তাশাহুদ/আত্তাহিয়াতু | আরবি | বাংলা | উচ্চারণ ও অনুবাদসহ | অর্থ | Tishaud / Attahiatu Arabician Bangla pronounces and translation
তাশাহুদ/আত্তাহিয়াতু | আরবি | বাংলা | উচ্চারণ ও অনুবাদসহ | অর্থ | Tishaud / Attahiatu Arabician Bangla pronounces and translation
আসসালামুয়ালাইকুম, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো তাশাহুদ/আত্তাহিয়াতু আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদসহ অর্থ। নিচে আপনারা যে যে বিষয় জানতে পারবেন তা হচ্ছে তাশাহুদ বাংলা অর্থ সহ, আত্তাহিয়াতু দোয়া , আত্তাহিয়াতু সূরা, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ,আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু বাংলা,আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ, আত্তাহিয়াতু সূরা বাংলা,আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ,আত্তাহিয়াতু সূরা বাংলা লেখা, সূরা আত্তাহিয়াতু,আত্তাহিয়াতু ও দরুদ শরীফ, আত্তাহিয়াতু সূরা বাংলা, আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ, আত্তাহিয়াতু সূরা বাংলা লেখা ।নিম্নে তাশাহুদ/আত্তাহিয়াতু আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদসহ অর্থ দেওয়া হয়েছে।
তাশাহুদ বাংলা অর্থ সহ | আত্তাহিয়াতু দোয়া | আত্তাহিয়াতু | সূরা আত্তাহিয়াতু | আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ | আত্তাহিয়াতু লিল্লাহি | আত্তাহিয়াতু বাংলা | আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ | আত্তাহিয়াতু সূরা | বাংলা আত্তাহিয়াতু সূরা | বাংলা উচ্চারণ আত্তাহিয়াতু সূরা | বাংলা লেখা সূরা | আত্তাহিয়াতু |
তাশাহুদ/আত্তাহিয়াতু
তাশাহুদ/আত্তাহিয়াতু যা সর্বপ্রকার নামাযের মধ্যবৈঠক এবং শেষ বৈঠকে সিজদা থেকে উঠে বসার পরপরই পাঠ করা ওয়াজিব।
আরবিঃ
التحيات له والصلوات والطيبات، السّلام عليك أيها النّبي ورحمة الله وبركاته، السّلام علينا وعلى عباد الله الشايجين، ألههد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.
উচ্চারণঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি, ওয়াস সালাওয়াতু, ওয়াত- তাইয়্যিবাতু, আস সালামু আলাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আস সালামু আলাইনা, ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামায এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমাদের এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া (ইবাদাতের যোগ্য) আর কেউ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মাদ সা. আল্লাহর বান্দা এবং রাসূল। (বুখারী)
বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করবো ইনশাআল্লাহ।
Tag: তাশাহুদ/আত্তাহিয়াতু, আরবি, বাংলা, উচ্চারণ ও অনুবাদসহ, অর্থ, Tishaud / Attahiatu Arabician Bangla pronounces and translation, তাশাহুদ বাংলা অর্থ সহ,আত্তাহিয়াতু দোয়া , আত্তাহিয়াতু সূরা,আত্তাহিয়াতু,আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ ,আত্তাহিয়াতু লিল্লাহি,আত্তাহিয়াতু বাংলা,আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ,আত্তাহিয়াতু সূরা বাংলা,আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ,আত্তাহিয়াতু সূরা বাংলা লেখা, সূরা আত্তাহিয়াতু,আত্তাহিয়াতু ও দরুদ শরীফ, আত্তাহিয়াতু সূরা বাংলা, আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ, আত্তাহিয়াতু সূরা বাংলা লেখা ।