বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উইলিয়াম শেক্সপিয়ার আব্রাহাম লিংকনের বিখ্যাত উক্তি 2025
প্রিয় পাঠক বৃন্দ আপনাদের সবাইকে টাইম অফ বিডির পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন । আমিও আল্লার রহমতে অনেক ভাল আছি।আপনারা অনেকে বিভিন্ন উক্তি সম্পর্কে জানতে চেয়েছেন যে উক্তিগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন উক্তি গুলো নিয়েই আমরা আজকের পোস্টটি হাজির করেছি আশা করি পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে যে উক্তিগুলো এখানে আলোচনা করা হয়েছে তা হলো বিজ্ঞানীদের উক্তি , আব্রাহাম লিংকনের উক্তি, উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি, রুমির উক্তি , আলবার্ট আইনস্টাইনের উক্তি , আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত দশটি উক্তি
বিজ্ঞানীদের উক্তি
প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বিজ্ঞানীদের বিভিন্ন উক্তি নিয়ে জানতে চেয়েছেন আর তাই আজকে আমরা বিজ্ঞানীদের বেশ কিছু উক্তি নিয়ে আমাদের পোস্টে তৈরি করেছে আশা করি আপনাদের উপকারে আসবে
১) শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি —এরিস্টটল।
২) শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল । —টিপু সুলতান
৩) সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে। —ডেমিক্রিটাস
৪) সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর। —ভলতেয়ার
৫) সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। —জুভেনাল
৬) সবচে’ জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা । —জে এবট
৭) সময় চলে যায়না, আমরাই চলে যাই । —অস্টিন ডবসন
৮) সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় — বেকেন বাওয়ার
৯) সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই —রবীন্দ্রনাথ ঠাকুর
১০) সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু । জর্জ হার্বাট
আব্রাহাম লিংকনের উক্তি
আব্রাহাম লিংকনের বেশ কিছু উক্তি নিচে তুলে ধরা হলো আশা করছি এগুলো আপনাদের উপকারে আসবে
“ মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি । ”আব্রাহাম লিংকন
আব্রাহাম লিংকন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি।
লিংকন এর বাবা ছিলেন একজন ছুতোর মিস্ত্রি। আব্রাহাম লিংকনের বাল্যকাল ছিল খুবই দরিদ্রের। বাল্যকাল তিনি মা বাবার সাথে জঙ্গলে ঘর বেঁধে কাটিয়েছেন। ছয় বছর বয়সে তিনি তাঁর মাকে হারান। উল্লেখ্য যে, তাঁর মা চিকিৎসার অভাবে মারা যায়। তাঁর মায়ের মৃত্যুর এক বছর পর তাঁর বাবা এক বিধবা নারীকে বিয়ে করেন। আব্রাহাম লিংকন তাঁর সৎমায়ের দ্বারা শিক্ষাগ্রহণে অনুপ্রাণিত হন। কিন্তু খুবই অবাক করা বিষয় হলো যে, তাঁর শিক্ষাগ্রহণের সময়কাল ১ বছরের বেশি নয়।
আব্রাহাম লিংকন ছিলেন খুবই সাহসী ও কর্মঠ। সত্যবাদীতা, সততা, সহযোগীতা মূলক মনোভাব, মধুর আচরণ ছিল তার নিত্যসঙ্গী।
লিংকন, দাস প্রথার চরম বিরোধী ছিলেন। ১৮৬১ সালের মার্চে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন এবং দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন।।
১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং মুক্তি ঘোষণা (Emancipation Proclamation) এর মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। ১৮৬৫ খ্রীস্টাব্দের ১৫ এপ্রিল জন উইল্ক্স বুথ নামক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
লিংকন সর্বসাকুল্যে মাত্র ১৮ মাস প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন । লিংকন একজন স্বশিক্ষিত ব্যক্তি ছিলেন । বই পড়ার জন্য তিনি মাইলের পর মাইল পথ হেটে বই সংগ্রহ করেছেন ।
একটি বাক্যে গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন লিংকন। তার ভাষ্যমতে, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার
আব্রাহাম লিংকন তাঁর জীবনের অধিকাংশ সময় মানবতার কল্যাণে ব্যয় করেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দাসপ্রথা বিলুপ্ত করতে গিয়ে তিনি তাঁর প্রাণ হারান। মানবদরদী এই মহান নেতা মানুষের স্মৃতিপটে আজীবন অমর হয়ে বেঁচে থাকবেন।
উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি
ইংরেজি সাহিত্যের কিংবদন্তি নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারের
জন্ম ১৫৫৬ সালের ২৩ এপ্রিল এবং ১৫৫৬ সালের ২৩ এপ্রিল তিনও মৃত্যু বরন করেন। ৫২ বছরের জীবনে তিনি ৪০টি নাটক ও ১৫৪টি সনেট
কবিতা লিখেছেন। ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘জুলিয়াস সিজার’, ‘হ্যামলেট’ ও ‘ম্যাকবেথ’ এর মতো জগদ্বিখ্যাত লেখাগুলোর জন্যই
শেক্সপিয়র সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন।
‘টু বি অর নট টু বি?’ এরকম অসংখ্য বিখ্যাত উক্তির জন্মদাতাও শেক্সপিয়র। এমন তার কয়েকটি উক্তি স্মরণ করা হলো-
“মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে”
“সবাইকে ভালোবাসুন, খুব কম লোকের উপর ভরসা রাখুন, কারো প্রতিই ভুল কিছু করবেন না”
“সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না”
“পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা; এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে, জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে
অভিনয় করেন”
“আমার জিহ্বা আমার হৃদয়ের রাগগুলো প্রকাশের জন্যই,
সেসব গোপন করতে গেলে হৃদয়টি ভেঙ্গে চুরমার হয়ে যাবে”
“অনেক প্রেমদেবতা (কিউপিড) আছেন যারা তীর দিয়ে খুন করেন, আর কিছু আছেন যারা ফাঁদে ফেলে মারেন”
“ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা”
“আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের দিনের
সঙ্গে তুলনা করব? তুমি একটু বেশিই প্রেমময় ও নাতিশীতোষ্ণ”
“ওহে, কেউকি আমাকে শেখাবে কীকরে আমি চিন্তা করা ভুলতে পারি!”
“প্রিয় ব্রুটাস, ভুলটা আমাদের তারকাদের মধ্যে
নয় বরং আমাদের নিজেদের মধ্যেই”
“যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো”
“লোকে বলে অল্প বয়সে বেশি পেকে গিয়ে কেউই কখনো বেশি দিন বাঁচে নি”
“ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি
ভালোবাসার আগুন নেভাতে পারে না।”
“সে ভালোবাসা ভালোবাসাই নয়
যা বিকল্প জন পেলেই বদলে যায়, অথবা কোনো চাপে বেঁকে যায়:
ওহ না! এটা এক চিরন্তন চিহ্ন যা হাজারো ঝড়-ঝাপটায়ও শিরদাড়া খাড়া করে রাখে এবং ক্ষণিকের জন্যও ঝাঁকুনি খায় না; এ হল অন্ধকারে দিশাহীনদের জন্য পথনির্দেশক রাতের আকাশের তারার মতো যা আকাশ থেকে খসে পড়লেও থাকে অমূল্য ভালোবাসা কোনো সময়ের বোকামি নয় যদিও এর বাঁকানো কম্পাসের পরিধিতেই এগিয়ে আসে গোলাপি ঠোঁট ও গাল: ঘণ্টা বা সপ্তাহের ব্যাবধানেই ভালোবাসা পরিবর্তিত হয়ে যায় না, বরং তা শেষ বিচার দিনের আগ পর্যন্ত সঙ্গ দেয়।”
“সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভীড়ে বাছাইকৃত একজন হওয়া”
“উম্মত্ততায়ই জীবনের মহিমা”
“আমি আমার জিহ্বা চেপে ধরে রাখলে তা আমার হৃদয় ভাঙ্গা ছাড়া আর কোনো ভালো ফলই বয়ে আনবে না।”
রুমির উক্তি
শতকের জনপ্রিয় ফার্সি কবি জালাল উদ্দিন মুহাম্মদ
রুমির উক্তি। এগুলো হতে পারে আপনার জীবনের অনেক বড় শিক্ষা।
১. তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু
পানিতে
গোটা এক সাগর।
শিক্ষাটা হলো- নিজের মূল্য বুঝতে হবে।
২. আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে, তখন তা শক্তিশালী হতে থাকে।
শিক্ষাটা হলো- নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে
থাকুন।
৩. গতকাল আমি চতুর ছিলাম। তাই আমি পৃথিবীটাকে
বদলে
দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই
নিজেকে বদলে ফেলতে চাই।
শিক্ষাটা হলো- পরিবর্তনটা আপনি আনুন।
৪. শোক করো না। তুমি যাই হারাও না কেন তা অন্য
কোনো
রূপে ফিরে আসবে।
শিক্ষাটা হলো- ইতিবাচক থাকুন।
৫. প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য
এবং
প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে
দেওয়া হয়েছে।
শিক্ষাটা হলো- নিজের আবেগ নিয়ে বেঁচে থাকুন।
৬. কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা
কম্বলের
বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।
শিক্ষাটা হলো- মনোযোগী থাকুন।
৭. আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে।
সাধারণত
একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি
আমরা।
শিক্ষাটা হলো- নিজের পথ নিজেই সৃষ্টি করুন।
৮. যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন
আপনার
পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।
শিক্ষাটা হলো- আপনি যেমন তেমনই থাকুন।
৯. শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি
সবকিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন,
বেদনা
আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে।
শিক্ষাটা হলো- ভালোবাসা ও জ্ঞানের জন্য নিজের
যাত্রাটাকে নিরবচ্ছিন্ন রাখুন।
১০. আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে
খুঁজতে
থাকি, কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম
আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।
আলবার্ট আইনস্টাইনের উক্তি| আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত দশটি উক্তি
প্রিয় পাঠকবৃন্দ আপনারা অনেকেই হয়ত আলবার্ট আইনস্টাইনের উক্তি খুঁজছেন অনেকে হয়তো পাচ্ছেন না আর তাই আমরা আমাদের এই পোস্টে আলবার্ট আইনস্টাইনের দশটি উক্তি নিয়ে হাজির হয়ে গেছে আশা করছি এগুলো আপনাদের উপকারে আসবে
১) দেখুন তারের টেলিগ্রাফ হলো একটা অনেক অনেক লম্বা বিড়ালের মতো। আপনি নিউ ইয়র্কে ওর লেজ ধরে টান দেবেন আর ও লস এঞ্জেলেসে মিউ মিউ করে উঠবে। আপনি কি এটা বুঝতে পেরেছেন? আর বেতারও ঠিক এইভাবেই কাজ করে। আপনি এইখানে বসে সিগনাল পাঠাচ্ছেন আর ওরা ওইখানে বসে সেটা গ্রহণ করছে। শুধু একমাত্র পার্থক্যটা হলো, এখানে কোন বিড়ালই নেই।
২) পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না। নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়।
৩) যখন কোন কোন লোক সুন্দরী মেয়ের সঙ্গে এক ঘণ্টা কাটায় তখন মনে হয় যেন এক মিনিট গেলো। কিন্তু সেই লোকটিকেই এক মিনিটের জন্যে গরম চুল্লির উপর বসিয়ে দিলে তার কাছে মনে হবে একঘণ্টারও বেশি সময় গেলো। এটিই আপেক্ষিক তত্ত্ব।
৪) তত্ত্বগতভাবে, তত্ত্বীয় আর ব্যবহারিক দিকটা একই। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তারা এক নয়।
৫) একটি টেবিল, চেয়ার, ফল ভরা পাত্র আর একটা বেহালা সুখী হওয়ার জন্য একটা মানুষের আর কী দরকার?
৬) কল্পনা জ্ঞানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৭) ঈশ্বরের আগে আমরা সবাই সমান বুদ্ধিমান এবং সমান নির্বোধ ছিলাম।
৮) মানুষের প্রেমে পড়ার জন্যে মধ্যাকর্ষণ দায়ী নয়।
১০) ঘটনার সঙ্গে যদি তত্ত্ব না-মেলে তাহলে ঘটনাকে পাল্টাও।
১১) পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো আয়কর বোঝা।
Tag:বিজ্ঞানীদের উক্তি , আব্রাহাম লিংকনের উক্তি, উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি, রুমির উক্তি , আলবার্ট আইনস্টাইনের উক্তি , আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত দশটি উক্তি