Skip to content Skip to sidebar Skip to footer

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ প্রতি বছর ৮ বছর থেকে ১৮ বছরের লোকদের নিয়ে অনুষ্ঠিত হয়। যেখানে থাকে শেখ রাসেল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং চুড়ান্ত বিজয়ীদের জন্য থাকে আকর্ষনীয় পুরষ্কার। 

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ যারা অংশগ্রহণ করতে পারবে

গ্রুপ ক: ৮ বছর থেকে ১২ বছর পর্যন্ত
গ্রুপ খ: ১৩ বছর থেকে ১৮ বছর পর্যন্ত

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ নিবন্ধন

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ শুরুর বা নিবন্ধন করার এখনো তারিখ প্রকাশ হয়নি। তারিখ প্রকাশ হলে আমরা এখানে শেয়ার করে জানিয়ে দেবো। আপনারা অনলাইনে  (quiz.sheikhrussel.gov.bd) এই লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনলাইন প্রতিযোগিতা

গ্রুপ ক:: ৮ বছর থেকে ১২ বছর পর্যন্ত
৩০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা থেকে সন্ধ্যা ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট হবে প্রতিযোগীতার সময়।
গ্রুপ খ:: ১৩ বছর থেকে ১৮ বছর পর্যন্ত
০১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭টা থেকে সন্ধ্যা ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট হবে প্রতিযোগীতার সময়।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার

গ্রুপ কঃ ৮ বছর থেকে ১২ বছর পর্যন্ত

কোর আই ৭, ১১ জেনারেশন এর ৫টি ল্যাপটপ

গ্রুপ খ::১৩ বছর থেকে ১৮ বছর পর্যন্ত

কোর আই ৭, ১১ জেনারেশন এর ৫টি ল্যাপটপ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ নিয়মাবলি:

  1. শেখ রাসেল কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ বছর থেকে ১৮ বছর পর্যন্ত বয়সীদের জন্য উন্মুক্ত।
  2. একজন প্রতিযোগী শুধুমাত্র একবা্র অংশগ্রহণ করতে পারবেন।
  3. এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  4. সকল প্রশ্নের মান সমান হবে। 
  5. ভুল উত্তর হলেও জন্য কোনো নম্বর কাটা হবেনা ।
  6. শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ এ সকল প্রশ্নের উত্তরের জন্য ৪ টি করে বিকল্প উত্তর থেকে  একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  7. যারা কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তর দেবেন তাদের থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  8. চূড়ান্ত বিজয়ী যারা হবেন তাদের ক্ষেত্রে বয়স যাচাই করার পর পুরস্কার প্রদান করা হবে।
  9. যারা ভুল বা মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করবেন তা্দেরকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ কুইজের বিষয়

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৫ কুইজের বিষয় হবে নিম্নরুপ, 

  1. শেখ রাসেলের জন্ম
  2. শেখ রাসেলের দুরন্ত শৈশব
  3. শেখ রাসেলের শিক্ষা জীবন
  4. শেখ রাসেলের স্বপ্ন
  5. শেখ রাসেলের ভ্রমণ
  6. শেখ রাসেলের পছন্দ
  7. শেখ রাসেলের খেলাধুলা
  8. শেখ রাসেলের উপর রচিত গ্রন্থ
  9. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

Leave a comment