সূরা হুমাযাহ এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল Surah Humahah’s Arabic English Bangla translation meaning with the pronunciation of the nun |
সূরা হুমাযাহ এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল Surah Humahah’s Arabic English Bangla translation meaning with the pronunciation of the nun |
আসসালামুয়ালাইকুম, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো সূরা হুমাযাহ এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল এবং বিভিন্ন বর্ণনা নিচে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা যা যা জানতে পারবেন তা হচ্ছে সূরা হুমাযাহ,সূরা হুমাযাহ এর শানে নুযুল, সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ সহ,সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ,সূরা হুমাযাহ বাংলা অনুবাদ,সূরা আল হুমাযাহ বাংলা উচ্চারণ,সূরা আল হুমাযাহ,সুরা হুমাযাহ তাফসির,সূরা হুমাযাহ এর তাফসির, সূরা ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাযাহ সূরা। নিম্নে সূরা হুমাযাহ এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল ও আরও বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে।
সূরা হুমাযাহ
بسم الله الرحمن الرحيم
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু
[1]وين لكل همزة لمزة
[1] অইলুল্লি কুল্লি হুমাযা-তি ব্লুমাযাতি।
[1] প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
[1] Woe to every slanderer and backbiter.
[2] الذي جمع مالا وعددة
[2]নিল্লাযী জ্বামা’আ মা-লাওঁ
অ‘আদ্দাদাহূ।
[2] যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
[2] Who has gathered wealth and counted it,
[3]يخشب آن ماله أخلدة
[3] ইয়াত্সাবু আন্না মা- লাহূ য় আহ্লাদাহ্।
[3] সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
[3] He thinks that his wealth will make him last forever!
گلا لينبذن في الخطمة [4]
[4]কাল্লা-লাইয়ুম্বাযান্না ফিল্ হুত্বোয়ামাহ্।
[4] কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
[4] Nay! Verily, he will be thrown into the crushing Fire.
[5] وما أدرنك ما الخطقة
[5]অমা-আদ্রা-কা মাল্ হুত্বোয়ামাহ্
[5] আপনি কি জানেন, পিষ্টকারী কি?
[5] And what will make you know
what thecrushing Fire is?
[6]ناز الله الموقدة
[6] না-রুল্লা-হিল্ মূক্বদাতু
[6] এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
[6] The fire of Allâh, kindled,
[7] التي تطلع على الأفئدة
আল্লাতী তাত্ত্বোয়ালিউ“আলাল্ আফ্য়িদাহ্। [7] যা হৃদয় পর্যন্ত পৌছবে।
[7] Which leaps up over the hearts,
[8] إنّها عليهم مؤصدة
[৪] ইন্নাহা- ‘আলাইহিম্ মু’ছোয়াদাতুন্
[৪] এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
[8] Verily, it shall be closed upon them,
[9] في عمي ممددي
[9] ফী ‘আমাদিম্ মুমাদ্দাহ্
[9] লম্বা লম্বা খুঁটিতে।
[9] In pillars stretched forth (i.e. they will be punished in the Fire with pillars).
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
শানে নুযূল
সূরা হুমাযাহ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৪ তম সূরা। প্রথম আয়াতের হুমাযাহ শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৯ টি। এ সূরাটিতে তিনটি জঘন্য গোনাহের কথা বলা হয়েছে। গোনাহ্ তিনটি হল গীবত, সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা এবং অর্থলিপ্সা।
বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করবো ইনশাআল্লাহ।
ট্যাগঃ সূরা হুমাযাহ এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল Surah Humahah’s Arabic English Bangla translation meaning with the pronunciation of the nun | সূরা হুমাযাহ,সূরা হুমাযাহ এর শানে নুযুল, সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ সহ,সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ,সূরা হুমাযাহ বাংলা অনুবাদ,সূরা আল হুমাযাহ বাংলা উচ্চারণ,সূরা আল হুমাযাহ,সুরা হুমাযাহ তাফসির,সূরা হুমাযাহ এর তাফসির, সূরা ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাযাহ সূরা।