সূরা যিলযাল বাংলা উচ্চারণ সহ অনুবাদ | সূরা যিলযাল এর তাফসীর | সূরা যিলযাল তেলাওয়াত
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা যিলযাল বাংলা, যিলযাল সূরা, সূরা আল যিলযাল, সূরা যিলযাল বাংলা অনুবাদ, সূরা যিলযাল বাংলা উচ্চারণ, সূরা যিলযাল, সূরা যিলযাল এর তাফসীর, সূরা আল যিলযাল বাংলা উচ্চারণ, সূরা যিলযাল তেলাওয়াত। তো দেরি না করে আসুন আমরা পড়া শুরু করি।
সূরা যিলযাল / সূরা যিলযাল বাংলা / সূরা আল যিলযাল / সূরা যিলযাল বাংলা অনুবাদ / সূরা যিলযাল বাংলা উচ্চারণ
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] إِذا زُلزِلَتِ الأَرضُ زِلزالَها
বাংলা উচ্চারণ:-
[1] ইযা-যুল্যিলাতিল্ র্আদ্বু যিল্যা-লাহা-।
বাংলা অনুবাদ:-
[1] যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
[2] وَأَخرَجَتِ الأَرضُ أَثقالَها
বাংলা উচ্চারণ:-
[2] অআখ্রজ্বাতিল্ আরদু আছ্ক্ব-লাহা-।
বাংলা অনুবাদ:-
[2] যখন সে তার বোঝা বের করে দেবে।
[3] وَقالَ الإِنسٰنُ ما لَها
বাংলা উচ্চারণ:-
[3] অক্ব-লাল্ ইনসা-নু মা- লাহা-।
বাংলা অনুবাদ:-
[3] এবং মানুষ বলবে, এর কি হল ?
[4] يَومَئِذٍ تُحَدِّثُ أَخبارَها
বাংলা উচ্চারণ:-
[4] ইয়াওমায়িযিন্ তুহাদ্দিছু আখ্বা-রহা-।
বাংলা অনুবাদ:-
[4] সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
[5] بِأَنَّ رَبَّكَ أَوحىٰ لَها
বাংলা উচ্চারণ:-
[5] বিআন্না রব্বাকা আওহা-লাহা-।
বাংলা অনুবাদ:-
[5] কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
[6] يَومَئِذٍ يَصدُرُ النّاسُ أَشتاتًا لِيُرَوا أَعمٰلَهُم
বাংলা উচ্চারণ:-
[6] ইয়াওমায়িযিঁই ইয়াছ্দুরু ন্না-সু আশ্তা-তাল্ লিইয়ুরাও আ‘মা-লাহুম্।
বাংলা অনুবাদ:-
[6] সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
[7] فَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ
خَيرًا يَرَهُ
বাংলা উচ্চারণ:-
[7] ফামাইঁ ইয়া’মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ খইরঁই ইয়ারহ্।
বাংলা অনুবাদ:-
[7] অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে।
[8] وَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
বাংলা উচ্চারণ:-
[8] অমাইঁ ইয়া’মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ র্শারইঁ ইয়ারহ্
বাংলা অনুবাদ:-
[8] এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
সূরা যিলযাল এর তাফসীর
এটি পবিত্র কুরআনের ৯৯ নং সূরা। যা সূরা নিসা’র পর মদিনায় অবতীর্ণ।
সূরাটির মূল বিষয়বস্তু হʼল কিয়ামত অনুষ্ঠান। যা দুʼটি ভাগে আলোচিত হয়েছে। প্রথম ভাগে কিয়ামত অনুষ্ঠানের অবস্থা বর্ণনা করা হয়েছে (১-৫ আয়াত)। দ্বিতীয় ভাগে বলা হয়েছে যে, মানুষকে ঐ দিন স্ব স্ব আমলনামা দেখানো হবে। অতঃপর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারের মাধ্যমে তার যথাযথ প্রতিদান দেওয়া হবে (৬-৮ আয়াত)
সূরা যিলযাল তেলাওয়াত
সূরা যিলযাল বাংলা উচ্চারণ দেখে মুখস্ত করার পর অডিও তেলাওয়াত শুনে সূরাটির উচ্চারণ শুদ্ধ করুন।
Tag: সূরা যিলযাল বাংলা, যিলযাল সূরা, সূরা আল যিলযাল, সূরা যিলযাল বাংলা অনুবাদ, সূরা যিলযাল বাংলা উচ্চারণ, সূরা যিলযাল, সূরা যিলযাল এর তাফসীর, সূরা আল যিলযাল বাংলা উচ্চারণ, সূরা যিলযাল তেলাওয়াত।