Skip to content Skip to sidebar Skip to footer

সূরা যিলযাল এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত Surah Jaalayal’s Arabic English Bangla translation with pronouns with nucleul and Fazilat |

সূরা যিলযাল এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত Surah Jaalayal's Arabic English Bangla translation with pronouns with nucleul and Fazilat |

সূরা যিলযাল এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত Surah Jaalayal’s Arabic English Bangla translation with pronouns with nucleul and Fazilat| 

আসসালামুয়ালাইকুম, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো সূরা যিলযাল এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত ও আরও বিভিন্ন বর্ণনা নিচে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা যা যা জানতে পারবেন তা হচ্ছে সূরা যিলযাল, সূরা যিলযাল বাংলা উচ্চারণ,সূরা যিলযাল এর তাফসীর,সূরা যিলযাল তেলাওয়াত,যিলযাল সূরা,সূরা আল যিলযাল বাংলা উচ্চারণ,সূরা যিলযাল বাংলা,সূরা আল যিলযাল,সূরা যিলযাল বাংলা অনুবাদ,সূরা যিলযাল এর শানে নুযুল,সূরা যিলযাল এর দারস,সূরা যিলযাল এর শিক্ষা,সূরা যিলযাল এর ফজিলত,সূরা যিলযাল এর বাংলা তাফসীর। নিম্নে সূরা যিলযাল এর  আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত ও আরও বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে। 

                       সূরা যিলযাল   

                 بسم الله الرحمن الرحيم 

            বিসমিল্লাহির রাহমানির রাহিম 

           শুরু করছি আল্লাহর নামে যিনি 

             পরম করুণাময়, অতি দয়ালু 

[1] إذا زلزلت الأرض زلزالها

[1] ইযা-যুল্যিলাতিল্ আম্বু যিল্যযা -লাহা-। 

[1] যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, [1] When the earth is shaken with its (final) earthquake. 

وأخرجت الأرض أثقالها [2] 

[2]অআখ্রজ্বাতিল্ আরদু আক্ব-লাহা-। 

[2] যখন সে তার বোঝা বের করে দেবে। 

[2] And when the earth throws out its burdens,

[3] وقال الإنسان ما لها

[3] অক্ব-লাল্ ইনসা-নু মা- লাহা-। 

[3] এবং মানুষ বলবে, এর কি হল?

[3] And man will say: “What is the matter with it?” 

يومئذ تُحدث أخبارها [4] 

[4]ইয়াওমায়িযিন্ তুহাদ্দিছু আখা-রহা-। 

[4] সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, 

[4] That Day it will declare its information (about all that happened over it of good or evil). 

بأن ربك أوحى لها [5] 

বিআন্না রব্বাকা আওহা-লাহা-। 

[5] কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।

[5] Because your Lord will inspire it.

[6] يومئذ يصدر الناش أشتاتا ليروا أعملهم  

[6]ইয়াওমায়িযিঁই ইয়াহ্দুরু ন্না-সু আশ্তা-তাল্ লিইয়ুরাও আ‘মা-লাহুম্। 

[6] সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। 

[6] That Day mankind will proceed in scattered groups that they may be shown their deeds. 

فمن يعمل مثقال ذرة خيرا يره [7] 

[7]ফামাইঁ ইয়া’মাল্ মিক্ক-লা র্যারতিন্ খইরঁই ইয়ারহ্।

[7] অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে 

[7] So whosoever does good equal to the weight of an atom (or a small ant), shall see it. 

[8] ومن يعمل مثقال ذرة شرا يره 

[8] অমাইঁ ইয়া’মাল্ মিক্ব-লা র্যারতিন্ শারই ইয়ারহ্ 

[8] এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।

[8] And whosoever does evil equal to the weight of an atom (or a small ant), shall see it.

===============0===============

                         শানে নুযূল 

এই সূরার মাক্কী ও মাদানী হওয়ার ব্যাপারে উলামাগণের মাঝে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আর কেউ বলেন, এটি মদীনায় অবতীর্ণ হয়েছে। 

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

                          ফজিলত    

•➤আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ও আনাস ইবনে মালিক (রা) বলেন, এটি অর্ধেক কুরআনে সমান। (তিরমিযী)

•➤সূরা যিলযাল ২ বার পড়লে ১ বার কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। (তিরমিযী)

বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করবো ইনশাআল্লাহ। 

ট্যাগঃ সূরা যিলযাল এর আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল এবং ফজিলত Surah Jaalayal’s Arabic English Bangla translation with pronouns with nucleul and Fazilat | সূরা যিলযাল, সূরা যিলযাল বাংলা উচ্চারণ,সূরা যিলযাল এর তাফসীর,সূরা যিলযাল তেলাওয়াত,যিলযাল সূরা,সূরা আল যিলযাল বাংলা উচ্চারণ,সূরা যিলযাল বাংলা,সূরা আল যিলযাল,সূরা যিলযাল বাংলা অনুবাদ,সূরা যিলযাল এর শানে নুযুল,সূরা যিলযাল এর দারস,সূরা যিলযাল এর শিক্ষা,সূরা যিলযাল এর ফজিলত,সূরা যিলযাল এর বাংলা তাফসীর।

Leave a comment