সূরা ফীল আরবি ইংরেজি বাংলা উচ্চারণ অনুবাদ সহ শানে নুযুল Surah Phil Nujula with Arabic English Bengali pronunciation translation |
সূরা ফীল আরবি ইংরেজি বাংলা উচ্চারণ অনুবাদ সহ শানে নুযুল Surah Phil Nujula with Arabic English Bengali pronunciation translation |
আসসালামুয়ালাইকুম, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো সূরা ফীল আরবি ইংরেজি বাংলা উচ্চারণ অনুবাদ সহ শানে নুযুল এবং বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে । এখানে আপনারা যা যা জানতে পারবেন তা হচ্ছে সূরা ফীল,সূরা ফীল বাংলা উচ্চারণ সহ,সূরা ফীল এর শিক্ষণীয় দিক,সূরা ফীল এর আয়াত সংখ্যা কত,সূরা ফীল এর শিক্ষা,সূরা ফীল অর্থসহ,সূরা ফীল এর তাফসীর,সূরা ফীল কোথায় অবতীর্ণ হয়। নিম্নে সূরা ফীল আরবি ইংরেজি বাংলা উচ্চারণ সহ বিভিন্ন বিষয় নিচে বর্ণনা করা হয়েছে।
সূরা ফীল
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِأَصحٰبِ الفيلِ
[1] আলাম্ তার কাইফা ফা‘আলা রব্বুকা বিআছ্হা-বিল্ ফীল্।
[1] আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
[1] Have you (O Muhammad (SAW)) not seen how your Lord dealt with the Owners of the Elephant? [The elephant army which came from Yemen under the command of Abrahah Al-Ashram intending to destroy the Ka’bah at Makkah].
[2] أَلَم يَجعَل كَيدَهُم فى تَضليلٍ
[2] আলাম্ ইয়াজ‘আল্ কাইদাহুম্ ফী তাদ্ব্লীলিঁও
[2] তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
[2] Did He not make their plot go astray?
[3] وَأَرسَلَ عَلَيهِم طَيرًا أَبابيلَ
[3] অ র্আসালা ‘আলাইহিম্ ত্বোয়াইরন্ আবা-বীলা-
[3] তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
[3] And He sent against them birds, in flocks,
[4] تَرميهِم بِحِجارَةٍ مِن سِجّيلٍ
[4] তারমীহিম্ বিহিজ্বা-রতিম্ মিন্ সিজ্জ্বীলিন্
[4] যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
[4] Striking them with stones of Sijjîl (baked clay).
[5] فَجَعَلَهُم كَعَصفٍ مَأكولٍ
[5] ফাজ্বা‘আলাহুম্ কা‘আছ্ফিম্ মাকূল্।
[5] অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
[5] And He made them like (an empty field of) stalks (of which the corn has been eaten up by cattle).
===============================
শানে নুযূল
এ সূরায় হস্তীবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কাবা গৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে হস্তীবাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। আল্লাহ তা’আলা নগণ্য পক্ষীকুলের মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধূলোয় মিশিয়ে দেন। মক্কা মুকাররামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের বছর হস্তীবাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। হাদীসবিদগণ এ ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক প্রকার নবুওয়াতের ভূমিকাস্বরূপ সাব্যস্ত করেছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওয়ত এমনকি জন্মেরও পূর্বে এ ধরনের আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। হস্তী-বাহিনীকে আসমানী আযাব দ্বারা প্রতিহত করাও এসবের অন্যতম।
বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করবো ইনশাআল্লাহ।
ট্যাগঃ সূরা ফীল,সূরা ফীল বাংলা উচ্চারণ সহ,সূরা ফীল এর শিক্ষণীয় দিক,সূরা ফীল এর আয়াত সংখ্যা কত,সূরা ফীল এর শিক্ষা,সূরা ফীল অর্থসহ,সূরা ফীল এর তাফসীর,সূরা ফীল কোথায় অবতীর্ণ হয়।