Skip to content Skip to sidebar Skip to footer

মিয়ােসিস কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে | জীবদেহের বৈচিত্র্য আনয়নে মায়োসিসের ভূমিকা | মিয়োসিস কিভাবে জীবের বৈচিত্র অক্ষুণ্ণ রাখে

 

মিয়ােসিস কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে | জীবদেহের বৈচিত্র্য আনয়নে মায়োসিসের ভূমিকা | মিয়োসিস কিভাবে জীবের বৈচিত্র অক্ষুণ্ণ রাখে

মিয়ােসিস কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 

জীবদেহের বৈচিত্র্য তথা জীববৈচিত্র্য বলতে বুঝায় একটি জীবের বৈশিষ্ট্যগত ও চরিত্রগত পার্থক্য । জীববৈচিত্র্য হতে পারে জিনগত বৈচিত্র্য , প্রজাতিগত বৈচিত্র্য ও পরিবেশীয় বৈচিত্র্য । একই প্রজাতির দুটি উদ্ভিদ বা প্রাণীর মধ্যে পার্থক্যও জীববৈচিত্র্যের অন্তর্গত । যৌন প্রজননক্ষম দুটি জীব কখনও হুবহু একরকম হয় না । মিয়ােসিস প্রক্রিয়ায় জননকোষ সৃষ্টিকালে ক্রসিংওভারের কারণে মাতাপিতার ক্রোমােসােমের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটে , ফলে জীবের মধ্যে আসে বৈচিত্র্য । কারণ ক্রসিংওভারের ফলে ক্রোমােসােমের খণ্ডাংশের বিনিময় ঘটে । ফলে ক্রোমােসােমে নতুন জিন সংযােজন হয় । আর জিনের সংযােজন ও অবস্থানের কারণে প্রত্যেক অপত্য জীবের বংশপরম্পরায় – ভিন্নতা আসে । ফলে নতুন প্রজন্মে বৈচিত্র্যতা আসে । অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রজন্ম থেকে প্রজন্মে জীবদেহে সৃষ্ট বৈচিত্র্যতার মূল কারণ হচ্ছে ক্রসিংওভার যা মিয়ােসিস কোষ বিভাজনে সংঘটিত হয় । অতএব বলা যায় যে , জীবদেহের বৈচিত্র্য আনয়নে মিয়ােসিস কোষ বিভাজনের ভূমিকা অপরিসীম ।

টাগ:মিয়ােসিস কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, জীবদেহের বৈচিত্র্য আনয়নে মায়োসিসের ভূমিকা, মিয়োসিস কিভাবে জীবের বৈচিত্র অক্ষুণ্ণ রাখে

Leave a comment