পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার [ ঢাকা ]
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৫ সার্কুলার
সহকারী ক্যাশিয়ার পদে মোট ২ জন লোককে নিযুক্ত করা হবে। সহকারী ক্যাশিয়ার পদে আবেদনকারী ব্যক্তি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যি এইচ.এস.সি পর্যন্ত পাশ থাকতে হবে। প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন প্রেরণের শেষ তারিখ হলো ৪ মার্চ ২০২৫ ইং। সকল প্রকার চাকরির খবর পেতে ভিজিট করুন timeofbd.com এ।
সার্কুলার প্রকাশ করেছে | ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি |
চাকরির ধরন | সরকারি |
আবেদনকারী জেলা | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
শিক্ষাগত যোগ্যতা | এইচ.এস.সি/এস.এস.সি |
ক্যাটাগরির সংখ্যা | ০১ টি |
নিয়োগ দেওয়া হবে | ০২ জন |
আবেদন করতে পারবেন | ডাকযোগ |
আবেদনের শুরু | আবেদন চলছে |
আবেদনের মেয়াদ শেষ | ৪ মার্চ, ২০২৫ইং |
ওয়েবসাইট | pbs1.dhaka.gov.bd |
পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার [ ঢাকা ]
বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ড (বিআরইবি) হচ্ছে বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি বিদ্যুৎ সংস্থা, যার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌছে দেওয়া। বিআরইবি সমগ্র দেশে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে এই বিদ্যুৎ সরবরাহের কাজটি পরিচালনা করে। বিআরইবি এর প্রধান কার্যালয় হচ্ছে ঢাকাতে অবস্থিত। বিআরইবি বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা। বিআরইবির এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মোহাং সেলিম উদ্দিন।
পদের নাম: | সহকারী ক্যাশিয়ার |
মোট নিয়োগ সংখ্যা: | ০২ জন |
শিক্ষাগত যোগ্যতা: | এইচ.এস.সি/ এস.এস.সি |
বেতন: | ১৮,৩০০-৪৬,২৪০ টাকা |
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ সার্কুলার
আবেদনের ঠিকানাঃ
যার বরাবর আবেদন করা হবে | জেনারেল ম্যানেজার |
যেখানে আবেদন করবেন | ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, |
ঠিকানা | গেন্ডা, সাভার, ঢাকা |
যেভাবে আবেদন করবেন | ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে প্রেরণ করতে হবে।, |
আবেদনের শর্তাবলীঃ
শর্তাবলীঃ আগ্রহী প্রার্থীরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, গেন্ডা, সাভার, ঢাকা এর ওয়েবসাইট www.pbs3.dhaka.gov.bd অথবা বাংলাদশে পল্লী বিদ্যুতায়ন বাের্ডের ওয়েবসাইট https://www.reb.gov.bd হতে A4 সাইজের আবেদন ফরম ডাউনলােড করে সংগ্রহ করতে হবে। এবং সেই আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে হবে।
সংগ্রহ করা আবেদন ফরম নিজহস্তে সঠিকভাবে পূরণ্করে যে কোন তফসিলী ব্যাংক এর যে কোন শাখা হতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অনুকূলে ১০০/-(একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করে আগামী ২৮/০৭/২০২৫ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, গেন্ডা, সাভার, ঢাকা এর বরাবর ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
গ্রহণ হবেনা যাঃ নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোন আবেদন ফর্মে/সাদা কাগজে/টাইপকৃত/সরাসরি কোন আবেদনপত্র অথবা উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (সুস্পষ্ট নাম ও সীলযুক্ত) করে সংযুক্ত করতে হবেঃ
ডকুমেন্ট যা লাগবেঃ শিক্ষাগত যােগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কমিশনার কর্তৃক পদত্ত নাগরিকত্ব সনদপত্র, ছবির পিছনে প্রার্থীর নাম লিখা স্বম্বলিত ০৩(তিন) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও চারিত্রিক সনদপত্র। ০৬/০৭/২০২৫ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মুক্তিযুদ্ধা পরিবারের জন্যঃ মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানদের সন্তান এর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণ স্বরূপ মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
Tags: পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার [ ঢাকা ], ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৫ সার্কুলার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ সার্কুলার
1 Comment
Sumi akter
Not bad.