কোষীয় কঙ্কাল, মাইক্রোভিলাই, সিস্টারনি কী/কি | সাইটোপ্লাজম কী নিয়ে গঠিত | ক্যারিওলিঙ্ক, জিনোম কাকে বলে
কোষীয় কঙ্কাল কী/কী
উত্তর : অণুনালিকা , অণুতন্তু ও মাধ্যমিক তন্তুকে একত্রে কোষীয় কঙ্কাল বলে ।
ক্যারিওলিঙ্ক কাকে বলে
উত্তর : নিউক্লিয়ার মেমব্রেনে আবদ্ধ স্বচ্ছ , অর্ধতরল ও দানাদার তরল পদার্থকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিঙ্ক বলে ।
জিনোম কাকে বলে
উত্তর : হ্যাপ্লয়েড সেট বা গ্যামিটিক একক সংখ্যক ক্রোমােসােমে জিনের সমষ্টিকে জীনােম : বলে প্রশ্ন
মাইক্রোভিলাই কী/কি
উত্তর : কতিপয় প্রাণিকোষের বহিঃস্থ ঝিল্লি আঙ্গুলের মতাে বর্ধিত হয়ে যে অংশ গঠন করে তাই মাইক্রোভিলাই ।
সাইটোপ্লাজম কী নিয়ে গঠিত
উত্তর : সজীব কোষের সাইটোপ্লাজম দুটি অংশ নিয়ে গঠিত । যথা : ক . সাইটোসল বা হায়ালােপ্লাজম , খ . অঙ্গাণু ।
সিস্টারনি কি/কী
উত্তর : দুপাশে চাপা , লম্বা , শাখাবিহীন ও সাইটোপ্লাজমে সমান্তরালভাবে বিন্যস্ত এন্ডােপ্লাজমিক রেটিকুলামকে সিস্টারনি বলে ।
কোষীয় কঙ্কাল, মাইক্রোভিলাই, সিস্টারনি কী/কি | সাইটোপ্লাজম কী নিয়ে গঠিত | ক্যারিওলিঙ্ক, জিনোম কাকে বলে
টাগ: কোষীয় কঙ্কাল, মাইক্রোভিলাই, সিস্টারনি কী/কি,সাইটোপ্লাজম কী নিয়ে গঠিত, ক্যারিওলিঙ্ক, জিনোম কাকে বলে