Skip to content Skip to sidebar Skip to footer

দরখাস্ত ছুটির জন্য আবেদন

দরখাস্ত ছুটির জন্য আবেদন,তিন দিনের ছুটি চেয়ে দরখাস্ত ইংরেজিতে

টাইম অফ বিডির প্রিয় পাঠক বৃন্দকে জানাই আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।

দরখাস্ত ছুটির জন্য আবেদন

আমি আজ আপনাদের মাঝে দরখাস্ত ছুটির জন্য আবেদন,তিন দিনের ছুটি চেয়ে দরখাস্ত ইংরেজিতে নিয়ে হাজির হয়েছি। 
আপনাদের যাদের দরখাস্ত ছুটির জন্য আবেদন,তিন দিনের ছুটি চেয়ে দরখাস্ত ইংরেজিতে জানার দরকার আছে তারা এখান থেকে দেখে নিতে পারেন।

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

অসুস্থতার জন্য, বিয়েতে বা বিভিন্ন দাওয়াতে, মায়ের অসুস্থতা ইত্যাদি কারণে অফিসে ছুটির দরখাস্ত লিখতে হয়।দরখাস্ত ছুটির জন্য আবেদন,তিন দিনের ছুটি চেয়ে দরখাস্ত ইংরেজিতে
ছাত্র ছাত্রীরাও এসব কারণে বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে থেকে ছুটি নিতে হয়। তাই দুই রকমরই দরখাস্ত দেওয়া হলো।দরখাস্ত ছুটির জন্য আবেদন,তিন দিনের ছুটি চেয়ে দরখাস্ত ইংরেজিতে
ছুটির আবেদন পত্র নমুনা
বিভিন্ন কারণে আমাদের ছুটির আবেদন পত্রের নমুনা নিছে দেওয়া হলো। আপনি আপনার মতো করে নিজের জন্য লিখে নিবেন।
*অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত

তারিখঃ ১০/১০/২২ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়
জয়াগ, সোনাইমুড়ী, নোয়াখালী
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/২২ ইং থেকে ০৯/১০/২২ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
নামঃ মোঃ হাবিবুর রহমান
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ০২
অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

এখানে একসাথে সব কিছু লিখা সম্ভব নয়। তাই আমারা ব্যাংক কর্মকর্তাদের দরখাস্ত লেখার নিয়মটি দেখাচ্ছি। তবে, সবগুলোর নিয়ম একই।
বিভিন্ন অফিসে বিভিন্ন উপায়ে ছুটির দরখাস্ত লিখতে হয়। কারো জন্য ব্যবস্থাপনা পরিচালকের বরাবর দরখাস্ত লিখতে। আবার কারো ব্যবস্থাপকের নিকট লিখতে হয়।
ব্যাংকে ছুটি চেয়ে আবেদন
তারিখঃ ১০/১০/২২ ইং
বরাবর,
ব্যবস্থাপক
ব্যাংক এশিয়া লিমিটেড, সোনাইমুড়ী শাখা
সোনাইমুড়ী, নোয়াখালী।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ ব্যাংক এশিয়া লিমিটেডের সোনাইমুড়ী শাখার একজন সিনিয়র অফিসার। আমি গত ০৭/১০/২২ ইং থেকে ০৯/১০/২২ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
নামঃ মোঃ হাবিবুর রহমান
সিনিয়র অফিসার
ব্যাংক এশিয়া লিমিটেড
সোনাইমুড়ী শাখা
Tag: দরখাস্ত ছুটির জন্য আবেদন,তিন দিনের ছুটি চেয়ে দরখাস্ত ইংরেজিতে
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ একজন ……………….. (আপনার পদবি)। আমি গত ২৬/১০/২২ ইং থেকে ৩০/১০/২২ ইং পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
……….. (আপনার নাম)
………… (আপনার পদবি)
…………… (প্রতিষ্ঠানের নাম)

Leave a comment