গভীর প্রেমের ভালোবাসার কবিতা ২০২৫ | গভীর রাতের প্রেমের রোমান্টিক কবিতা ২০২৫
Table of Contents
Toggleগভীর প্রেমের কবিতা | গভীর ভালোবাসার কবিতা
আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছন। আশা করি মহান দয়াময় আমার আল্লাহর অশেষ মেহেরবানি আর দয়ায় সবাই ভালো আছেন। আমিও মহান রাব্বুল আলামিন এর অশেষ দয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দুপুরের প্রেমের কবিতা, সকালের, প্রেমের কবিতা, শেষ রাতের কবিতা, নির্জন রাতের কবিতা, চার লাইনের কবিতা, এক লাইনের কবিতা, রোমান্টিক ছোট কবিতা, রোমান্টিক ভালোবাসার, হৃদয় নিয়ে কবিতা, প্রোপোজ SMS, গালে হাত কবিতা, প্রেমিকার হাত ধরা নিয়ে কবিতা, ঠোঁট নিয়ে রোমান্টিক কবিতা, গভীর রাতের রোমান্টিক কবিতা, প্রোপোজ sms, ইত্যাদি । আপনাদের আশা করি এই পোস্ট টি খুব উপকারে আসবে। তাই চলুন দেরি না করে সোজা শুরু করে দেই।
গভীর প্রেমের কবিতা | রাতের রোমান্টিক কবিতা
- গভীর প্রেমের কবিতা
- গভীর ভালোবাসার কবিতা
- গভীর রাতের প্রেমের কবিতা
- রাতের রোমান্টিক কবিতা
- রোমান্টিক কবিতা
- নিশি রাতের প্রেমের কবিতা
- দুপুরের প্রেমের কবিতা
- সকালের প্রেমের কবিতা
- শেষ রাতের কবিতা
- নির্জন রাতের কবিতা
- চার লাইনের কবিতা
- এক লাইনের কবিতা
- রোমান্টিক ছোট কবিতা
- হৃদয় নিয়ে কবিতা
- প্রোপোজ SMS
- গালে হাত কবিতা
- প্রেমিকার হাত ধরা নিয়ে কবিতা
- ঠোঁট নিয়ে রোমান্টিক কবিতা
- গভীর রাতের রোমান্টিক কবিতা
- প্রোপোজ sms
- রোমান্টিক ভালোবাসার
গভীর রাতের রোমান্টিক কবিতা | প্রোপোজ sms | রোমান্টিক ভালোবাসার
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
ঠোঁট নিয়ে রোমান্টিক কবিতা
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।
If you go crazy with a sweet smile,
I will be lost with you in the blue of the sky,
I hope for you,
I want to get your love all my life.
Find out in my mind, I’m in the evening of dreams,
The stars in your eyes, a thousand dreams come and go,
You will find me in that dream of happiness.
আরোও দেখুন এই গুলো লিংকে
প্রেমিকার হাত ধরা নিয়ে কবিতা
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে
তোমার ভালোবাসার সূখের নীড় ।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম ।
আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব,
যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?
There are places far away from wanting to get lost
The nest of happiness of your love.
And I want to spend hundreds of lives in that nest.
I will float in the sea of imagination,
I will go to the beach of your heart, you will not be caught?
গালে হাত কবিতা
তুমি কি জানো পাখি কেন ডাকে ?
তোমার ঘুম ভাঙ্গাবে বলে ।
তুমি কি জানো ফুল কেন ফোটে ?
তুমি দেখবে বলে । তুমি কি জানো আকাশ কেন কাঁদে ?
তোমার মন খারাপ বলে ।
তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন ?
তুমি খুব ভাল বলে ।
তুমি কি জানো তুমি এতো ভালো কেন ?
তুমি আমার
বন্দু বলে ।
Do you know why birds call?
Says it will wake you up.
Do you know why flowers bloom?
You see. Do you know why the sky cries?
You’re upset.
Do you know why everyone likes you?
You say very well.
Do you know why you are so good?
You are mine
Says the gun
প্রোপোজ SMS
আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালোবাসা নিব,
দাও তুমি কত ভালোবাসা দিবে আমায় ।
বিনিময়ে একটি হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়…
জানিনা তুমি কে ! আর কেনই বা ডাকি তোমাকে আমি ,
তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি,
তুমিতো অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী ।
অল্প- অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।
কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়,
দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি,
কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়- আমিও ভালোবাসি তোমায়…
খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে!
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে! বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!
I’m holding out my hand to take your love,
Give me how much you love me.
In return, I will give you a heart that will never be taken back.
I don’t know who you are! And why do I call you,
I wake up for you and sit alone,
You are the unseen dream, you are the princess of my imagination.
Little by little you awaken love in this heart,
That’s why I love you like crazy,
I want to live with you all my life.
I saw you on a foggy morning,
I saw her face covered with random hair, and I went crazy,
What an innocent look he wants to say in the language of his eyes – I love you too.
Didn’t find anyone’s mind, I will get your mind!
Didn’t catch anyone’s hand,
I will hold your hand!
Didn’t walk with anyone,
I will walk with you! Basini says someone will love you better!
রোমান্টিক ভালোবাসার | হৃদয় নিয়ে কবিতা | রোমান্টিক প্রেমের ছোট কবিতা
যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে,
তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!
কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা,
সেটাই চির জীবনের জন্য থেকে যায়,
এটাকেই হয়তো বলে
স্বার্থহীন ভালবাসা
If love depends on something special,
If that special thing is lost, then love is also lost!
But that love does not depend on anything,
That lasts forever,
That’s what it’s called
Selfless love
চার লাইনের কবিতা | এক লাইনের কবিতা | রোমান্টিক ছোট কবিতা
সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে ।
জীবন সে তো গল্প লিখিনা নষ্ট হবে ।
মন সে তো মন্দির ভেঙ্গনা পাপ হবে ।
ভালোবাসা সে তো সত্য ভুল বুঝোনা হারিয়ে যাবে ।
এসএমএস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,,
রিংটোন হয়ে বাজব আমি মিষ্টি মধুর সুরে,,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে ।
She doesn’t want to dream that she will be dirty.
Life will be ruined if he doesn’t write stories.
Mind you, breaking the temple will be a sin.
Love will be lost if he misunderstands the truth.
I’ll be an SMS across your heart,
I will play the ringtone in a sweet melody.
Never mind I’m away from you
I am a friend across your eyes.
কাউকে আবেগের ভালোবাসা দিওনা,
মনের ভালোবাসা দিও !
কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে
যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে ।
Don’t give anyone emotional love,
Give love to the heart!
Because the love of emotions one day loses to the conscience
Will go and the love of the mind will last forever.
আমি বলতে চাই- বলতে পারিনি ।
আমি জানাতে চাই- জানাতে পারিনি ।
আমি বুঝাতে চাই- বুঝাতে পারিনি ।
আজ সময় এসেছে তাই বলছি,
তুমি আমার বাসায় মুরগি চুরি করতে কেন গিয়েছিলে ? উত্তর দাও
রোমান্টিক কবিতা | নিশি রাতের
গভীর প্রেমের কবিতা
I want to say – I could not say.
I want to inform – I could not inform.
I mean – I couldn’t explain.
Today is the time to say,
Why did you go to my house to steal chickens? Answer
প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে বুঝা যায় না ।
প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না ।
তুমি আমার দৃষ্টি সীমার বাইরে হতে পা্র কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয় । তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয় । আমি তোমার কাছে কিছু না হতে পারি । কিন্তু তুমি আমার জীবনের সবকিছু ।
Love is not understood if you do not fall in love.
Love Life cannot be felt unless you fall in love.
You can be out of my sight but not far from my heart. You may be out of my reach, but not out of my mind. I can’t be anything to you. But you are everything in my life.
শেষ রাতের কবিতা | নির্জন রাতের কবিতা
হতে পারে তুমি মন থেকে দুরে তথাপি রয়েছো মোর নয়নপুরে । হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো পরশেরই ভিতরে । কারণ ভালোবাসি শুধুই তোমারে ।
নিষ্ঠুর এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই শুধু মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় । আসলে থাকে না কারো মনে ভালোবাসা , স্বার্থের লাগি কাছে আসে মনে অন্য আশা । স্বার্থ পুরিয়ে গেলে , দুঃখ দিয়ে কেটে পড়ে ।
Maybe you are far from my mind but you are still in my eyes. Maybe you are not in this heart but you are still in the afterlife. Because love is only in you.
Finding true love in this cruel world is a big responsibility, everyone just wants to be fooled by sweet words. In fact, there is no love in one’s mind, there is another hope in one’s mind. When the interest is fulfilled, it is cut off with sorrow.
শীতের চাঁদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন । বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।
নরম হাতের সুইট লেখা | বন্ধু আমি ভেরী একা | চাঁদের গায়ে জোসনা মাখা, মনটা আমার ভীষন ফাঁকা | ফাঁকা মনটা পূরণ করো, একটু আমায় স্বরন করো |
The mind is thrilled by the cold touch of the dew, standing in the fog of the winter moon, extending both hands. Understand that I am by your side all the time.
Soft handwriting Friend, I am very alone Josna smeared on the moon, my mind is very empty Fill the empty mind, give me a little gold
দুপুরের প্রেমের কবিতা
সকালের প্রেমের কবিতা
ভালোবাসা স্বপ্নীল আকাশের মত সত্য । শিশির ভেজা ফুলের মত পবিত্র । কিন্তু সময়ের কাছে পরাজিত । বাস্তবতার কাছে অবহেলিত । আমি চাইনা তুমি আমার
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছুই খোঁজে না তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছুই বুঝতে চাইনা তোমায় ছাড়া ।
Love is as true as the dreamy sky. Holy like dew-drenched flowers. But defeated in time. Neglected to reality. I don’t want you to be mine
There is no one in my life except you, there is no dream in my life except you, my two eyes seek nothing but you, I can’t think of anything without you, I can’t write anything without your name, I don’t want to understand anything without you.