তুলা রাশির মেয়েরা কেমন হয়
তুলা রাশির মেয়েরা কেমন হয়
সৃষ্টির শুরু থেকেই নারীর প্রতি পুরুষের কোন এক অজানা কারণে আকর্ষণ রয়েছে। এই আকর্ষণ থেকেই পুরুষ চায় সবসময় নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতে। কিন্তু যদি দু’জনের স্বভাব-চরিত্র না মেলে তখনই বাঁধে বিপত্তি। তাই আগেই জেনে নেওয়া উচিত কোন রাশির জাতিকা কিংবা মেয়ে কেমন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলারাশির নারী সৌন্দর্য, ন্যায় এবং ভারসাম্যের প্রতীক। দাঁড়িপাল্লার মতই তার চরিত্রেও দেখা যায় সমতা।
এরা অন্যদের সঙ্গে ভালো মিশতে পারে। শুধু তাই নয়, তুলা নারীর প্রতি অন্যদের আকর্ষণ থাকে প্রবল। এ কারণে অন্যদের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে কোনও সমস্যাই হয় না তার।
প্রকৃতির দুই বিপরীত শক্তি (ইন ও ইয়াং) এর মিশ্রণ দেখা যায় তুলা রাশির নারীর মাঝে। এ কারণে তার মাঝে দেখা যায় একই সঙ্গে যৌক্তিক বিবেচনা এবং অযৌক্তিক আবেগ।
যুক্তি দিয়ে যে কোনও কিছু তাকে বোঝাতে পারবেন আপনি। একই সঙ্গে আপনার আবেগের মুল্য দিতেও তিনি সিদ্ধহস্ত।
Tag: তুলা রাশির মেয়েরা কেমন হয়