অ্যাপেনডিক্স | অ্যাপেনডিক্স নিয়ে গবেষণা, অ্যাপেনডিক্স এর কাজ
অ্যাপেনডিক্স
২০১৪ সালে একটি তুর্কি গবেষণাপত্রে দেখা যায় যাদের অনেক ক্ষুদ্র এপেন্ডিক্স রয়েছে তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি বেশি। এখান থেকে ধারনা করা হচ্ছে কোলন ক্যান্সার মোকাবেলাতে এপেন্ডিক্সের ভূমিকা রয়েছে।
২) পরিপাক নালীর প্রদাহজনিত একটা রোগ বিদ্যমান যার নাম ক্রন’স ডিজিজ। ২০০৩ সালের দিকের একটা গবেষণাপত্রের তথ্য অনুযায়ী এপেন্ডিক্স না থাকা ব্যক্তিদের রোগটিতে আক্রান্ত হবার সম্ভাবনা কিছুটা বেশি।
৩) আর এখন পর্যন্ত বেশ নিশ্চিত হওয়া তথ্যটি হলো এপেন্ডিক্স নম্র, ভদ্র, উপকারি ব্যাকটেরিয়ার আবাসস্থল।
এসব ব্যাকটেরিয়া আমাদের বৃহদান্ত্রকে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে থাকে।
বৃহদান্ত্রকে সুস্থ রাখতে, ডায়রিয়া থেকে রক্ষা করতে বেশ ভূমিকা রাখে এরা।
৪) এপেন্ডিক্সে লিম্ফোয়েড কোষের সন্ধান পাওয়া গেছে যেখান থেকে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। আর এগুলো রোগপ্রতিরোধ সিস্টেমের হয়ে কাজ করে আমাদের পরিপাকনালীকে সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা রাখে।
৫) মায়ের পেটে থাকা ভ্রূণের বয়স ১১ সপ্তাহের দিকে আসলে এপেন্ডিক্সে এক ধরনের হরমোন নিঃসরণকারী কোষের অস্তিত্বের বিষয়টিও ধারনা করা হচ্ছে।
Tag: অ্যাপেনডিক্স, অ্যাপেনডিক্স নিয়ে গবেষণা, অ্যাপেনডিক্স এর কাজ