বাংলা শুভ নববর্ষ 2025 | পহেলা বৈশাখ 2025
আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।বাংলার ঐতিহ্য বাংলা শুভ নববর্ষ।প্রতিবছর বাঙালি মানুষের ঘরে ঘরে বাংলা শুভ নববর্ষ কে ঘিরে অনুষ্ঠিত হয় অনেক আয়োজন।
“বাংলা শুভ নববর্ষ কে ঘিরে আজকের পোস্টে যা যা থাকছে তা নিচে চ্যাটে দেওয়া হচ্ছেঃ”
- পহেলা বৈশাখ এসএমএস
- নববর্ষের এস এম এস
- শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা
- উপদেশমূলক এসএমএস
- পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা
- নববর্ষের বার্তা
- পহেলা বৈশাখ
- পহেলা বৈশাখের ছবি
- পহেলা বৈশাখের শুভেচ্ছা
- পহেলা বৈশাখ অনুচ্ছেদ
- পহেলা বৈশাখের গান
পহেলা বৈশাখ এসএমএস 2025 | পহেলা বৈশাখ 2025
প্রিয় বন্ধুরা পহেলা বৈশাখের এসএমএস এর জন্য আপনারা ইন্টারনেটের সাহায্যে খোঁজাখুঁজি করেন।তাই আমরা আপনাদের জন্য নিচে কিছু চমৎকার পহেলা বৈশাখের এসএমএস দিয়ে রাখছি।আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
- তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে।আমি দিইনি।তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে।তারা তিনজন হলো;সুখ,,,শান্তি,,,,সমৃদ্ধি!!!” অগ্রিম শুভ নববর্ষ!!!!
আবার আসলো বৈশাখ মাস ,
চৈতের অসবানে !
নববর্ষের নতুন হাওয়া,
উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে,
জীবন গড় নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো,
নববর্ষের টানে ।
অগ্রিম শুভ নববর্ষ
Abar ashlo boishakh mash
Choitter ahobane
Nobobarsher notun hawa
Ushnota dilo prane
Moner jotho glani vule
Jibon ghoro notun vabe
Notun notun shawpno dekho
Nobobarsher Tane
“Ogrim Shuvo nobobarsho”
নতুন সকাল ,
নতুন দিন ,
নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছার সাথে,
পাঠালাম তোমায় এই এস এম এস !
শুভ নববর্ষ
Nitun sokal
Notun din
Notun kore shuru
Ja hiy na jeno shesh
Nobobarsher shuvecchar sathe
Patalan tumay ei sms
“Shuvo nobobarsho”
রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হেলে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
“শুভ পহেলা বৈশাখ”
Rangga abir mekhe chukhe chukhe
Moner kotha se boleche
Notun sajhe sobar ghore boishakh esheche
Rong mekhe lolona,hele dhule cholona
Amin dibe keu korona cholona
“Shuvo pohela nobobarsho”
অগ্রিম শুভ নববর্ষ 2025 | নববর্ষের এস এম এস 2025
আধার ভেদ করে সূর্যকিরণ,প্রতি জীবন দুয়ারে পৌছে যাক,যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর !
শুভ নববর্ষ
Adhar ved kore surokiron,proti jibon duware
POuche jhak jhapit jiboner jhabotiu glani vule
Eso ranggiye tuli banglar notun bochor
“Shuvo nobobarsho”
দিন যদি চলে যায় দিগন্তের শেষে
রাত যদি চলে যায় তারার দেশে
ভেবো না বন্ধু আমি থাকব তোমাদেরপাশে
শুভ নববর্ষ
Din jodi chole jhay digonter sheshe
Rat jodi chole jay tarar deshe
Vebo na Bondhu ami thakbo tumader pashe
“Shuvo nobobarsho”
বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল !
*”শুভ নববর্ষ”*
অগ্রিম শুভ নববর্ষ 2025 | নববর্ষের এস এম এস 2025
উদীত রবির প্রথম আলো
দূর করবে সকল কালো।
মেটাবে মন আনন্দ ধারায়
সবাই হবে বাধন হারা।
দিনটি হক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝরে।
*”শুভ নববর্ষ”*
ঝরে গেল আজ বসন্তের পাতা
নিয়ে যাক সঙ্গে সবমলিনতা
বৈশাখের সকালে
লাগুক প্রাণে আনন্দের
এই স্পর্শ মন থেকে আজ জানাই তোমায়
“শুভ নববর্ষ”
নতুন পোশাক নতুন সাঁজ
নতুন বছর শুরু আজ
মিষ্টি মন মিষ্টি হাঁসি
শুভেচ্ছা জানাই রাশি রাশি
“শুভ নববর্ষ”
শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা 2025 | পহেলা বৈশাখের শুভেচ্ছা 2025
প্রিয় বন্ধুরা আপনাদের বন্ধুদেরকে নববর্ষের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য সুন্দর সুন্দর বার্তাগুলি ইন্টারনেটের সাহায্যে সংগ্রহ করে থাকেন।আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা চমৎকার বার্তাগুলি আমরা আমাদের সাইটে প্রোভাইট করেছি।আপনারা আমাদের দেওয়া পহেলা বৈশাখের শুভেচ্ছা চমৎকার বার্তাগুলি আপনার বন্ধুদের সাথে শেয়ারকরতে পারেন।আমরা আশাবাদী আমাদের দেওয়া পহেলা বৈশাখ শুভেচ্ছা বার্তা গুলি পেয়ে আপনারা আনন্দিত।
পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা 2025 | নববর্ষের বার্তা 2025
নতুন আশা নতুন প্রান ,
নতুন সুরে নতুন গান ।
নতুন জীবনের নতুন আলো ,
নতুন বছর কাটুক ভালো ।
শুভ নববর্ষ
Notun asha notun pran
Notun sure notun gan
Notun jiboner notun alo
Notun bochor katuk valo
“Shuvo nobobarsho”
নব আনন্দে জাগো আজি,
বৈশাখের পুণ্য প্রভাতে।
সব জ্বালাযন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর ।
শুভ নববর্ষ
Nobo anonde jago aji
Boishakher punno provate
Sob jhalajontrona jak muche
Asuk ek notun vur
“Shuvo nobobarsho”
পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালির প্রান,
নতুন বছরে সবাই গাইবে বৈশাখের গান ।
এসো হে বৈশাখ এসো এসো ।
“শুভ নববর্ষ”
Panta elish ar vorta vaji vangalir pran
Notun bochore sobai gaibe boishkher gan
Eso he boishakh eso eso
“Shuvo nobobarsho”
বাউল গানের সান্ধ্য তালে
নতুন বছর এসেছে ঘুরে ,
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে
“শুভ নববর্ষ”
Baul ganer shondha tale
Notun bochor eseche ghure
Udashi hawar sure sure
Rangga matir pothti jhure
“Shuvo nobobarsho”
পহেলা বৈশাখের ছবি 2025
বন্ধুরা আপনাদের পছন্দের কিছু পহেলা বৈশাখের ছবি নিচে দেওয়া হল;
পহেলা বৈশাখের গান 2025
বন্ধুরা আপনাদের পছন্দের কিছু পহেলা বৈশাখের গানের লিরিক্স নিচে দেওয়া হল;
♪০১
এসো হে বৈশাখ
♪কথা-সুরঃরবিন্দ্রনাথ ঠাকুর
———————-
এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
আয় বৈশাখ…
♦কথাঃ মতিউর রহমান মল্লিক
♪সুরঃইকবাল হুসাইন
মুদ্রণঃনবীন সাদিক
—————-
আয় বৈশাখ আয়রে আয়
নতুনের দিন আয়
ফুলেরা ফুটবে পাখিরা গাইবে
ভিজে ঝড়ো হাওয়ায়।।
আকাশে বাতাসে আনন্দধারা বয়
ভুবনে ভুবনে সুরভিত সুর সঞ্চয়
প্রতিটি প্রহর প্রতিটি অন্তর
অনুরাগে ভরে যায়।ঐ
আয় আয় আয় রে রঙিন দিন
সাজায় নয়ন বাজায় মনের বীণ।
পরাণ পেলগো পেল গো পুলকিত পরিনাম
সকলেই দেখার সম্মতি অবিরাম
গানে কি সুরে কাছে কি দূরে
পথে যেতে অজানায়।ঐ
tags:পহেলা বৈশাখ এসএমএস 2025, নববর্ষের এস এম এস 2025, বাংলা শুভ নববর্ষ 2025, শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা 2025, পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা 2025, নববর্ষের বার্তা 2025, পহেলা বৈশাখ 2025, পহেলা বৈশাখের শুভেচ্ছা 2025, পহেলা বৈশাখের ছবি 2025, পহেলা বৈশাখের গান 2025