মাইসেলিয়াম বলতে কী/কি বুঝ | মাইসেলিয়াম
মাইসেলিয়াম বলতে কী/কি বুঝ
উত্তর : অধিকাংশ ছত্রাকের দেহ সূত্রাকার থ্যালাস দ্বারা গঠিত থ্যালাসটি শাখান্বিত অথবা অশাখ হতে পারে । এ ধরনের থ্যালাসের সমগ্র দেহটিকে মাইসেলিয়াম বলা হয় । মাইসেলিয়ামের এক একটি শাখাকে হাইফা বা অনুসূত্র বলে । সূত্রাকার মাইসেলিয়াম নিয়ে গঠিত ছত্রাকের হাইফি যখন বহু নিউক্লিয়াসবিশিষ্ট হয় এবং নিউক্লিয়াসের মাঝে কোন প্রস্থপ্রাচীর থাকে না তখন মাইসেলিয়ামকে সিনােসাইটিক মাইসেলিয়াম বা অ্যাসেপটেট মাইসেলিয়াম বলে । যেমন- Mucor , | soprolegnia । অন্যদিকে প্রস্থপ্রাচীরযুক্ত মাইসেলিয়ামকে সেপ্টেট মাইসেলিয়াম বলে । যেমন- Penicillium , Agaricus ইত্যাদি ।
টাগ: মাইসেলিয়াম বলতে কী/কি বুঝ,মাইসেলিয়াম