Skip to content Skip to sidebar Skip to footer

হিল বিক্রিয়া বলতে কী/কি বুঝ | হিল বিক্রিয়া কি/কী

 

Photo 1618741801796 হিল বিক্রিয়া বলতে কী/কি বুঝ হিল বিক্রিয়া বলতে কী/কি বুঝ

হিল বিক্রিয়া বলতে কী/কি বুঝ

উত্তর : ১৯৩৭ খ্রিস্টাব্দে রবিন হিল নামক একজন ইংরেজ প্রাণ রসায়নবিদ একটি পরীক্ষা করেন । তিনি CO2 , এর অনুপস্থিতিতে পৃথককৃত ক্লোরােপ্লাস্ট , পানি ও কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক একত্রে আলােতে রাখেন । ফলে CO2, এর অনুপস্থিতিতে কোনাে শর্করা তৈরি হয় না , কিন্তু অক্সিজেন নির্গত হয় । রবিন হিলের নামানুসারে একে হিল বিক্রিয়া বলে । এ পরীক্ষা হতে প্রমাণিত হয় যে , সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি ।

Tag:হিল বিক্রিয়া বলতে কী/কি বুঝ, হিল বিক্রিয়া কি/কী

Leave a comment