Skip to content Skip to sidebar Skip to footer

এইচএসসি বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন ২০২৫ | HSC bangla first paper final suggestion 2025

এইচএসসি বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন ২০২৫ | HSC bangla first paper final suggestion 2025

HSC Bangla Suggestion 2025

আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। সবাই কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মায়ায় ভালো আছি।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম HSC bangla firat paper final suggestion 2025

আশা করি এই সাজেশন থেকে তোমাদের ১০০% কমন থাকবে। সো গুরুত্ব দিয়ে সাজেশন টি পড়ে নিবা। ধন্যবাদ
HSC 2025
# কবিতা – সাম্যবাদী
.

১.সাম্যবাদী কবিতার চরণ সংখ্যা কত-৩২
২. কবি কীসের গান গায় – সাম্যের
৩. কবি পুঁথি ও কেতাব বহন করতে বলেন – পেটে-পিঠে-কাঁধে-মগজে।
৪. সাম্যবাদী কবিতায় কবি কোথায় দর-কষাকষি হওয়ার কথা বলেন – দোকানে।
৫. সাম্যবাদী কবিতানুসারে তাজা ফুল কোথায় ফুটে- পথে।
৬. সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায় কোথায় – নিজ প্রাণে।
৭. সকল দেবতার বিশ্ব দেউল কোনটি – মানুষের হৃদয়।
৮. অমৃত -হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন – দেবতা- ঠাকুর।
৯. আপন হৃদয়ে সত্যের পরিচয় পেল কারা – ঈসা- মুসা।
১০. বাঁশির কিশোর কে – কৃষ্ণ।
১১. হৃদয়ের রণ-ভূমে বাঁশির কিশোর কী গাইলেন – মহা – গীতা।
১২. মেষের রাখাল নবিরা কার মিতা – খোদার।
১৩. হৃদয়ের ধ্যান গুহামাঝে বসেছেন – শাক্যমুনি।
১৪. মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করল – শাক্যমুনি।
১৫. আলাল-দুলাল আহ্বান শুনতেন কোথায় – কন্দরে।
১৬.হৃদয়ের কন্দরে বসে আলাল-দুলাল কীসের গান গাইলেন-কোরানের সাম্য-গান।
১৭. মানুষের হৃদয়েরর চেয়ে বড় কী নেই- মন্দির -কাবা।
.
#কবিতা – তাহারেই পড়ে মনে
.

১. তাহারেই পড়ে মনে সংলাপ নির্ভর কবিতা
২. ১ টি ঝতুর নাম আছে – বসন্ত
৩. ২ টি বাংলা মাসের নাম আছে – মাঘ, ফাল্গুন।
৪. বসন্ত উল্লেখ আছে – ৪ বার
৫. ফাল্গুন উল্লেখ আছে – ৩ বার
৬. লাইন – ৩০ টি
৭. স্তবক – ৫ টি
৮. কোন দুয়ার খুলে গেছে – দক্ষিণ দুয়ার
৯. কিসের ফুল ফুটেছে – বাতাবি নেবুর
১০. কিসের মুকুল ফুটেছে কি? – আমের
১১. সমীর কোন দিকের – দখিনা
১২. সমীর অর্থ – বাতাস
১৩.পাথার অর্থ – সমুদ্র
১৪.কুহেলি অর্থ – কুয়াশা
১৫. উত্তরী অর্থ – চাদর
১৬. অলখ অর্থ – অলক্ষ
১৭.মাধবী কুড়িঁ কি? – বসন্তী লতা বা তার ফুল
১৮. অর্ঘ্য অর্থ – পূঁজার উপকরণ
১৯. ১৯৩৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়
২০. অক্ষরবৃত্ত ছন্দে রচিত
.
#কবিতা – লোক লোকান্তর
.

১. চরণ সংখ্যা – ১৪ টি
২. রং- সাদা, সবুজ, লাল
৩. গাছ – চন্দন, পান
৪. অঙ্গ – ঠোঁট, চোখ, পা, নখ
৫. অক্ষরবৃত্ত ছন্দে রচিত
৬. লোক-লোকান্তর কোন ধরনের কবিতা- আত্ম পরিচয়মূলক
৭. কবি তার চেতনাকে কার সাথে তুলনা করেন- একটি সত্যিকার সাদা পাখির সাথে
৮. কবির চেতনারুপ পাখিটি কোথায় বসে আছে- সবুজ অরণ্যে, চন্দনের ডালে
৯. বনচারী বাতাসের তালে দোল খায় – বন্য পানলতা
১০. পাখিটির ঠোঁট কীসে মাখামাখি হয়ে আছে – সুগন্ধ পরাগে
১১. পাখিটির দুটি চোখের কোটরে কীসের রং আছে- কাটা সুপারির রং
১২. পাখিটির পায়ের রং- সবুজ
১৩. পাখিটির নখের রং- তীব্র লাল
১৪. কবির তন্ত্রে- মন্ত্রে কী ভরে আছে – চন্দনের ডাল
১৫. কবি কোথায় চোখ রাখতে পরছেন না- বন্য ঝোপের ওপর
১৬. কবির মতে চেতনার মনি উজ্জ্বল হলে কি কেটে যাবে বা ছিঁড়ে যাবে- সমস্ত বাঁধুনি
১৭. লোকালয়ে কী তুচ্ছ হয়ে যাবে- সমাজ, সংসার, ধর্ম
১৮. লোক- লোকান্তর কবিতায় কবি স্তব্ধ হয়ে কী শুনেন – আহত কবির গান
১৯. কবির মতে কোনটির বিজয় আসন্ন- পরকাল
২০. লোকান্তর শব্দের অর্থ- পরকাল
.
#কবিতা- রক্তে আমার অনাদি অস্থি
.


১. চরণ সংখ্যা – ২৪
২. নদীর নাম ৬ টি
৩. সাগর- বঙ্গোপসাগর
৪. কবিতাটি উৎসর্গ করা হয়েছে – কবীর চৌধরীকে
৫. কবি কার যৌবন চান- পদ্মার
৬. কবি কার প্রেম চান – যমুনার
৭. সুরমা নদীর পলিকে কবি কী বলেন – গলিত হেম
৮. হেম অর্থ- সুবর্ণ, সোনা
৯. “কাজল বুক “কোন নদীর – সুরমা নদীর
১০. কবিতায় উল্লেখিত, “গণমানবের তুলি ” কে – কবি নিজে
১১. “তোমার বুকে আমি নিরবধি “এ বাক্যে তোমাদের বলতে বুঝানো হয়েছে – নদীকে
১২.কবির মতে চারদিকে কী খেলা করে – বিচিত্র জীবনের রং
১৩.কোনটি বাঁকে বাঁকে ঘুরে – মুগ্ধ মরণ
১৪.কবি দিলওয়ার তার প্রাণ স্বপ্নকে কোথায় রেখেছেন – বঙ্গোপসাগর
১৫. কবি তার ত্রোূধকে তুলনা করেন- ভয়াল ঘূর্ণির সাথে
১৬. নরদানবের মুখে কী বোঝাই – প্রাণের জাহাজ
১৭. অস্থি শব্দের অর্থ- হাড়.
.
#কবিতা – আমি কিংবদন্তির কথা বলছি
.

১. চরণ সংখ্যা – ৬৮
২. কবিতা-১৮ বার
৩. যে কবিতা শুনতে জানে না- ৯ বার
৪.কবির পূর্বপুরুষ কি ছিলেন – ত্রীূতদাস
৫. কবির পূর্বপুরুষের করতলে কি ছিলো – পলিমাটির সৌরভ
৬.কবির পূর্বপুরুষ কীসের কথা বলতেন- অতিত্রূান্ত পাহার, অরণ্য এবং শ্বাপদ, পতিত জমির আবাদ এবং কবিতার কথা বলতেন
৭. এ কবিতায় উজ্জ্বল জানালা কীসের আগুনে আলোচিত – উনোনের আগুনে
৮. কবি কার মৃত্যুর কথা বলেছেন- গর্ভবতী বোনের
৯. ভালোবেসে কি আসে- যুদ্ধ
১০. ভালোবাসা দিলে কে মরে যায়- মা
১১. যে কবিতা শুনতে জানে না সে হৃৎপিন্ডে কাকে ধরে রাখতে পারে না – সূর্যকে
১২. যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বোনচিতো হবে – দিগন্তের
১৩. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে – যে কর্ষণ করে
১৪. প্রবাহমান নদী কাকে পুরষ্কৃত করবে- যে মৎস লালন করে
১৫. জননীর আর্শীবাদ কাকে দীর্ঘায়ু করে- যে গাভীর পরিচর্যা করে
১৬. ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে- লৌহখণ্ড প্রজ্বলনকারীকে
১৭. কবিতায় কার যুদ্ধের কথা বলা হয়েছে – ভাইয়ের
১৮.সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুণ্থান কী – কবিতা
.
#কবিতা- নূরলদীনের কথা মনে পড়ে যায়
.

১. চরণ সংখ্যা – ৪২
২. সাল – ১১৮৯
৩. “নূরলদীনের কথা মনে পড়ে যায় “- ৬ বার
৪. নিলক্ষা আকাশেরর রং – নীল
৫. “নূরলদীনের কথা মনে পড়ে যায় ” কবিতায় লোকালয়ের সংখ্যা – উনসত্তর হাজার
৬. পুর্ণিমার চাঁদ কীসের মতো জ্যোৎস্না ঢালছে – ধবল দুধের মতো
৭. নিলক্ষার নীলে কে তীব্র শিস দেয় – চাঁদ
৮. মানুষের বন্ধ দরজায় হঠাৎ কে হানা দেয় – অতীত
৯. উল্লিখিত কবিতায় দীর্ঘদেহ কার- নূরলদীনের
১০. দীর্ঘদেহ নিয়ে নূরলদীন কোথায় দেখা যায় – মরা আঙিনায়
১১. নূরলদীনের বাড়ি কোথায়? – রংপুর
১২. বাংলা কত সালে নূরলদীন ডাক দিয়েছিলো – ১১৮৯ সনে
১৩. শকুন নেমে আসে কোথায় – সোনার বাংলায়
১৪. শকুন হল- পাকিস্তানি হানাদার বাহিনীরা
১৫.কবির মতে আমাদের এই দেশ ছেয়ে আছে – দালালের আলখাল্লায়
১৬. দালাল কারা- রাজাকাররা
১৭. নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতায় কবির কি লুট হয়ে যায়- স্বপ্ন
১৮. কবির মতে জ্যোৎস্নার সাথে কি ঝরে পড়ে – স্মৃতির দুধ
১৯. সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় গিয়ে মেশে- ব্রক.

Leave a comment