ভালবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনী কখনো শেষ হয় না।
৭। সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতম হল কেউ কারো নয়।
৮। আনন্দ ভালোবাসার একটি জাল যা দ্বারা আপনি আত্মার বন্ধন গড়তে পারেন।
৯। তুমি যখন কারো সঙ্গে দেখা করো তখন হাসিমুখ নিয়েই তার সামনে যাও। কেননা হাস্যোজ্জ্বল মুখ হলো ভালোবাসার শুরু।
১০। আনন্দই প্রার্থনা, আনন্দই শক্তি, আনন্দই ভালোবাসা।১১। আপনি যদি ১০০ জন লোককে খাওয়াতে না পারেন, তাহলে মাত্র একজনকে খেতে দিন।
১২। ভালো কাজগুলো পরষ্পর সংযুক্ত যা প্রেমের শৃঙ্খলা গঠন করে।
১৩। আসুন সবসময় হাসিমুখ নিয়ে একে অপরের সাথে দেখা করি, কারণ হাসি থেকেই প্রেমের শুরু।
১৪। ছোট বিষয়ে বিশ্বস্ত হও,কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে।
১৫। কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ।
১৬। হৃদয়কে স্পর্শ করতে চায় নীরবতা। কলরবের আড়ালে নীরবেই পৌছাতে হয় আর্তের কাছে।
১৭। আমি ঈশ্বরের হাতের একটি ছোট পেন্সিল যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিকছেন।
১৮। ছোট বিষয়ে বিশ্বস্ত হও কারন এর উপরেই তোমার শক্তি নির্ভর করে।
১৯। আমি ঈশ্বরের হাতের একটি ছোট পেন্সিল যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিকছেন।
২০। আসুন, আমরা সবাই মিলে প্রার্থনা করি। প্রভু, আমাদের যোগ্য করো, যেন আমরা সারা পৃথিবীতে যেসব মানুষ দারিদ্র্যের মধ্যে ক্ষুধার মধ্যে জীবন যাপন করেন, মৃত্যুমুখে পতিত হন, তাদের সেবা করতে পারি।
আবেগি উক্তি
মিথ্যা প্রেমের জালে আবার আমায় জড়িয়ে, বলােনা কী সুখ পেলে জেদটুকু মিটিয়ে?
এমন নয় যে তাের কথা মনে পরেনা, কিন্তু তােকে আর সে কথা বলিনা। আমার কাছে তুই’ই আমার জীবন, তবু তােকে আর এ মন বােঝায় না
পারলে আমার সবকিছু ফেরােত দিয়ে দাও, তােমার দেওয়া কষ্ট’গুলাে তুমি নিয়ে যাও; পারছিনা আর সইতে ব্যাথা সকাল থেকে রাতে যুদ্ধ করে ক্লান্ত আমি তােমার স্মৃতির সাথে।
মনে পড়ে তােমাকে, যখন থাকি নিরবে, ভাবি শুধু তােমাকে সব সময় অনুভবে, স্বপ্নে তােমায় চেয়ে দেখি প্রতি নিমেষে, আপন ভাবি তােমাকে, নিশ্বাসে ও বিশ্বাসে। বন্ধু তুই ভাবিস না আমি স্বার্থপর।
Tag:মা নিয়ে উক্তি , সুখ নিয়ে উক্তি, নারী নিয়ে উক্তি, স্বপ্ন নিয়ে উক্তি, মানব সেবা নিয়ে উক্তি , আবেগি উক্তি