Skip to content Skip to sidebar Skip to footer

প্রান্তীয়করণ ঘটে কেন | প্রান্তীয়করণ কিভাবে ঘটে

CA1F6CF8 6985 447F A37E 056DA84959CB প্রান্তীয়করণ ঘটে কেন প্রান্তীয়করণ ঘটে কেন

 প্রান্তীয়করণ ঘটে কেন 

 উত্তর : মিয়ােসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমােসােমের ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমােজামগুলাে আরও খাটো ও মােটা হয় । যার ফলে বাইভেলেটের ক্রোমােসােমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয় । এ ধরনের বিকর্ষণের ফলে ক্রোমােসােমগুলাে বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কায়াজমটার স্থানে বাধাপ্রাপ্ত হয় । এ বিকর্ষণ একইসাথে কয়েক স্থানে হতে পারে । তবে সাধারণত সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যেই ব্যাপক বিকর্ষণ শুরু হয় । এতে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয় । এ ধরনের লুপ সৃষ্টির কারণেই কায়াজমাটার প্রান্তীয়করণ ঘটে । 

Tag: প্রান্তীয়করণ ঘটে কেন, প্রান্তীয়করণ কিভাবে ঘটে 

Leave a comment