Skip to content Skip to sidebar Skip to footer

পহেলা বৈশাখ ২০২৫ | বাংলা নিউ ইয়ার নতুন বছরের এস এম এস ২০২৫ | বৈশাখের কবিতা ছড়া স্ট্যাটাস ২০২৫

পহেলা বৈশাখ ২০২৫ | বাংলা নিউ ইয়ার এস এম এস ২০২৫ | বাংলা নতুন বছরের এস এম এস ২০২৫ | বৈশাখের কবিতা ২০২৫ | বৈশাখের ছড়া ২০২৫ | বৈশাখের স্ট্যাটাস ২০২৫

বাংলা নতুন বছরের এস এম এস ২০২৫, বৈশাখের কবিতা ২০২৫, বৈশাখের ছড়া ২০২৫, বৈশাখের স্ট্যাটাস ২০২৫
 পাতা ঝরে আবার ধরে গাছ-গাছালির ঐশাখে
 মান অপমান হয় অবসান নতুন করে বৈশাখে।

 নতুন দিনে লইবো চিনে মনের আলো জ্যোতির্ময়
 মানবো না তো আনবো না তো জীর্ণ মলিন অবক্ষয়।

 আসলে উড়ে বসলে জুড়ে পাতালপুরীর অন্ধকার
 মুন্ডু মুড়ে ফেলবো ছুঁড়ে নষ্ট দিনের কষ্ট ভার।

 দেখবো চষে হিসাব কষে বছর শেষে হালখাতায়
 লিখবো ছড়া জীবন গড়া বাতাস করা তালপাতায়।

 পান্তা আমি খাই না
 এই গরমে ইলিশ মাছ চাই না।
 সকাল বেলা গমের দুটো রুটি
 আর একটু পোড়া বেগুন ভর্তা
 পেলেই আমার চলে মোটামুটি
 এতেই পাই আনন্দেরই বার্তা।

 উচ্ছ্বাসের এই দিনে নবীন
 ছড়াও প্রেমের বার্তা
 তোমরা জাতির ধরবে হাল
 আর হবে দেশের কর্তা।

 শোষণ যুলুম রুখে দাঁড়াও
 তাড়াও দুখের দিন
 সব বেদনা ভুলে বাজাও
 হেথায় সুখের বীণ।

 এদেশ আমার জন্মভূমি
 এদেশ আমার প্রাণ
 কাঁদলে কেউ দুখে
 পড়ে হৃদয় সুতোয় টান।

 পুরোনো সব দুঃখ ভুলে
 ফিরে এলো নববর্ষ
 সব ভেদাভেদ ভুলে বাজাও
 ন্যায় শাসনের হর্ষ।

পহেলা বৈশাখ ২০২৫ | বাংলা নিউ ইয়ার এস এম এস ২০২৫ | বাংলা নতুন বছরের এস এম এস ২০২৫ | বৈশাখের কবিতা ২০২৫ | বৈশাখের ছড়া ২০২৫ | বৈশাখের স্ট্যাটাস  ২০২৫

 নববর্ষের নতুন প্রভাতে,
 পাখিরা গাহিছে গান।
 আপনবেগে বহিছে নদী,
 শোন নদীর কলতান।

 প্রভাতে সোনার বরণ রবি,
 উঠিয়াছে পূর্ব গগনে,
 মাধবী,মালতী,টগর,করবী,
 ফুটিয়াছে বনে বনে।

 ফুলে ফুলে উড়ে প্রজাপতি,
 সমীরণ সৌরভ ছড়ায়।
 মাতিয়া উঠে সবাকার প্রাণ,
 খুশিতে হৃদয় ভরে যায়।

 নববর্ষের এই নবীন প্রভাতে,
 প্রাণে জাগুক নব নব আশা।
 শুভ নববর্ষে আজিকে সবাই,
 নিও মোর প্রীতি ও ভালবাসা।

 নববর্ষে নিশি অবসানপ্রায় , ওই পুরাতন
 বর্ষ হয় গত!
 আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
 করিলাম নত ।
 বন্ধু হও , শত্রু হও ,    যেখানে যে কেহ রও ,
 ক্ষমা করো আজিকার মতো
 পুরাতন বরষের সাথে
 পুরাতন অপরাধ যত ।
 আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
 অন্তরে আমার ,
 সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
 ভুলিব আবার ।
 তখন কঠিন ঘাতে  এনো অশ্রু আঁখিপাতে
 অধমের করিয়ো বিচার ।
 আজি নব-বরষ-প্রভাতে
 ভিক্ষা চাহি মার্জনা সবার ।
 আজ চলে গেলে কাল কী হবে না-হবে
 নাহি জানে কেহ ,
 আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
 আজিকার স্নেহ ।
 যতটুকু আলো আছে     কাল নিবে যায় পাছে ,
 অন্ধকারে ঢেকে যায় গেহ —
 আজ এসো নববর্ষদিনে
 যতটুকু আছে তাই দেহো ।

সকাল পেরিয়ে বিকাল, সন্ধ্যা, রাত্রি
 রাত্রি শেষে ঝলমলে সোনালী আলোয় একটি নতুন দিন
 এভাবে দিনে দিনে সপ্তাহ, মাস, বছর
 বছর শেষে ঝলমলে সোনালী আলোয় একটি নতুন দিন
 নতুন একটি সকাল
 নতুন একটি বিকাল
 নতুন একটি সন্ধ্যা
 নতুন একটি রাত্রি
 নতুন একটি সপ্তাহ
 নতুন একটি মাস
 নতুন একটি বছর
 নতুন একটি ক্যালেন্ডার
 কক্সবাজার সমুদ্রে সৈকতে দাঁডিয়ে দ্যাখা নতুন একটি সুর্যোদয়
 রঙিন গোধুলী বেলা শেষে সহস্র লোকের ভিড়ে নতুন সুর্যোস্ত
 কানে কানে বলে যায়
 আজ নববর্ষ
 শুভ নববর্ষ
 এলো নববর্ষ এলো

 এসো, এসো, এসো হে বৈশাখ
 তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
 বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
 যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
 অশ্রুবাষ্প সুদূরে মিলাক।

 মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
 অগ্নিস্নানে শুচি হোক ধরা
 রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
 আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
 মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।

পহেলা বৈশাখ ২০২৫ | বাংলা নিউ ইয়ার এস এম এস ২০২৫ | বাংলা নতুন বছরের এস এম এস ২০২৫ | বৈশাখের কবিতা ২০২৫ | বৈশাখের ছড়া ২০২৫ | বৈশাখের স্ট্যাটাস ২০২৫

 পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখোনা, পুরোনের হয়েছে মরণ নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচ্ছা। —–শুভ নববর্ষ—-

 নতুন আশা নতুন প্রান______♥ নতুন হাসি নতুন গান_______♥ নতুন সকাল নতুন আলো___♥ নতুন দিন হোক ভালো______♥ দুঃখকে ভুলে যাই___________♥ নতুনকে স্বাগত জানাই______♥ ________শুভ নববর্ষ_________

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! #শুভ_____নববর্ষ____

নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ

একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৬ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে

 পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… ^~^~শুভ নভবর্ষ~^~^

টাগ: পহেলা বৈশাখ ২০২৫, বাংলা নিউ ইয়ার এস এম এস ২০২৫, বাংলা নতুন বছরের এস এম এস ২০২৫, বৈশাখের কবিতা ২০২৫, বৈশাখের ছড়া ২০২৫, বৈশাখের স্ট্যাটাস ২০২৫

Leave a comment