র্যাফাইড কী/রাফাইড বলতে কি বুজ | নিউক্লিওটাইড কি/কী/ Best Ans -2025
র্যাফাইড কী/রাফাইড বলতে কি বুজ
উত্তর : প্রােটোপ্লাজমের বিপাক ক্রিয়ায় উপজাত হিসেবে বিভিন্ন বর্জ্য পদার্থ সৃষ্টি হয় । যেমন- গাম , রেজিন , তরুক্ষীর , ট্যানিন , উদ্বায়ী তেল , জৈব এসিড এবং খনিজ ক্রিস্টাল প্রভৃতি । ক্যালসিয়াম অক্সালেট হলাে প্রধান খনিজ ক্রিস্টাল , এরা সূচের মতাে আকারে থাকলে এদের র্যাফাইড বলা হয় ।
কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন
উত্তর : কোষের মধ্যেই জীবদেহের সকল বিপাকীয় কর্মকাণ্ড চলমান । কোষের মধ্যে জীবের ধর্মগুলাের প্রতিফলন দেখা যায় । সজীবভেদ্য পর্দা দ্বারা আবৃত কোষের মধ্যেই প্রতিনিয়ত ঘটে চলে জীবনের প্রয়ােজনীয় জৈব রাসায়নিক বিক্রিয়াগুলাে । এ কারণেই কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয়।
নিউক্লিওটাইড কি/কী/নিউক্লিওটাইড বলতে কী বুঝ
উত্তর : এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে । অন্যভাবে বলা যায় নিউক্লিওসাইডের ফসফেট এস্টার হলাে নিউক্লিওটাইড । এটি নিউক্লিক এসিডের গাঠনিক একক । সাধারণত এক অণু পেন্টোজ সুগার , এক অণু নাইট্রোজেন ক্ষারক ও এক অণু অজৈব ফসফেটের সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত । এক্ষেত্রে নিউক্লিওসাইডের ৩ নং অথবা ৫ নং কার্বনের সাথে ফসফেট গ্রুপটি যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে ।
টাগঃ র্যাফাইড কী/রাফাইড বলতে কি বুজ,কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন, নিউক্লিওটাইড কি/কী/নিউক্লিওটাইড বলতে কী বুঝ