Skip to content Skip to sidebar Skip to footer

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ | surah falaq bangla


    sura falak bangla | surah falaq bangla

    sura falak bangla, surah falaq bangla, সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ, সুরা ফালাক বাংলা উচ্চারণ, কুল আউযুবি রাব্বিল ফালাক


    sura falak bangla, surah falaq bangla, সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ, সুরা ফালাক বাংলা উচ্চারণ, কুল আউযুবি রাব্বিল ফালাক লিখে যারা আমাদের টাইম অফ বিডি তে আসছেন, আপনাদের জানাই আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয়  ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা ফালাক বাংলা অর্থসহ, সূরা আল ফালাক বাংলা উচ্চারণ, সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ, সূরা ফালাক বাংলা উচ্চারণ, সূরা ফালাক বাংলা লেখা, সূরা ফালাক বাংলা অনুবাদ, সূরা ফালাক এর বাংলা অর্থ।
    sura falak bangla, surah falaq bangla, সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ, সুরা ফালাক বাংলা উচ্চারণ, কুল আউযুবি রাব্বিল ফালাক

    সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ

    قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ (1
    ১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক
    ১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার।

     مِنْ شَرِّ مَا خَلَقَۙ (2
    ২) মিন শাররি মা-খালাক।
    ২) তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে।

    وَ مِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ (3
    ৩) ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।
    ৩) অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়।

    وَ مِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِۙ (4 
    ৪) ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।
    ৪) গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে।

    وَ مِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ۠(5
    ৫) ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।
    ৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

    সুরা ফালাক বাংলা উচ্চারণ

    আয়াত সংখ্যা আয়াতের উচ্চারণ
    01 কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক
    02 মিন শাররি মা-খালাক।
    03 ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।
    04 ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।
    05 ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

    সূরা ফালাক বাংলা অনুবাদ

    আয়াত সংখ্যা আয়াতের অর্থ
    01 বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার
    02 তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে
    03 অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়
    04 গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
    05 এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

    সূরা ফালাক এর বাংলা অর্থ 

    সূরা ফালাক এর বাংলা অর্থ “নিশিভোর”

    Tag: সূরা ফালাক বাংলা অর্থসহ, সূরা আল ফালাক বাংলা উচ্চারণ, সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ, সূরা ফালাক বাংলা উচ্চারণ, সূরা ফালাক বাংলা লেখা, সূরা ফালাক বাংলা অনুবাদ, সূরা ফালাক এর বাংলা অর্থ।

    Leave a comment