সূরা লাইলাতুল কদর বাংলা উচ্চারণ ও অর্থ | Surah Lailatul Qadr Bengali Pronunciation and Meaning
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা লাইলাতুল কদর, সূরা লাইলাতুল কদর বাংলা উচ্চারণ, ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর সূরা, ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর সূরা।তো দেরি না করে আসুন আমরা পড়া শুরু করি।
সূরা লাইলাতুল কদর
একদা (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বনী ইসরাইলের জনৈক লোকেদের সম্পর্কে আলোচনায় উল্লেখ করেন তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিককাল যাবত ইবাদত করেছেন। এ কথা শুনে সাহাবারা খুব নিরাশ হয়ে পড়লেন। তারা বললেন, আমাদের বয়স পূর্বের উম্মতদের তুলনায় খুবই কম। আমরা কীভাবে তাদের মতো নেকআমল করে (সওয়াব) অর্জন করব। এ পরিপ্রেক্ষিতে মহান রাব্বুল আলামিন (সূরা আল কদর) অবতীর্ণ করেন।
কদর শব্দের অর্থ (“সম্মান, মর্যাদা বা মহাসম্মানʼʼ)। সূরা আল কদর পবিত্র কুরআন মাজীদের ৯৭ তম সূরা, এতে রয়েছে মহিমান্বিত ৫ টি আয়াত এবং এর রূকুর সংখ্যা ১। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল।
সূরা লাইলাতুল কদর বাংলা উচ্চারণ | ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর | লাইলাতুল কদর সূরা | ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর সূরা
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةِ القَدرِ
[1] ইন্না য় আন্যাল্না-হু ফী লাইলাতিল্ ক্বদ্র্।
[1] আমি একে নাযিল করেছি শবে-কদরে।
[2] وَما أَدرىٰكَ ما لَيلَةُ القَدرِ
[2] অমা য় আদ্র-কা মা-লাইলাতুল্ ক্বদ্র্।
[2] শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
[3] لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ
[3] লাইলাতুল্ ক্বদ্রি খাইরুম্ মিন্ আল্ফি শাহ্র্ ।
[3] শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
[4] تَنَزَّلُ المَلٰئِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ
[4] তানায্যালুল্ মালা-য়িকাতু র্অরূহু ফীহা- বিইয্নি রব্বিহিম্ মিন্ কুল্লি আম্র্।
[4] এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
[5] سَلٰمٌ هِىَ حَتّىٰ مَطلَعِ الفَجرِ
[5] সালা-মুন্ হিয়া হাত্তা- মাতলাই’ল্ ফাজর্।
[5] এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করে নিবো ইনশাআল্লাহ।
Tag: সূরা লাইলাতুল কদর, সূরা লাইলাতুল কদর বাংলা উচ্চারণ, ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর সূরা, ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর সূরা।