Skip to content Skip to sidebar Skip to footer

বুনো মাশরুম খাওয়া উচিত নয় কেন | বুনো মাশরুম কি খাওয়া যাবে | দাদকে ছোঁয়াচে/ছোয়াচে রােগ বলা হয় কেন

 

বুনো মাশরুম খাওয়া উচিত নয় কেন | বুনো মাশরুম কি খাওয়া যাবে | দাদকে ছোঁয়াচে/ছোয়াচে রােগ বলা হয় কেন

বুনো মাশরুম খাওয়া উচিত নয় কেন 

উত্তর : চাষকৃত মাশরুম ব্যতীত সকল মাশরুমই বুনাে মাশরুম হিসেবে গণ্য করা হয় । বুনাে মাশরুমের কতিপয় মাশরুম মানুষ ও প্রাণীর জন্য বিষাক্ত । এসব মাশরুম খাদ্য হিসেবে গ্রহণ করলে বমি , উদরাময় প্রভৃতি লক্ষণ দেখা যায় এবং এতে মানুষের ও প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে । এজন্য বুনাে মাশরুম খাওয়া উচিত নয় । 

দাদকে ছোঁয়াচে/ছোয়াচে রােগ বলা হয় কেন 

উত্তর : দাদ এক ধরনের চর্মরােগ যা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত চিরনি , আধােয়া কাপড় বা অন্য কোনাে জিনিসপত্রের মাধ্যমে এমনকি সংক্রমিত ত্বকের সংস্পর্শে এ রােগ বিস্তার লাভ করে । আক্রান্ত প্রাণী , যেমন- কুকুর বা বিড়ালের মাধ্যমেও এ রােগ ছড়াতে পারে । এজন্য দাদকে ছোঁয়াচে রােগ বলা হয় ।

টাগ:বুনো মাশরুম খাওয়া উচিত নয় কেন,বুনো মাশরুম কি খাওয়া যাবে, দাদকে ছোঁয়াচে/ছোয়াচে রােগ বলা হয় কেন

Leave a comment