Skip to content Skip to sidebar Skip to footer

 বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা

    বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা  | বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা

    প্রিয় পাঠকবৃন্দ টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা সম্বন্ধে জানতে চাচ্ছেন। আর তাই আজকে আমরা আমাদের পোষ্ট টি তৈরি করেছি। আমাদের আজকের এই পোস্টে বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছাসম্পর্কে যা যা থাকছেঃ সেগুলো হলোবান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা, বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা, বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা ।
    আশা করছি আপনারা পুরো পোস্টটি ধৈর্য্য সহকারে পড়বেন এবং সঠিক তথ্যটি পাবেন।

     বান্ধবীকে Birthday শুভেচ্ছা স্ট্যাটাস

    তোর জন্মদিন আসলেই কিভাবে যেনো আমার পকেট ফাঁকা হয়ে যায়!

    তাই তো Happy Birthday বলেই আমার দায়িত্ব ও কর্তব্য শেষ করছি।

    এখন তোর দায়িত্ব বাকি।

    Birthday Party কোথায় হচ্ছে? কোথায় আসবো আমরা সবাই? সবাই মানে আমরা সব বন্ধুরা…

    জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয়

    বান্ধবী।

    দোয়া করি যেনো পরের বছর

    তোর জন্মদিন আসার আগেই যেনো তোর বিয়ে হয়ে

    যায়।তা না হলে আমার আর প্রেম করে বিয়ে করার ইচ্ছা পূরণ হবে না।সব ছেলেগুলো তো শুধু তোর পেছনেই ঘুর ঘুর করে!

    শুভ জন্মদিন আমার প্রিয় বান্ধবী বিয়ের পরে তো তোর কোনো খবরই নাই! জামাই পেয়ে বান্ধবীদের ভুলে গেছিস নাকি!

    শুভ হোক তোর জন্মদিন, ছেলে মেয়ে দিয়ে পূর্ণ হোক তোর সংসার, জামাই আদর পেয়ে সুখে কাটুক তোর প্রতিটি রাত।

    আগের sorry বলে নিচ্ছি,

    কারন আজকে তোর জন্মদিনে আমি এমন কিছু করতে যাচ্ছে যার জন্য তোর মন খারাপ আমি তো ঘুরিয়ে পেচিয়ে কথা বলতে পারি না,

    হবে।

    আমি তোকে ভালোবাসি। I LOVE YOU + শুভ

    জন্মদিন।

    আমি জানি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস

    না।

    আমাকে ভালবাসতে হবে না, আমি একাই

    ভালোবেসে যাবো।

    Sorry, তোকে ভালোবাসার জন্য।

     বান্ধবীকে Birthday শুভেচ্ছা কবিতা

    শিল্পীঃ- শাফিন আহমেদ
    আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা
    আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা,
    আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
    মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা।
    তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,
    শুভেচ্ছা তোমায়
    তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
    উচ্ছল দিন কামনায় !!
    “আজ জন্মদিন তোমার”
    তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
    তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
    ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে !!
    তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
    শুভেচ্ছা তোমায়,
    তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
    উচ্ছল দিন কামনায় ।
    “আজ জন্মদিন তোমার”
    তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
    তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
    আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে,
    তুমি এই দিনে পৃথিবীতে এসেছো
    শুভেচ্ছা তোমায়,
    তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
    উচ্ছল দিন কামনায় !!
    “আজ জন্মদিন তোমার”

     বান্ধবীকে বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছাBirthday শুভেচ্ছা বার্তা 

    চিন্তা করো না, তোমাকে এখনো অল্প বয়স্ক মনেহয়। তোমার মেকআপের কাছে বয়সের হার হবেই। শুভ জন্মদিন মেকআপওয়ালী।

    শুভ হোক তোর জন্মদিন, ছেলে মেয়ে দিয়ে পূর্ণ হোক তোর সংসার, জামাই আদর পেয়ে সুখে কাটুক তোর প্রতিটি রাত।

    শুভ জন্মদিন বান্ধবী। তোর জন্য জন্মদিনের কেক আনতে গিয়েছিলাম। কিন্তু কেকের দোকানদার বললো, বাজারে নাকি এখন আটা, ময়দা আর সুজি পাওয়াই যায় না। খোঁজ নিয়ে জানতে পারলাম সব নাকি তুই কিনে নিয়ে মুখে মাখিস! তোর জন্য জন্মদিনের কেক আনতে পারলাম না, তার জন্য আমি খবই দুঃখিত।

    যদি আমার কোনো বোন থাকতো তাহলে তোর মতোই হতো। আমি খুব ভাগ্যবান যে তোর মতো বান্ধবী পেয়েছি। শুভ জন্মদিন বোন।

    জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় বান্ধবী। দোয়া করি যেনো পরের বছর তোর জন্মদিন আসার আগেই যেনো তোর বিয়ে হয়ে যায়। তা না হলে আমার আর প্রেম করে বিয়ে করার ইচ্ছা পূরণ হবে না। সব ছেলেগুলো তো শুধু তোর পেছনেই ঘুর ঘুর করে!

    Tag:বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা, বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা, বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা

    Leave a comment