লাইকেন মিথােজীবিতার প্রকৃষ্ট উদাহরণ | লাইকেনের মিথােজীবিতা
লাইকেন মিথােজীবিতার প্রকৃষ্ট উদাহরণ
উত্তর : লাইকেন মিথােজীবিতার প্রকৃষ্ট উদাহরণ- নিচে ব্যাখ্যা করা হলাে একটি শৈবাল ও একটি ছত্রাকের সংমিশ্রণে গঠিত মিথােজীবী জীবদেহকে লাইকেন বলা হয় । লাইকেন একটি দ্বৈতদেহ , একের মধ্যে দুই , যার একটি শৈবাল অন্যটি ছত্রাক । এ ধরনের সহাবস্থানের ফলে ছত্রাকটি জলীয় বাষ্প , কার্বন ডাইঅক্সাইড ও বিভিন্ন ধরনের খনিজ সরবরাহ করার মাধ্যমে শৈবালটির নিশ্চিত ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে । বিনিময়ে শৈবালটি সালােকসংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য প্রস্তুত করে তাতে উভয়ের অংশীদারিত্ব বজায় থাকে । এজন্য লাইকেনকে মিথােজীবী বলা হয় ।
টাগ:লাইকেন মিথােজীবিতার প্রকৃষ্ট উদাহরণ, লাইকেনের মিথােজীবিতা