সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন | কোরালয়েড মূল বলা হয় কাকে
সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন
উত্তর : Cycas এর প্রধান মূল ক্ষণস্থায়ী । প্রধানমূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয় । এসব অস্থানিক মূল । খাড়াভাবে বর্ধিত ছােট ছােট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে । মাটির উপরিতলে মূলগুলাে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষে স্ফীত হয় । এসময় Nostoc , Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে । যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে । আকৃতিগত কারণে Cycas এর এ মূলকে কোরালয়েড মূল বলে ।
টাগ: সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন, কোরালয়েড মূল বলা হয় কাকে