মকর রাশির বিবাহিত জীবন | Makar Rashi Bibahito Jibon (Married Life)
মকর রাশির বিবাহিত জীবন
মকর রাশির জাতক-জাতিকারা অধিকতর রহস্যময় হয়। কারণ তারা রহস্যময় প্রবৃত্তিতে যুক্ত থাকে। মনে রাখতে হবে, এরা ইচ্ছাকৃতভাবে এই স্বভাবের হয় না। এদের প্রকৃতিটাই এই রকম হয়। এরা যে কথা বলে, ধীরে ধীরে বলে। এরা কাজকর্মের যোজনা করতে নিপুণ হয়। লম্বা লম্বা যোজনা বানানই এদের স্বভাব। কাজের চেয়ে কাজের পরিকল্পনাই এদের কাছে প্রধান। এরা যে সব পরিকল্পনা করে কাজে তা খুবই কম লাগে। এই রাশির জাতক লম্বা দোহারা চেহারা, গৌর বর্ণ, শক্ত মাথার চুল বিশিষ্ট হয়। এদের নাক চ্যাপটা, মাথা বড়, টানা চোখ যুক্ত হয়। এরা বেশ স্ফুর্তিবাজ হয় এবং আপন প্রভুর আজ্ঞাধীন হয়।
Makar Rashi Bibahito Jibon (Married Life)
মকর রাশির বিবাহিত জীবন সম্পর্কে আরো কিছু তথ্য :
অশুভ তিথি—চতুর্থী, নবমী, চতুর্দশী।
অশুভ মাস-বৈশাখ মাস। অশুভ বার—মঙ্গলবার। অশুভ প্রহর—চতুর্থ প্রহর।।
অশুভ চন্দ্র-জাতকের পক্ষে-অষ্টমে। জাতিকার পক্ষে-একাদশে।
শুভ তারিখ—প্রতি মাসের ৮, ১৭, ২৬।
শুভ তিথি—শুক্ল ও কৃষ্ণপক্ষের চতুর্থী, অষ্টমী, একাদশী, দ্বাদশী।
শুভ বার-শনিবার।
শুভ প্রহর—চতুর্থ প্রহর।
শুভ রাশি- বৃষ, কন্যা।
Tag:মকর রাশির বিবাহিত জীবন , Makar Rashi Bibahito Jibon (Married Life)