ব্যাকটেরিওফায কি/কী | ব্যাকটেরিওফায বলতে কি বুঝ | ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন
ব্যাকটেরিওফায কি/কী
যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়ার দেহাভ্যন্তরে সংখ্যাবৃদ্ধির মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেগুলােই হলাে ব্যাকটেরিওফায ।
ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন
ব্যাকটেরিয়া মনেরা কিংডমের অন্তর্ভুক্ত একটি এককোষী আণুবীক্ষণিক অণুজীব । এই অণুজীবের দেহে সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস নেই । আমরা জানি , যেসব জীবকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে আদিকোষী জীব বলে । যেহেতু ব্যাকটেরিয়াতে সুগঠিত নিউক্লিয়াস নেই তাছাড়া সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান থাকে না একারণে । ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় ।
Tag:ব্যাকটেরিওফায কি/কী, ব্যাকটেরিওফায বলতে কি বুঝ, ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন