স্পাইকলেট বলতে কী বুঝ
স্পাইকলেট বলতে কী/কি বুঝ
স্পাইকলেট বলতে কী বুঝ উত্তর : এক প্রকার বিশেষ সজ্জারীতি সম্পন্ন পুস্পমঞ্জরী হলে স্পাইকলেট । এক্ষেত্রে পুষ্পের সংখ্যা এক বা একাধিক থাকে মঞ্জরীদণ্ডের নিচের দিকে কয়েকটা বিশেষ ধরনের মঞ্জরিপত্র থাকে এদের গুম বলে । ধান , গম , ভুট্টা ইত্যাদিতে , স্পাইকলেট হয়ে থাকে ।
স্পাইকলেট বলতে কী বুঝ কোরালয়েড মূল বলতে কী/কি বুঝ স্পাইকলেট কি / কোরালয়েড মূল বলতে কী/কি বুঝ
উত্তর : ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখা বিশিষ্ট মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় । মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে নীলাভ – সবুজ শৈবাল যেমন– Nostoc , Anabaena দ্বারা আক্রান্ত হয় । ফলে আক্রান্ত মূলগুলাে স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে । বিকৃত আকৃতির এ ধরনের মূলকে কোরালয়েড মূল বলে ।
টাগ:স্পাইকলেট বলতে কী/কি বুঝ,স্পাইকলেট কি, কোরালয়েড মূল বলতে কী/কি বুঝ