ম্যালেরিয়ার জীবনচক্রে জনুক্রমের ব্যাখ্যা | অনুক্রমের ব্যাখা
ম্যালেরিয়ার জীবনচক্রে জনুক্রমের ব্যাখ্যা
হ্যাপ্লয়েড জনু ( n ) : স্পােরােজোয়েট দশা মশকীর লালা গ্রন্থিতে বিদ্যমান । স্পােরােজোয়েট ( n ) দংশন কালে মানুষের দেহে প্রবেশ করে । হেপাটিক জাইজোগনি : স্পােরােজোয়েটগুলাে যকৃতের কোষে প্রথমে ক্রিপ্টোজোয়েট , পরে , সাইজন্ট এবং শেষে ক্রিপ্টোমেরােজোয়েটে পরিণত হয় । এরপর যকৃত কোষ ভেঙে পুনরায় নতুন যকৃত কোষে আক্রমণ করে ও শেষে মেটাকিপ্টোমেরােজোয়েট – এ পরিণত হয় । এরিথ্রোসাইটিক সাইজোগনি : মেটাক্রিপ্টোমেরােজোয়েটগুলাে লােহিত কণিকাকে আক্রমণ করে এবং সেখানে মাইক্রোগ্যামিটোসাইট ( n ) এবং ম্যাক্রোগ্যামিটোসাইট ( n ) গঠন করে । ডিপ্লয়েড জনু ( 2n ) : জাইগােট : রােগাক্রান্ত ব্যক্তি থেকে রক্ত শােষণ কালে দু’প্রকার গ্যামিটোসাইট মশকীর পরিপাক নালিতে চলে যায় এবং সেখানে শুক্রাণু ( n ) ও ডিম্বাণু ( n ) গঠন করে । যারা মিলিত হয়ে জাইগােট ( 2n ) গঠন করে । উকিনেট : জাইগােট লম্বাটে হয়ে উকিনেট ( 2n ) গঠন করে । যা প্রাচীরে আবদ্ধ হয়ে গােলাকার উসিস্টে ( 2n ) পরিণত হয় । এরপর উসিস্ট প্রথমে মায়ােসিস এবং পরে মাইটোসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পােরােজোয়েট ( n ) গঠন করে । এভাবে Plasmodium জীবাণুর জীবনচক্র ও জনুক্রম সম্পন্ন হয় ।
Tag:ম্যালেরিয়ার জীবনচক্রে জনুক্রমের ব্যাখ্যা, অনুক্রমের ব্যাখা