Skip to content Skip to sidebar Skip to footer

দরখাস্ত লেখার নিয়ম 2025 | Application Writing Rules 2025

দরখাস্ত লেখার নিয়ম 2022, দরখাস্ত লেখার নিয়মাবলী 2022, দরখাস্ত লেখার নমুনা 2022

    দরখাস্ত লেখার নিয়ম 

    আসসালামু আলাইকুম,বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন । আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ । ইংরেজি কিংবা বাংলা দরখাস্ত হোক না কেন কাজের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন আবেদনপত্র লিখতে হয় ।কিন্তু সঠিকভাবে বাংলা দরখাস্ত লেখার  নিয়ম 2025 জানার কারণে অনেক সময় অনেকে প্রয়োজনে বাংলা দরখাস্ত লিখতে পারেনা । যার ফলে অনেক সময় অভিজ্ঞদের কাছ থেকে দরখাস্ত লেখার নিয়ম জানতে হয় । বিশেষ করে চাকরিপ্রার্থীরা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয় । অধিকাংশ ক্ষেত্রে লক্ষ করা যায় যে বেশির ভাগ মানুষ চক্ষু লজ্জার কারণে এ বিষয়ে অন্যের দ্বারস্থ হয়ে পরামর্শ নিতে চায় না । যার ফলে আমরা আজ আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে দরখাস্ত লিখতে হয় । 

    দরখাস্ত লেখার নিয়মাবলী

    দরখাস্ত লেখার নিয়মাবলী মধ্যে অনেকগুলো ফরমেট রয়েছে । কেউ চাকরির দরখাস্ত লিখছেন,কেউ অফিসের বিশেষ প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, আবার ছাত্রছাত্রীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুলের-কলেজের প্রধান কে অ্যাড্রেস করে দরখাস্ত লিখছেন । মূলকথা হলো দরখাস্ত বিভিন্ন কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ফরম্যাটে লিখতে হয় । যেকোনো ধরনের দরখাস্ত থাকুক না কেন আপনি যদি একটি দরখাস্ত নিয়ম সঠিকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে প্রতিটি দরখাস্তের নিয়ম দরখাস্ত কাজের ধরন অনুযায়ী লিখতে পারবেন । 

    দরখাস্ত লেখার নিয়মাবলী ২০২৫

    আমরা আজ আপনাদেরকে দেখাবো কিভাবে দরখাস্ত লেখার নিয়মাবলী ২০২৫ সঠিকভাবে ব্যবহার করে স্কুল,কলেজ সহ বিভিন্ন প্রয়োজনে দরখাস্ত লিখতে পারবেন । 

    আপনি একটি দরখাস্ত লেখার সময় আমাদের নিচে দেওয়ার নিয়মাবলী মেনে একটা দরখাস্ত লিখতে পারেন ;

    • প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
    • আবেদনের বিষয়।
    • সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম ইত্যাদি।
    • আবেদনের বিষয়ে গঠনমূলক বর্ণনা।
    • আবেদনকারী নাম ও ঠিকানা।
    • আবেদনের সঠিক তারিখ।

    দরখাস্ত লেখার নমুনা

    বাংলা দরখাস্ত কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা হয় । কেউ চেষ্টা করলেও সব ধরনের দরখাস্ত লেখার নমুনা 2025 একসঙ্গে শেয়ার করতে পারবে না । সুতরাং উপরোক্ত যে ক’টা নিয়ম আপনাদেরকে দেখানো হয়েছে সেই নিয়ম অনুসারে আপনারা দরখাস্ত লিখতে পারবেন এবং বিভিন্ন ফরম্যাটে দরখাস্ত একই নিয়ম অনুসরণ করে লেখতেও  পারেন। 

    tags: দরখাস্ত লেখার নিয়ম 2025, দরখাস্ত লেখার নিয়মাবলী 2025, দরখাস্ত লেখার নমুনা 2025

    Leave a comment