মিথুন রাশির বৈশিষ্ট্য
মিথুন রাশির বৈশিষ্ট্য
আসলামুআলাইকুম। প্রাণ প্রিয় পাঠক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছে। আজ আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম মিথুন রাশির বৈশিষ্ট্য।
মিথুন রাশির জাতক লম্বা চেহারা, উঁচু এবং চওড়া কাধ, হৃষ্টপুষ্ট দেহ, গৌর রক্তিম দেহবর্ণ। এদের রোগ জীবনে খুব কম হয়। রোগ হলেও ধৈর্য হারা হয় না। তবে এরা অল্পেই ধৈর্য হারিয়ে অল্প রোগকে বেশী বাড়িয়ে দেখায়, যেন তাকে কঠিন রোগে আক্রমণ করেছে। এদের আত্মবিশ্বাস প্রচুর। যে কাজ এরা স্থির সিদ্ধান্ত করে নেয়, সে কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। এদের জীবনে একটার পর একটা সমস্যা থাকে। সেজন্য এদের সারা জীবন সংঘর্ষে লড়তে হয়। শিক্ষায় এরা নিজের লক্ষ্যে পৌছাতে পারলেও, শিক্ষার পথে বার বার বিঘ্ন আসে, সেজন্য শিক্ষার দিক থেকে একটা অব্যবস্থিত অবস্থা দেখা যায়। স্বভাবে এরা বেশ রসিক হয়। সব সময় এদের মনে প্রেমের নেশা জেগে থাকে। প্রেমের ক্ষেত্রে এরা সাফল্য লাভ করতে না পারলেও, তাদের মনে সর্বদা প্রেম জাগরূক থাকে। বিপরীত লিঙ্গের প্রতি এদের আকর্ষণ খুব বেশী থাকে। এরা সাজ-সজ্জা করে থাকতে ভালবাসে। সঙ্গীতে এদের খুব রুচি থাকে।
অশুভ তিথি—প্রতিমাসের ১লা, ৭ই, ১২ই।।
অশুভ বার—সোমবার।
আরো দেখুন:মীন রাশির জাতক জাতিকার বৈশিষ্ট্য
অশুভ মাস—আষাঢ়।।
অশুভ প্রহর—তৃতীয় প্রহর।
অশুভ— চন্দ্র ষষ্ঠে। স্ত্রী জাতিকার পক্ষে সপ্তমে।
শুভ তারিখ—প্রতি মাসের ৫, ১৪, ২৩।
শুভ তিথি—পঞ্চমী এবং চতুর্দশী (যে কোনও পক্ষের) ।
শুভ বার—বুধবার।
আরো দেখুন:কুম্ভ রাশির জাতক জাতিকার বৈশিষ্ট্য
শুভ প্রহর—প্রথম প্রহর।
লাভ—উত্তর দিকে।।
মিত্র—তুলা এবং কুম্ভ রাশি।
Tag: মিথুন রাশির বৈশিষ্ট্য